দক্ষিণ সুরমা থেকে ৫ কেজি গাঁজা ও ছোরাসহ ৩ জন গ্রেফতার

53

স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমা থেকে ৫ কেজি গাঁজা ও একটি ছুরাসহ ৩ অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার গুনই দক্ষিণ পাড়ার মৃত দরবেশ আলীর পুত্র বর্তমানে ভার্থখলা এলাকার সফিক মিয়ার কলোনীর বাসিন্দা খোর্শেদ আলী উরফে শিকদার (৩২), একই থানার ইকরাম গ্রামের তমিজ হোসেনের পুত্র বর্তমানে ভার্থখলা রূপসী গলির জাফরু মিয়ার কলোনীর বাসিন্দা আবুল হোসেন (৩৫) ও বিশ্বনাথ থানার রাজনগর মোল্লারগাঁও গ্রামের সমুজ আলীর পুত্র তোরাব আলী (২৫)। এদের মধ্যে খোর্শেদ আলী শিকদার ও আবুল হোসেন মাদক বিক্রেতা এবং তোরাব আলী ছিনতাইকারী।
পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাত সাড়ে ১২ টার দিকে দক্ষিণ সুরমা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কীন ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রেতা খোর্শেদ আলী শিকদার ও আবুল হোসেনকে গ্রেফতার করে। এসময় সাড়ে ২৭ হাজার টাকা দামের সাড়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করে। আটককৃত দের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এদিকে একই দিন রাত সাড়ে ১১ টার দিকে দক্ষিণ সুরমা থানা পুলিশের অপর একটি দল স্থানীয় জনগণের লালাবাজার ভালকী এলাকা থেকে তোরাব আলী নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করে। এ সময় পুলিশ তার কাছ থেকে একটি ছুরা ও একটি ছিনতাইকাজে ব্যবহৃত সিএনজি অটোরিক্সা জব্দ করেছে। এ বিষয়ে দক্ষিণ সুরমা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব জানিয়েছেন।