চালিবন্দরে অগ্নিকান্ডে গোডাউনসহ ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার

নগরীর চালিবন্দর এলাকায় অগ্নিকান্ডে একটি গোডাউনসহ কয়েকটি ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কেউ হতাহত না হলেও প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাÐের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শুক্রবার ছুটির দিন থাকায় বন্ধ ছিলো ব্যবসা-প্রতিষ্ঠানগুলো। হঠাৎ সকাল সাড়ে ৮ টার দিকে বস্তার গুদাম, বাইসাইকেল ওয়ার্কসপ ও একটি ক্রোকারিজ দোকানে আগুন লাগে।
আগুনে পুড়ে ছাই হয়ে যায় ৫০ হাজার বস্তা, বাইসাইকেলের টুলস অ্যান্ড পার্টস ও কিছু ক্রোকারিজ মালামাল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনে। সকাল সাড়ে ৯টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত আগুন নিয়ন্ত্রনে কাজ করে ফায়ার সার্ভিসের লোকজন। সিলেট জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর টিটব সিকদার বলেন, আগুনের সূত্রপাত নিয়ে প্রাথমিকভাবে কোন ধারণা পাওয়া যায়নি। আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আনুমানিক ধারণা করা হচ্ছে। এছাড়াও ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

৮৩ বিলিয়ন ডলারের স্বর্ণখনির সন্ধান

 

কাজির বাজার ডেস্ক

চীনে বিশাল এক স্বর্ণখনির সন্ধান মিলেছে। দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ হুনানের পিংজিয়াং জেলার ওয়াঙ্গু গ্রামে পাওয়া এই খনিতে প্রায় ৮ হাজার ৩০০ কোটি ডলার মূল্যের স্বর্ণ রয়েছে। বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে জানায়, নতুন এই স্বর্ণখনির ২ হাজার মিটার গভীরতার মধ্যে ৪০টিরও বেশি গোল্ড ওর ভেইনস বা স্বর্ণের আকরিক ধমনী সন্ধান পাওয়া গেছে। স্বর্ণের খনিতে অনেক সময় পাথরের গা চিরে জমাট স্বর্ণের ধারা পরিলক্ষিত হয়ে, যা অনেকটা ধমনীর মতো। স্বর্ণের আকরিকসমৃদ্ধ গরম তরল বা লাভা পৃথিবীর ভ‚ত্বকের ফাটল দিয়ে প্রবাহিত হলে গঠিত হয় স্বর্ণের আকরিক ধমনি।
চীনের ভ‚তত্ত¡বিদ এবং খনি বিশেষজ্ঞরা বলছেন, নতুন এ খনিটির ৩ হাজার মিটার গভীরতার মধ্যে মজুত রয়েছে উচ্চ মানের এক হাজার টনেরও বেশি স্বর্ণ, যার বর্তমান বাজারমূল্য কমপক্ষে ৮ হাজার ৩০০ কোটি ডলার।
ইতোমধ্যে খনিটি থেকে স্বর্ণ উত্তোলন শুরু হয়েছে। খনিটির আবিষ্কারক দলের অন্যতম সদস্য চেন রুলিন বলেন, খনিটির যে কোনো পাথর ভাঙা মাত্র সেটির ভেতরে আমরা স্বর্ণের ধমনি দেখতে পাচ্ছি। প্রতি টন আকরিকে গড়ে ১৩৮ গ্রাম বিশুদ্ধ স্বর্ণ মিলছে।

মৌ.বাজারে কৃষক আত্মহত্যার প্ররোচনা মামলার ৬ আসামী ঢাকায় গ্রেফতার

স্টাফ রিপোর্টার

সিলেটের র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ এর অভিযানে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকাস্থ র‌্যাব-৩ এর সহযোগিতায় রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে মৌলভীবাজারের কৃষক আত্মহত্যা প্ররোচনা মামলার ৬ আসামীকে গ্রেফতার করে র‌্যাব-৯ এর আওতাধীন সিপিসি-২ এর একটি দল। বৃহস্পতিবার মতিঝিল থানা এলাকায় র‌্যাব-৯ ও র‌্যাব-৩ যৌথ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- মৌলভীবাজার জেলার সদর থানার আটঘর গ্রামের আরজু মিয়ার ছেলে ইউসুফ (৩৮), একই গ্রামের হাছন মিয়ার ছেলে হাবিব মিয়া (২০), মৃত আছাব মিয়ার স্ত্রী ফরিজা খাতুন (৫০), মৃত মানব মিয়ার ছেলে মহসিন (৪২), একই উপজেলার আগনসী গ্রামের আশরাফ উদ্দিন (৫০) এবং শ্রীমঙ্গল থানার পাচাউন গ্রামের মালধার মিয়ার ছেলে জাকির হোসেন মেম্বার (৪০)।
র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, গ্রেফতারকৃতদের মৌলভীবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

কোম্পানীগঞ্জে অস্ত্রসহ নারী আটক

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

কোম্পানীগঞ্জের অপরাধ এবং মাদকের আস্তানা খ্যাত স্থানীয় তেলিখাল ইউনিয়নের গৌখালের পার এলাকায় পুলিশ অভিযান চালিয়েছে। অভিযানে একটি বিদেশী পিস্তল, পাঁচ কেজি গাঁজা, এবং নগদ প্রায় সাড়ে আট লাখ টাকা সহ হোছনা বেগম (৪৫) নামক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সে ওই গ্রামের কাছাব আলীর স্ত্রী।
জানা যায়, স্থানীয় গৌখালের পার এলাকার একটি সংঘবদ্ধ অপরাধী চক্র কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ছিনতাই, রাহাজানি ও মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। ইতিপূর্বে এ চক্রের সাথে তৎকালীন স্থানীয় রাজনীতিকদের আঁতাত থাকায় এদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি।
কোম্পানীগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার রাতে গৌখালের পার এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানকার অপরাধীরা পালিয়ে গেলেও পুলিশ ওই গ্রামের কাছাব আলীর ঘরে অভিযান চালিয়ে গৃহকর্তা কাছাব আলীর স্ত্রী হোছনা বেগমকে আটক করে। এবং তার দেয়া তথ্যমতে উক্ত ঘর থেকে একটি বিদেশী পিস্তল, ৫ কেজি গাঁজা, এবং মাদক বিক্রির নগদ ৮ লাখ ৪৪ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়।
কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক উজায়ের আল মাহমুদ আদনানের নেতৃত্বে অভিযানে অংশ নেন এসআই তন্ময় কান্তি দাস, এসআই শরিফুল ইসলাম, এসআই শরিফ আহমেদ, এএসআই শিশির আহমেদ মুকুল, এএসআই শামীম আহমেদ।
এ ঘটনায় ৩ জনকে এজাহারনামীয় আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা দায়ের হয়েছে।

সুবিদবাজার ও বাদাঘাট থেকে ৯৬ বস্তা চোরাই চিনি জব্দসহ আটক ২

স্টাফ রিপোর্টার

নগরীর সুবিদবাজার বনকলাপাড়া ও বাদঘাট এলাকা থেকে ৯৬ বস্তা চোরাই চিনি জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পৃথক অভিযান চালিয়ে এ চিনিগুলো জব্দ করা হয়। এসময় কাভার্ড ভ্যানসহ ২ জনকে আটক করে পুলিশ। পৃথক অভিযানে জব্দকৃত চোরাই চিনির বাজার মূল্য ৩ লাখ ৯৭ হাজার ২শ’ টাকা বলে জানিয়েছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল পৌণে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুবিদবাজার বনকলাপাড়া ৬২/২ নম্বর বাসা সংলগ্ন ভাই ভাই খাদ্য ভান্ডার নামক দোকান হতে দোকানের কর্মচারী সজল আহমদ রিফাতকে (২১) আটক করা হয়। সে নগরীর শিবগঞ্জ লামাপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে। পরে তার হেফাজত হতে ৮৯ বস্তা ভারতীয় চিনি ও পরিবহন কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। আটক রিফাত ও অজ্ঞাত আরও ৩-৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, পুলিশের সিগনাল অমান্য করে পালানোর সময় ভারতীয় চোরাই চিনিসহ এক যুবককে আটক করেছে নগরীর জালালাবাদ থানা পুলিশ। আটককৃত যুবক মো. ইসমাইল (৩৫) কোম্পানীগঞ্জ উপজেলার শিলেরভাঙ্গা গ্রামের শাহ আলমের ছেলে। শুক্রবার বিকেলে মহানগর পুলিশের মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে সিলেট সদর উপজেলার বাদাঘাট ব্রীজ সংলগ্ন এলাকায় চেকপোস্ট চলাকালে একটি রেজিস্ট্রেশন বিহীন সিএনজি সিগন্যাল দিলে সিগন্যাল অমান্য করে দ্রæত পলায়নের চেষ্টাকালে ইসমাইলকে আটক করা হয়। পরে গাড়ি তল্লাশী করে ৭ বস্তা ভারতীয় তৈরী চিনি উদ্ধার করা হয়। যার মূল্য অনুমান ৪২ হাজার টাকা। বিধি মোতাবেক অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্তি উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

শাবিতে ৭টি ভাষা শিক্ষা প্রোগ্রামে ভর্তি আবেদন শুরু

শাবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউট (আইএমএল)-এ জানুয়ারি-জুন শিক্ষাবর্ষ ২০২৫-এ সাতটি ভাষা শিক্ষা প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আগ্রহীরা আরবি, ইংরেজি, কোরিয়ান, চায়নিজ, ফরাসি, জার্মান ও জাপানিজ এই সাতটি ভাষা প্রোগ্রামে আবেদন করতে পারবেন।
গতকাল শুক্রবার আইএমএলের পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন। আগ্রহীরা ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন বলে তিনি জানিয়েছেন।
আইএমএলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীদের ৫০০ টাকা জমা প্রদান করে ফরম নিতে হবে।
সার্টিফিকেট প্রোগ্রাম: ছয় মাস (১ সেমিস্টার) ও ডিপ্লোমা প্রোগ্রাম: এক বছর (২ সেমিস্টার)।
সংযুক্তি: দুই কপি পাসপোর্ট সাইজের ছবি
ভর্তি পরীক্ষার তারিখ: ৬ ডিসেম্বর ২০২৪
ফলাফল প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৪
ভর্তি ও অন্যান্য ফি জমা: ১০ ডিসেম্বর ২০২৪ থেকে ৯ জানুয়ারি ২০২৫
ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ: ১৭ জানুয়ারি ২০২৫।
শাবির বর্তমান শিক্ষার্থী, স্থায়ী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী: ৪ হাজার ৯০০ টাকা, সাধারণ শিক্ষার্থী (প্রতি সিমেস্টার): ৯ হাজার ৯০০ টাকা প্রোগ্রাম ফি নির্ধারণ করা হয়েছে।
তবে ডিপ্লোমা প্রোগ্রামে ভর্তির জন্য ওপরের বর্ণিত যেকোনো ভাষায় সার্টিফিকেট প্রোগ্রাম বা সমমান প্রোগ্রাম পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা সংশ্লিষ্ট ভাষায় সরাসরি ডিপ্লোমা প্রোগ্রামে ভর্তির যোগ্য বলে বিবেচিত হবেন। উল্লেখ্য, শাবির শিক্ষার্থীরা সরাসরি ইংরেজি ভাষায় ডিপ্লোমা প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আরবি বিষয়ে স্নাতক কিংবা স্নাতকোত্তর অর্থাৎ ফাজিল/কামিল/আল কোরান/আল হাদিস/ইসলামিক স্টাডিজ/আরবি সাহিত্য বিষয়ে ডিগ্রিধারীরা ভর্তি হতে পারবেন।

উপশহর ও কানাইঘাট থেকে ২ জনের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার

সিলেটে ২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০ টার দিকে নগরীর শাহজালাল উপশহরের শাহজালাল সেতুর নিচ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তি এবং দুপুরে কানাইঘাট পৌর শহরে একটি দোকান ঘরের ভেতর থেকে এক আইসক্রিম বিক্রেতার লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, সকাল ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শাহজালাল সেতুর নিচ থেক অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে অনেক আগেই তার মৃত্যু হয়েছে। তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। অনেকটা কঙ্কালের মতো। তিনি আরো জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আমরা মরদেহের পরিচয় ও মৃত্যুর কারণ শনাক্তের কাজ করছি।
এদিকে, শুক্রবার দুপুর ১২ টার দিকে কানাইঘাটে আব্দুর রহমান লাল মিয়া (৪৮) নামে এক আইসক্রিম বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পৌর শহরের আল-রিয়াদ পয়েন্টের অদূরে একটি দোকানের ভেতর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত লাল মিয়ার বাড়ি কানাইঘাট উপজেলার ৫ নং বড়চতুল ইউনিয়নের লখাইর গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাল মিয়া দীর্ঘদিন থেকে কানাইঘাট পৌর শহরে একটি দোকান ঘর ভাড়া নিয়ে ফেরি করে আইসক্রিম বিক্রি করতেন। গত তিন দিন থেকে পরিবারের সাথে কোনো যোগাযোগ হয়নি তার। এতে সন্দেহ হয় পরিবারের। শুক্রবার সকালে পরিবারের লোকেরা এসে ভাড়াটিয়া দোকান ঘরের বাইরে তালা দেওয়া দেখতে পান। পরে তালা খুলে ঘরের মেঝেতে লাল মিয়ার লাশ পড়ে থাকতে দেখেন। পরবর্তীতে কানাইঘাট থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সিলেট সীমান্তে প্রায় সোয়া কোটি টাকার চোরাই পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার

সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ২১ লাখ ৬৩ হাজার ৭শ’ ৭০ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতি ও শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাটের পান্তুমাই, বিছনাকান্দি, প্রতাপপুর ও তামাবিল বিওপিসহ সিলেটের বিভিন্ন সীমান্তে বিজিবির চোরাচালানবিরোধী অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
শুক্রবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
বিজিবির সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২১ ও ২২ নভেম্বর রাতে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিজিবি’র টহল দল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, শীতের কম্বল, চিনি, শুটকি, চকলেট, বিস্কুট, সনপাপড়ি, গরুর মাংস, সাবান, মদ, বাংলাদেশী রসুন, শিং মাছ, মাহিন্দ্রা ট্রাক্টর এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য জব্দ করে।
এসব পণ্যের বাজার মূল্য আনুমানিক ১ কোটি ২১ লাখ ৬৩ হাজার ৭ শত ৭০ টাকা।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালান মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালসমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বড়লেখায় ছাত্র ও যুবলীগের দুই নেতা গ্রেফতার

বড়লেখা সংবাদদাতা

মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে পৃথক অভিযানে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার তালিমপুর গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে সাবেক ছাত্রলীগ নেতা ফয়সল আহমদ ও মুছেলগুলে গ্রামের আমান উদ্দিনের ছেলে যুবলীগ নেতা সুরমান আলী ওরফে সায়মন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৫ সালের ৫ জানুয়ারি বিএনপির নেতাকর্মীদের গুম, খুন ও নির্যাতনের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচি গণহত্যা দিবস ও কালো পতাকা মিছিল চলাকালে বড়লেখা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। সে সময় পৌর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম তাফাদারকে কুপিয়ে গুরতর আহত করা হয়। ওই ঘটনার প্রায় ৯ বছর পর চলতি বছরের ২৩ আগস্ট রাতে যুবদল নেতা নুরুল ইসলাম তাফাদার বাদি হয়ে সাবেক পরিবেশমন্ত্রী ও স্থানীয় এমপি মো. শাহাব উদ্দিনকে প্রধান আসামি ও আরও ৩৮ জন নেতাকর্মীর নামোল্লেখ এবং ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি মামলা করেন। ওই মামলায় যুবলীগ নেতা সুরমান আলী ওরফে সায়মনকে ২৫ নম্বর আসামি এবং সাবেক ছাত্রলীগ নেতা ফয়সল আহমদকে ৩৮ নম্বর আসামি করা হয়েছে।
বড়লেখা থানার ওসি মো. আবদুল কাইয়ূম শুক্রবার বলেন, বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ভোটের পথে আরও এক ধাপ

কাজির বাজার ডেস্ক

নির্বাচন কমিশনে আড়াই মাসের শূন্যতা কাটল অবশেষে। বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং চারজন নির্বাচন কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সার্চ কমিটির প্রস্তাব করা নামের তালিকা থেকে রাষ্ট্রপতি এই পাঁচজনকে নিয়ে নির্বাচন কমিশন গঠন করেছেন। এই কমিশনের অধীনে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী রোববার কমিশনের সদস্যরা শপথ নেবেন।
চতুর্দশ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পাওয়া নাসির উদ্দীন এই পদে বিএনপির প্রস্তাব করা দুজনের একজন। শুধু তা-ই নয়, বিএনপির মিত্র একাধিক রাজনৈতিক দলের প্রস্তাবেও সিইসি পদে নাসির উদ্দীনের নাম ছিল বলে জানা গেছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে পড়াশোনা করে একই বিভাগে প্রভাষক হিসেবে পেশাজীবন শুরু করেন নাসির উদ্দীন। পরে ১৯৭৯ সালে বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারে সরকারি চাকরিতে যোগ দেন। চাকরিজীবনে তিনি তথ্যসচিব, জ্বালানিসচিব, স্বাস্থ্যসচিব এবং পরিকল্পনা কমিশনের সদস্যের দায়িত্বে ছিলেন। ২০০৯ সালের জানুয়ারিতে সরকারি চাকরি থেকে অবসরে যাওয়া নাসির উদ্দীনের বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায়। তিনি স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্যের দায়িত্বেও আছেন।
নিয়োগ পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন নবনিযুক্ত সিইসি। তিনি বলেন, ‘বড় চ্যালেঞ্জ হচ্ছে অবাধ ও নির্ভয়ে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেওয়া। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে অবাধ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দিতে চাই। ভোটের অধিকারের জন্য এত লোকের আত্মত্যাগ, প্রাণ দিল, আহত হলো, নিহত হলো, রক্ত দিল, শহীদ হলো। জুলাই-আগস্টে কত লোক প্রাণ দিল। এত মানুষের রক্ত যেন বৃথা না যায়, সে জন্য কাজ করব।’
রাজনৈতিক দলগুলোর কাছ থেকে দায়িত্বশীলতা প্রত্যাশা করেন জানিয়ে নতুন সিইসি বলেন, ‘সব বড় বড় দল সুষ্ঠু ভোট চাচ্ছে। আশা করি, তারা তাদের কথা রাখবে। কারণ গায়ের জোরে নির্বাচন করে ক্ষমতায় থাকতে গিয়ে একজন দেশে থাকতে পারছে না। এটি সবাই দেখেছে। আশা করি দলগুলো এ থেকে শিক্ষা নেবে।’
আওয়ামী লীগ ও শরিক দলের নির্বাচনে অংশগ্রহণ করা না-করার বিষয়ে নজর আনলে নাসির উদ্দীন বলেন, ‘যাদের বিষয়ে বিতর্ক হচ্ছে, সেটি হতে দিন। একটি সমাধানে আসবে তো। তাই এখনই এ বিষয়ে মন্তব্য করব না।’
কত দিনের মধ্যে নির্বাচন দিতে পারবেন? জানতে চাইলে নতুন সিইসি বলেন, ‘এটি এখনই বলা যাচ্ছে না। তবে কমিশন থেকে আমরা নির্বাচন আয়োজনের জন্য যত দ্রæত সম্ভব প্রস্তুত থাকব।’
কতটা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেনÑএমন প্রশ্নে নতুন সিইসি বলেন, ‘স্বাধীন ও ষোলো আনা নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করব।’
সাংবাদিকেরা এ সময় নতুন সিইসির কাছে জানতে চান, তাঁরা স্থানীয় সরকার নির্বাচন নাকি জাতীয় সংসদ নির্বাচন আগে করবেন? উত্তরে সিইসি বলেন, রাজনৈতিক দলগুলো চাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন আগে হোক। জনগণের ভোটের নির্বাচিত সরকার ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হবে। তিনি আরও বলেন, ‘বর্তমান সময়ের প্রেক্ষাপটে এ দায়িত্বটা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এটিকে আমি সুযোগ হিসেবে দেখি। ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষের যে আত্মত্যাগ, গত তিনটা নির্বাচনে ২০১৪, ’১৮ ও ’২৪ সালে মানুষ ভোট দিতে পারে নাই। বিগত তিন কমিশন যেসব ভুল করেছে, সেসব ভুল থেকে শিক্ষা নেব, যাতে নতুন করে আর ভুল না হয়। সবার সহযোগিতায় মানুষের সেই ভোটাধিকার নিশ্চিত করতে চাই।’
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পর ৫ সেপ্টেম্বর পদত্যাগ করেন কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এর পর থেকে প্রায় আড়াই মাস সাংবিধানিক এসব পদ শূন্য ছিল। নির্বাচন কমিশন গঠনের পর অন্তর্র্বর্তী সরকারের অধীনে নির্বাচনী যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হবেÑএমনটাই বলে আসছেন সরকারের উপদেষ্টারা। এই কমিশন ভোটার তালিকা হালনাগাদ করার মধ্য দিয়ে জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন তাঁরা।
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগে রাষ্ট্রপতির কাছে সুপারিশ দিতে গত ৩১ অক্টোবর সার্চ কমিটি করে সরকার। কোনো গুরুত্বপূর্ণ সরকারি, বিচার বিভাগীয়, আধা সরকারি, বেসরকারি বা স্বায়ত্তশাসিত পদে বা পেশায় কমপক্ষে ২০ বছরের কাজের অভিজ্ঞতা আছে এমন ব্যক্তিদের মধ্য থেকে সিইসি ও ইসি পদে নিয়োগের জন্য প্রতিটি পদের বিপরীতে দুজন করে ব্যক্তির নাম প্রস্তাব করেছিল সার্চ কমিটি। সেখান থেকে পাঁচজনকে নিয়ে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।
বাংলাদেশে এর আগে ১৩ জন প্রধান নির্বাচন কমিশনার এবং ৩১ জন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁদের অধিকাংশই ছিলেন অবসরে যাওয়া সরকারি কর্মকর্তা। এবার নিয়ে টানা পঞ্চমবার সিইসি পদে সাবেক সচিব নিয়োগ পেলেন।