কাজিরবাজার ডেস্ক :
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরে সব প্রস্তুতি সম্পন্ন করেছে কারা কর্তৃপক্ষ। গতকাল বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
আইনমন্ত্রী বলেন, রায় ঘোষণার পরপরই কারা কর্তৃপক্ষকে আপিল খা
ফাঁসির মঞ্চ প্রস্তুত
এবার পালা মুজাহিদের
কাজিরবাজার ডেস্ক :
কামারুজ্জামানের পর এবার জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পালা। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চূড়ান্ত শুনানি শুরুর অপেক্ষায় রয়েছে তার মামলাটি। মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত দুটি মামলা এখন আাপল বিভাগে শুনানির অপেক্ষায়। এর মধ্যে প্রথমটি মুজাহিদের। এর পর আসবে ফরিদপুর জেলার নগরকান্দা পৌরসভার মেয়র বিএনপি নেতা পলাতক জাহিদ হোসেন খোকন রাজাকারের মামলাটি।
সোনাতলায় গাছ কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৭
স্টাফ রিপোর্টার :
শহরতলীর সোনাতুলায় গাছ কাটা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। গতকাল বুধবার বিকেল ৪টায় সোনাতুলা গ্রামের মৃত সাজিদ আলীর পুত্র আব্দুল মালিক ও আব্বাস আলীর পুত্র সরকুম আলীর লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন- সোনাতুলা গ্রামের মৃত হাজী সাজিদ আলীর পুত্র আব্দুর রহিম (৪২), আব্দুল খালিক (৩৫), আব্দুল মালিক (৫২), ছমির আলীর পুত্র সুলতান (২২), আব্দুন নূরের পুত্র রাসেল (২১),
সাহেবেবাজারে চোরাই কাঠসহ দুটি ট্রাক আটক
স্টাফ রিপোর্টার :
শহরতলীর সাহেববাজার থেকে গতকাল গতকাল বুধবার ভোররাতে পুলশি অভযািন চালিয়ে চোরাই কাঠসহ ২টি ট্রাক আটক করেছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক ফলে চালকরা পালিয়ে যায়। পরে এয়ারপোর্ট থানা পুলিশ কাঠসহ ট্রাক দুটি থানায় নিয়ে আসে।
ছিনতাইর প্রস্তুতিকালে ৩ যুবক গ্রেফতার ॥ চাকু উদ্ধার
স্টাফ রিপোর্টার :
নগরীর সোবহানীঘাট ও দক্ষিণ সুরমায় ছিনতাইর প্রস্তুতিকালে ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে- জালালাবাদ থানার নীলগাঁও গ্রামের আব্দুল আজিজের পুত্র ইসলাম হোসেন (২৫), ছাতক থানার গনেশপুর গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র মুন্না মিয়া (১৮) এবং দক্ষিণ সুরমা থানার বরইকান্দি চান্দাই গ্রামের সফিকুল ইসলাম কাদিরের পুত্র সৈয়দ রুবেল আহমদ (২৮)। পুলিশ এ সময় তাদের ইসলাম হোসেন ও মুন্না মিয়ার দেহ তল¬¬াসী করে ২টি চাকু উদ্ধার করেছে।
কামালবাজার থেকে ১৬ জুয়াড়ী আটক
স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমার কামাল বাজারে এলাকায় গত মঙ্গলবার রাতে জুয়া খেলার সময় হাতে নাতে ১৬ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। আটক জুয়াড়ীরা হচ্ছে- আনা মিয়া (৪৫), বশির মিয়া (৫৫), মনির মিয়া (৪০), বাবুল মিয়া (৩৮), আমিরুল ইসলাম (৪৭), ইদ্রিছ মিয়া (৫৫), ইকবাল হোসেন (৩০), গণি মিয়া (৩০), বাচ্চু মিয়া (৪১), আবুল মিয়া (৪০), জালাল আহমদ (৩৫), ইলাছ মিয়া (৫৬), আব্দুল হক (৪৫), মাসুক মিয়া (৪০), বশির মিয়া (৫০), রবিন্দ্র দেবনাথ (৩৫)।
বালুচরে মেসে হামলা, শিবির কর্মীকে কুপিয়ে আহত
স্টাফ রিপোর্টার :
নগরীর বালুচরে ছাত্রলীগ কর্মীদের হামলায় গুরুতর আহত হয়েছেন শিবিরের এক কর্মী। শিবির নিয়ন্ত্রিত একটি মেসেও হামলা চালিয়েছে ছাত্রলীগ কর্মীরা। এ সময় ওই মেসসহ একটি ফার্মেসি ভাংচুর করা হয়। হামলার সময় গুলির শব্দ শোনা গেছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
হরতালে গাড়ী ভাংচুর-অগ্নিসংযোগ ॥ ১১ জামায়াত-শিবির কর্মী আটক
স্টাফ রিপোর্টার :
দলের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদন্ডবহাল রাখার প্রতিবাদে তৃতীয় দফায় জামায়াতের টানা ২ দিনের হরতালের প্রথম দিন অতিবাহিত হয়েছে। হরতালকে সামনে রেখে পুলিশ গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার পর্যন্ত ১১ জামায়াত-শিবির নেতা-কর্মীকে আটক করেছে। সকালের দিকে রাস্তাঘাটে থমথমে অবস্থা বিরাজ করলেও বেলা বাড়ার সাথে সাথে রিক্সা ও হালকা যানবাহন চলাচল করতে থাকে।
বানিয়াচং-হবিগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে বালুর স্ত‚প দুর্ঘটনার আশঙ্কা
বানিয়াচং প্রতিনিধি
বানিয়াচং-হবিগঞ্জ আঞ্চলিক সড়কের পাশের বেশ কয়েকটি জায়গা দখল করে বালুর স্ত‚প রেখে ব্যবসা চালাচ্ছে অসাধু বালু ব্যবসায়ীরা। এতে করে সড়কে চলাচলে যেমন বিঘœ ঘটছে, তেমনি সড়কের ওপর বালু ছড়িয়ে পড়ে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।
বালুর স্ত‚পের কারণে সড়ক সংকীর্ণ হয়ে যাওয়ায় এখানে প্রতিনিয়তই ঘটছে নানা দুর্ঘটনা। ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের। বিভিন্ন সময় প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। প্রকাশ্যে এমন সড়ক দখল করে বালুর অবৈধ ব্যবসা চালালেও স্থানীয় প্রশাসন নীরব।
বানিয়াচং-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শুঁটকি ব্রিজের দক্ষিণ অংশে গিয়ে দেখা যায়, প্রায় ১০টি বালুর স্ত‚প রাখা হয়েছে সেখানে। অন্যদিকে রতœা ব্রিজে যাওয়ার আগে আরও কয়েকটি জায়গায় বালু রাখা হয়েছে। যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা না করায় এসব বালু হালকা বাতাসে উড়ে পথচারীর চোখেমুখে যাচ্ছে। মূল সড়কের ওপর বালু পড়ে সেগুলো বিপজ্জনক হয়ে পড়েছে। দ্রæত এই সড়ক থেকে বালুর স্ত‚প সরানোর জন্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেছেন ওই রাস্তা দিয়ে চলাচলকারী যানবাহনের চালকসহ স্থানীয়রা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান জানান, এ ব্যাপারে সড়কের সংশ্লিষ্ট এলাকাগুলো সরেজমিন দেখে ব্যবস্থা নেওয়া হবে। সড়ক দখল করে বালু স্ত‚প করে রাখার সঙ্গে জড়িতদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।
তাহিরপুরে শাহ্ আরেফিন (র.)’র আস্তানায় এবার গান-বাজনা নিষিদ্ধ
তাহিরপুর সংবাদদাতা
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী লাউড়ের গড় এলাকার শাহ্ আরেফিনের (রহ.)-এর আস্তানায় হামলার আশঙ্কায় গানবাজনা নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার আস্তানা এলাকায় এ-সংক্রান্ত একটি ব্যানার টাঙিয়েছে আস্তানা পরিচালনা কমিটি।
ওই ব্যানারে বলা হয়েছে, আস্তানা এলাকায় এখন থেকে সব ধরনের গান-বাজনা, মাদক-সেবন, সাপ্তাহিক ওরসসহ অসামাজিক কার্যকলাপ বন্ধ থাকবে।
সরেজমিন দেখা গেছে, ভারত সীমান্তঘেঁষা যাদুকাটা নদীর তীরে আস্তানাটির অবস্থান। সেখানে কোনো মাজার নেই বলে দাবি করেন সংশ্লিষ্টরা। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা স্থানটির পাশেই আছে একটি সীমান্ত হাট। ফলে সেখানে জনসমাগম লেগেই থাকে। এ ছাড়া প্রতিবছরের চৈত্র মাসের ওরসে প্রচুর ভক্ত ও দর্শনার্থী ভিড় করেন।
এ কারণে সেখানে থাকা ও বিশ্রামের ব্যবস্থা করা আছে। হঠাৎ করে কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে অনেকেই স্বাগত জানালেও গান-বাজনা ও জিকির-আসগার নিষিদ্ধের বিষয়ে আপত্তি তুলছেন সংস্কৃতিপ্রেমীরা। বিষয়টি প্রচার হওয়ার পর স্থানীয় লোকজন পক্ষে-বিপক্ষে কথা বলছেন।
তাঁদেরই একজন বাউল জাকির দেওয়ান। তাঁর দাবি, দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে আস্তানাটিতে অবস্থান করছেন তিনি। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে বেশ হতাশ হয়েছেন। তিনি বলেন, গান-বাজনার মধ্যে অসামাজিক কিছু দেখছি না। এসব আমাদের দেশীয় সংস্কৃতির অংশ। মনের টানে আমার মতো অনেক ফকির-সন্ন্যাসী-বাউল এখানে গান-বাজনা করতে আসেন। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে আমরা হতাশ।
উপজেলার বাদাঘাট এলাকার বাসিন্দা ও সমাজকর্মী আবুল হোসেন বলেন, দেশের বিভিন্ন মাজার-আস্তানায় বাউল ফকিরেরা মুর্শিদি ভাবধারায় যেভাবে গান-বাজনা করে থাকেন, তা ইতিহাস-ঐতিহ্যের অংশ। তবে এসবের আড়ালে মাদক-সেবন ও অশ্লীল নৃত্যসহ অসামাজিক কাজের বিপক্ষে আমরা।
গান নিষিদ্ধ-সংক্রান্ত সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে শাহ্ আরেফিন (র.) আস্তানা কমিটির সদস্যসচিব আলম সাব্বির জানান, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় মাজার ও আস্তানায় হামলার ঘটনা ঘটেছে।
শাহ্ আরেফিন (রহ.) আস্তানা নিয়েও এলাকায় নানা কথাবার্তা হচ্ছে। কেউ কেউ উসকানিমূলক কথাবার্তা বলছেন। এসব কারণে সতর্কতার অংশ হিসেবে উপজেলা প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছে। আলম সাব্বির আরও বলেন, আমরা বলছি, এখানে কোনো মাজার নেই। যুগ যুগ ধরে ওলি-আউলিয়াদের মাজার-আস্তানায় আল্লাহ ও রাসুলের শানে জিকির-আসগার হচ্ছে। বাউল-ফকিরেরা গান-বাজনা করছেন। সবই দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। তবে গান-বাজনার আড়ালে মাদক-সেবনসহ যেকোনো অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আমরা আগেও সোচ্চার ছিলাম, এখনো আছি।