জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান ॥ গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় বিএনপির আদর্শিক সংগ্রাম চলছে, চলবেই

67

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া দেশপ্রেমিক জনতার BNP Sylhet District Program Photo-08-07-17শেষ আশ্রয়স্থল। প্রতিষ্ঠালগ্ন থেকে জাতির যে কোন সংকটে বিএনপি অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে আসছে। আমাদের প্রিয় বাংলাদেশ চরম ক্রান্তিকাল অতিবাহিত করেছে। গণতন্ত্রকে গলাটিপে হত্যা করে দেশে একদলীয় বাকশালী স্বৈরতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে। জাতির ক্রান্তিলগ্নে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে দেশপ্রেমিক জনতা ঐক্যবদ্ধ রয়েছে। আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি পেতে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে দলে দলে মানুষ বিএনপির পতাকা তলে সমবেত হচ্ছে। বিএনপিকে নিয়ে যতই ষড়যন্ত্র হোক না কেনো গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় বিএনপির আদর্শিক সংগ্রাম অব্যাহত থাকবে।
বিএনপি কেন্দ্র ঘোষিত দেশব্যাপী নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন অভিযান-২০১৭ কর্মসূচীর অংশ হিসেবে শনিবার সিলেট জেলা বিএনপির উদ্যোগে নগরীতে সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন অভিযান কর্মসুচীর আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়। বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। নগরীর দরগা গেইট সংলগ্ন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ প্রাঙ্গনে এ অভিযান সম্পন্ন হয়। সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি আবুল কাহির চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আহমদের পরিচালনায় অনুষ্ঠিত উদ্ধোধনী সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট নুরুল হক, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আব্দুল গাফফার, সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দীন আসুক, সহ-সভাপতি ও কানাইঘাট উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, জেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল ও সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম।
বিএনপি নেতা মাওলানা ইয়াহিয়ার কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচীত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা সহ-সভাপতি ও ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ময়নুল হক চৌধুরী, সহ-সভাপতি একেএম তারেক কালাম, সহ-সভাপতি হাজী শাহাব উদ্দিন, সহ-সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, লুৎফুল হক খোকন, ফখরুল ইসলাম ফারুক, জেলা উপদেষ্টা নজরুল ইসলাম ময়ুর, আহমেদুর রহমান চৌধুরী মিলু, ইফজালুর রহমান, হাবিবুর রহমান, হাজী ইলিয়াছ মিয়া, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দীকি, যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল হক, মহানগর সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, জেলা সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, দফতর সম্পাদক এডভোকেট মো: ফখরুল হক, প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, প্রকাশনা সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, মহিলা বিষয়ক সম্পাদিকা কাউন্সিলার সালেহা কবির শেপি, যুব বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান, জেলা শ্রম বিষয়ক সম্পাদক সুরমান আলী, মহানগর শ্রম বিষয়ক সম্পাদক ইউনুছ মিয়া, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক লায়েছ আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক আল মামুন খান, সাহিত্য সম্পাদক আ ফ ম কামাল, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এখলাছুর রহমান, সংস্কৃতি সম্পাদক জসিম উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান ফয়েজ ও মুরাদ হোসেন, বিএনপি যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দের মধ্য থেকে উপস্থিত ছিলেন- এডভোকেট আহমদ রেজা, আব্দুল মালেক, দিদার ইবনে তাহের লস্কর, বুরহান উদ্দিন, এডভোকেট ইসরাফিল আলী, আমিন উদ্দিন আহমদ, তাহসিনা শারমিন তামান্না, আব্দুল মালেক, নারায়ন পুরকায়স্থ ফনি, আব্দুল লতিফ খান, এনামুল হক মাক্কু, সিরাজুল ইসলাম সিরাজ, দিলোয়ার হোসেন জয়, মনিরুল ইসলা তুরন, আজির উদ্দিন আহমদ, হুমায়ুন কাদির রিপন, ফয়েজুর রহমান ফয়েজ, ময়নুল ইসলাম মঞ্জু, শামসুর রহমান শামীম, সিরাজুল ইসলাম সিরাজ, আব্দুল হাই মাসুক, কামরুজ্জামান দীপু, আব্দুল হান্নান, মুহিবুর রহমান, হাসান মঈনুদ্দিন, মঞ্জুর কাদির শাফী, আমেনা বেগম রুমি, শাহাবুদ্দিন সাবু, জমির উদ্দিন, হাজী গোলজার, ইসলাম উদ্দিন, ফারজানা বখত্ রাহেনা, খবির আহমদ নুনু, ইউনুছ মিয়া, এডভোকেট ফরহাদ উদ্দিন, আব্দুল লতিফ, আতাউর রহমান, ইব্রাহিম আলী, সুফির উদ্দিন, আজাদ মিয়া, কাজী মেরাজ, দেওয়ান আরাফাত চৌধুরী জাকির, হানুর ইসলাম ইমন, আবুল হাসিম জাকারিয়া, কল্লোলজ্যোতি বিশ্বাস জয়, আব্দুল কাইয়ুম, আব্দুর রউফ, জামাল আহমদ খান, সুহেল ইবনে রাজা, আলী আহমদ আলম, নাসির উদ্দিন রহীম, তানিমুল ইসলাম, আলী আকবর রাজন, মাসুম পারভেজ, সুমন আহমদ বিপ্লব, হাফিজুর রশীদ, কয়েস আহমদ, ওসমান গনি, সুহেল রানা, রুবেল আহমদ, আজাদ আহমদ, সেলিম মিয়া, ইমন আহমদ, এনামুল হক ও রাজু আহমদ কালাই প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ আনুষ্ঠানিক ভাবে ফরম পুরনের মাধ্যমে পুরনো সদস্যদের সদস্য পদ নবায়ন এবং ফরম পূরণের মাধ্যমে নতুন সদস্য সংগ্রহের উদ্বোধন করেন। বিএনপি কেন্দ্র ঘোষিত অভিযানের আলোকে এই অভিযান সেপ্টেম্বরের ১ তারিখ পর্যন্ত চলবে বলে জানান নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি