বিতরণকালে এহিয়া চৌধুরী এমপি ॥ সরকারী ত্রাণ সুষ্ঠুভাবে বন্টন করা হলে দুর্গতরা না খেয়ে থাকতে হবে না

30

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগর ও বালাগঞ্জের বন্যার্তদের সহযোগিতায় সার্বক্ষণিক তাদের পাশে থাকার অঙ্গীকার করেছেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া এমপি। বুধবার ওসমানীনগরে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও তাঁর নিজ উদ্যোগে পাঁচ শতাধিক দুর্গত লোকজনের মধ্যে শুকনো খাবার বিতরণ কালে তিনি বলেন, বন্যার্ত লোকজনের সীমাহীন কষ্টের সহযাত্রী হতে আমি আপনাদের পাশে এসেছি। সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীরা এগিয়ে এসে দুর্গত মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়ালে বানভাসি লোকজনের কষ্ট অনেকটাই লাগব হবে। সরকারী ভাবে যথেষ্ট ত্রাণ সহায়তা আসছে উল্লেখ করে তিনি বলেন, সরকারী এসব ত্রাণ সুষ্ঠু বন্টন করা হলে বন্যা দুর্গতদের না খেয়ে দিন কাটাতে হবে না।
পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বল্লভপুর, মস্তফাপুর সাদিপুর ইউনিয়নের সুরীকোনা, সুন্দিখলা ও বাংলা বাজার এলাকার দুর্গতদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের সদস্য আশিক মিয়া, উপজেলা জাপার’র সভাপতি সুফি মাহমুদ, সাধারণ সম্পাদক মকবুল মিয়া, জাপা নেতা আব্দুল মালিক, বিশ্বনাথ জাপার’র যুগ্ম আহবায়ক একেএম দুলাল, পশ্চিম পৈলনপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুর রব, ইউপি সদস্য আনছর উদ্দিন, আব্দুল আজিজ, জয়নুল হক ধন মিয়া, আব্দুল বছির, আছদ্দর আলী, সাহেল আহমদ, সোনা মিয়া গাজী , সাবেক মেম্বার আক্কাছ আলী, আব্দুর রহমান বাবলু, জাপা নেতা দুদু মিয়া, আওলাদ আলী, সিলেট মহানগর ছাত্র সমাজের সদস্য সচিব জাহিদ আহমদ, ওসমানীনগর উপজেলা ছাত্র সমাজের আহবায়ক জাবের আহমদ চৌধুরী, ছাত্র সমাজ নেতা জালাল খান মুন্না, পারভেজ খান, কাইয়ুম রাজ, যুব নেতা কামাল আহমদ ও মায়েদ আলী প্রমুখ।