গোয়াইনঘাটে সাংবাদিকের উপর হামলার ঘটনায় এজাহারভুক্ত আসামী আটক

45

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
বেসরকারি টেলিভিশন মাই টিভির গোয়াইনঘাট প্রতিনিধি হুমায়ুন আহমেদ’র উপর হামলার ঘটনায় দায়ের করা gowainghat (sylhet) photo-11-07-2017 (1)মামলার এজাহারভুক্ত প্রধান আসামী পল্লী চিকিৎসক শাহীন আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ ও গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে সিলেটের মেজরটিলা এলাকা থেকে তাকে আটক করেন।
গত ১৮ মে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুর বাজারের মা মণি ফার্মেসীর সামনের রাস্তা ধরে যাওয়ার সময় ওই ফার্মেসী ও সমবায় সমিতির মালিক পল্লী চিকিৎসক শাহীন, এবিএম দুলাল ও তার সহযোগীরা  মাই টিভি প্রতিনিধি হুমায়ুনের উপর হামলা চালিয়ে তাকে গুরতর জখম করে। এঘটনার পরদিন আহতের স্ত্রী বাদী হয়ে গোয়াইনঘাট থানায় শাহিন ও দুলাল নামক দুই জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা আরোও ৩/৪জনকে আসামি করে মামলা দায়ের করেন।
র‌্যাব-৯ এর সিনিয়র এএসপি সহকারী পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী সাংবাদিকদের জানান, আটককৃত আসামী গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। মঙ্গলবার সকালে তাকে আটক করে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।