বাহুবলে ডাকাতি ও হত্যা তিন জনের মৃত্যুদন্ড

হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের বাহুবলে ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে নির্মমভাবে হত্যাকান্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় ৩ ডাকাতের মৃত্যুদন্ডের (ফাঁসি) আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মোহাম্মদ ইয়াছির আরাফাত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পরপরই দন্ডপ্রাপ্ত আসামীদের হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন- সিলেট জেলার শাহপরান থানার চৌকিদীঘি গ্রামের আলমগীর হোসেনের ছেলে আমীর হোসেন, বাহুবল উপজেলার হাজীমাদাম গ্রামের টেনু মিয়ার ছেলে আব্দুল হান্নান ও একই উপজেলার ডুবাঐ এলাকার মহিব উল্লাহর ছেলে মনির মিয়া।
জানা যায়- ২০২১ সালের ১৮ মার্চ বুধবার দিবাগত রাতে বাহুবল উপজেলার দ্বিগাম্বর বাজারের কাছে একটি ভাড়া বাসার তৃতীয় তলায় খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন কাচামাল ব্যবসায়ী সনজিত দাসের স্ত্রী অঞ্জলি দাস (৩০) ও তার মেয়ে পূজা রানী দাস (৮)। মধ্যরাতে একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে তাদের ঘরে প্রবেশ করে। এসময় ডাকাতদের চিনে ফেলায় মা মেয়েকে নির্মমভাবে গলা কেটে হত্যা করে স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। সকালে নিজ ঘরে তাদের গলাকাটা লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ লাশগুলো উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ঘটনার পর অঞ্জলি দাসের স্বামী সনজিত বাদী হয়ে বাহুবল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দীর্ঘ তদন্তের পর বাহুবল থানার তৎকালীন ইন্সপেক্টর তদন্ত প্রজিৎ কুমার দাস ২০২২ সালের ৩১ আগস্ট উল্লেখিত ৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। মামলায় ২০ স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে ৩ জনের মৃত্যুদন্ডের আদেশ দিয়ে রায় ঘোষণা করেছেন বিচারক।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবি এডভোকেট হাবিবুর রহমান খান জানান- আদালতের রায়ে ন্যায় বিচার পেয়েছে সনজিত দাসের পরিবার। তিনি আরো বলেন- আমরা চাই দ্রæত যেন এ রায় কার্যকর করা হয়। আর এ রায়ের বিরুদ্ধে আপিলের কথা জানান আসামী পক্ষের আইনজীবিসহ তাদের স্বজনরা।

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

 

পেট্রোবাংলার অন্যতম গ্যাস উৎপাদন কোম্পানি সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)এর ৪২তম বার্ষিক সাধারণ সভা গত ২৪ অক্টোবর সন্ধ্যা ৬টায় কোম্পানির পরিচালক-পর্ষদের চেয়ারম্যান খালিদ আহম্মেদ, অতিরিক্ত সচিব (অপারেশন), জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ-এর সভাপতিত্বে পেট্রোবাংলার বোর্ডরুমে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় পেট্রোবাংলার চেয়ারম্যান (গ্রেড-১) জনেন্দ্র নাথ সরকার ও অন্যান্য শেয়ারহোল্ডারবৃন্দ, পরিচালক পর্ষদের সদস্যবৃন্দ, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুর রহমান এবং কোম্পানির মহাব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।
২০২৩-২০২৪ অর্থবছরের নিরীক্ষিত হিসাব অনুযায়ী প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়ামজাত দ্রবাদি (কনডেনসেট, পেট্রোল, ডিজেল, কেরোসিন, অকটেন, এনজিএল ও এলপিজি) উৎপাদন পূর্বক বিক্রয় করে কোম্পানি সর্বমোট ২৫৬৭.০০ কোটি টাকা রাজস্ব আয় করেছে। এ অর্থবছরে কোম্পানি মূসক, আয়কর, লভ্যাংশ ও ডিএসএল বাবদ মোট ৭৭৮.৪৪ কোটি টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করেছে এবং ৪২২.৭৭ কোটি টাকা করোত্তর মুনাফা অর্জন করেছে।

বিশ্বনাথে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে অভিযান জরিমানা আদায়

বিশ্বনাথ সংবাদদাতা

বিশ্বনাথে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) উপজেলার সিংগেরকাছ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ প্রতিষ্ঠানকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়। এ সময় পণ্যের যথাযথ মূল্য তালিকা সংরক্ষণ না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রি করায় মুদি দোকান, কাঁচাবাজার, শাকসবজির দোকান, ডিম ও মাংসের দোকানে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়।
এসময় তিনি জানান, নিত্যপণ্যের বাজারদর ঠিক রাখতে অভিযান পরিচালনা করা হয়েছে। দোকানে পণ্যের মূল্য তালিকা, বাড়তি দাম রাখা ও ভেজাল পণ্য বিক্রি করা হচ্ছে কি না এসব দেখা হচ্ছে। বিশেষ করে সবজি, ডিম ও কাঁচা বাজারে বিশেষ নজর দেয়া হয়েছে। বাজার স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে। এতে সকল ভোক্তাদেরকে যে কোন পণ্য কেনার আগে মূল্য তালিকা দেখে ও যাচাই করে কেনার আহবান জানান তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সুরমা নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার

দক্ষিণ সুরমা আলমপুরে সুরমা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মোগলাবাজার থানা পুলিশ। পুলিশ তার পরিচয় শনাক্তে কাজ করছে। মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের মোগলাবাজার থানার ডিউটি অফিসার এসআই আলমগীর।
জানা গেছে, সোমবার সন্ধ্যায় নগরীর আলমপুর সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পিছনে সুরমা নদীর দক্ষিণ অংশে পানিতে ভাসছিলো ঐ অজ্ঞাতনামা লাশটি। পরে স্থানীয়রা দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করে।
এসআই আলমগীর জানান, মৃত ব্যক্তির শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঐ ব্যক্তির বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ হবে। তার পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

মামলা থেকে অব্যাহতি পেলেন ওসমানীনগরের ৩৬ বিএনপি নেতাকর্মী

ওসমানীনগর প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ৩৬ জন নেতা-কর্মীর উপর মামলার রায় ঘোষণা করেছেন সিলেট দায়রা জজ আদালত।
২৯ অক্টোবর দুপুরে আদালত রায় ঘোষণা করেছে।
২০১৮ সালে দায়ের করা সাজানো নাশকতা মামলায় স্থানীয় বিএনপির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ সহ যুবদল, সেচ্ছাসেসেবক দল ও ছাত্রদলের ৩৬ নেতা-কর্মীদের উপর বিগত সরকারের আমলে এ মামলা দায়ের করা হয়েছিল। মামলায় বিজ্ঞ আদালত ৩৬ জনকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করে মামলা থেকে অব্যাহতি পাওয়া কয়েকজন জানান, এই মামলা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দ্যেশ্য প্রনোদিত হয়ে দায়ের করা হয়েছিল। আদালতের ন্যায় বিচারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

কুলাউড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুলাউড়া সংবাদদাতা

মৌলভীবাজারের কুলাউড়ায় ১৫০ পিস ইয়াবাসহ মো. মজিদ আলী (৪৭) নামের এক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যায় উপজেলার তেলিবিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মজিদ ওই এলাকার মৃত আব্দুর রজাক মিয়ার ছেলে।
ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই এ এইচ এম মাহমুদুর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল শরীফপুর ইউনিয়নের তেলিবিল এলাকার মজিদ আলীর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় মজিদ আলীকে তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরে এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুলাউড়া থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

সিলেটে মাদকসহ ৭৩ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার
সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত এলাকায় প্রায় ৭৩ লাখ টাকার মদ ও চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৭ অক্টোবর ও ২৯ অক্টোবর সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এসব পণ্য জব্দ করে।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে- ভারতীয় অলিভ ওয়েল ২১০ বোতল, সাবান ১০৮২ পিস, মেহেদি ১৬২ পিস, ফেন্সিডিল ৯৬, মদ ৩৩৭ বোতল, বাংলাদেশী রসুন ৭৬৮৮ কেজি, ১ টি ট্রলি এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা ১১ টিসহ অন্যান্য পণ্য। যার আনুমানিক মূল্য-৭২ লাখ ৪৭ হাজার ৯১০ টাকা। বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানকৃত মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালান মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিসিকের ২৭নং ওয়ার্ডে প্রি-পেইড মিটার স্থাপনে প্রতিহত করলেন এলাকাবাসী

কাজির বাজার ডেস্ক

প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে কয়েক দিন থেকে নিয়মতান্ত্রিক আন্দোলন করছেন সিলেট মহানগরীর ২৭নং ওয়ার্ডবাসী। মঙ্গলবার দুপুরে পিডিবি থেকে আসা কিছু কর্মকর্তা গোটাটিকর শিববাড়ী বন্দরঘাট, কিষনপুর, পৈত্যপাড়ায় কার্ড মিটার স্থাপন করতে আসলে বাঁধার মুখে পড়েন। পরে তাদের সাথে পৈত্যপাড়াস্থ কালীমন্দির প্রাঙ্গনে আলোচনা করে পিডিবি থেকে আসা কর্মকর্তাদের ডিজিটাল প্রি-পেইড মিটার না লাগানোর নির্দেশনা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন- ২৭নং ওয়ার্ডবাসীর উদ্যোগে কার্ড মিটার বাতিলের দাবিতে গঠিত ২০ সদস্যর কমিটির আহবায়ক বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব ইকতার খান ও সদস্য সচিব বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব মনসুর খান। এছাড়া অন্যান্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন- সিনিয়র সাংবাদিক সিন্টু রঞ্জন চন্দ, মনির উদ্দিন, রুমেল আহমদ, মোতাহার হোসেন জিহাদ, উজ্জ্বল রঞ্জন চন্দ, সিলেট অনলাইন প্রেসকাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাংবাদিক আফরোজ খান, সিরাজ মিয়া, ও আবু বক্কর সিদ্দিকসহ আরো অনেকে।
উল্লেখ্য, এ বিষয়টি নিয়ে গত কয়েকদিনে পৃথকভাবে ৩টি স্মারকলিপি প্রদান করা হয়েছে বিভিন্ন দপ্তরে। আগামী শুক্রবার বাদ এশা ২৭নং ওয়ার্ডবাসীর উদ্যোগে গোটাটিকর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে বিশাল মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এতে ২৭নং ওয়ার্ডের বিদ্যুৎ গ্রাহকদের উপস্থিত থাকার জন্য আহবান করা যাচ্ছে।

কোম্পানীগঞ্জে মাজার রক্ষায় পুলিশের অভিযানে ৭জন আটক

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

পাথর খেকুদের হাত থেকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৭’শ বছরের পুরাতন শাহ আরেফিন (রঃ) ও বিন্দিয়া মাজার রক্ষায় পুলিশ অভিযান চালিয়েছে। এসময় পাথর উত্তোলনের সাথে জড়িত থাকায় ৭ জনকে আটক করা হয়েছে। তাছাড়া পাথর ও লাল বালু সহ ৩টি ট্রাক্টর আটক করে নিয়ে যায় পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনানের নেতৃত্বে শাহ আরেফিন টিলায় অভিযান চালায় পুলিশ।
পুলিশ জানায়, শাহ আরেফিন টিলা ও মাজার রক্ষায় কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে শাহ আরেফিন টিলা থেকে পাড়ুয়া গ্রামের আঃ রহিমের ছেলে তাজুল মিয়া, কুটি মিয়ার ছেলে ইকবাল হোসেন, রিয়াজ উল্লার ছেলে শুভ মিয়া, নারাইনপুর গ্রামের মৌলা মিয়ার ছেলে ফিরোজ মিয়া, তার ছেলে নজরুল ইসলাম, বাহাদুরপুর গ্রামের দ্বীন ইসলামের ছেলে রফিকুল ইসলাম ও সুনামগঞ্জের রানীগঞ্জ ইউনিয়নের মৃত ওয়াহিদ উল্লাহর ছেলে আব্দুল গফ্ফারকে আটক করা হয়। এ সময় শাহ আরেফিন টিলার পাথর ও লাল বালু সহ ৩টি ট্রাক্টর আটক করে থানায় নিয়ে আসা হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, ঐতিহ্যবাহী স্থাপনা শাহ আরেফিনের মাজার থেকে পাথর উত্তোলনের খবর পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। এসময় পাথর উত্তোলনের সাথে জড়িত থাকায় ৩টি ট্রাক্টর ও ৭জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হচ্ছে। শাহ আরেফিন টিলা থেকে পাথর উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

মাধবপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ৮ ব্যক্তি আটক

মাধবপুর সংবাদদাতা

হবিগঞ্জের মাধবপুরে ধর্মঘর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ধর্মঘর সীমান্ত ফাঁড়ির বিজিবি টহল দল ৮ বাংলাদেশিকে আটক করে মাধবপুর থানায় সোপর্দ করেছে। সোমবার রাত ও মঙ্গলবার সকালে তাদের আটক করা হয়। সোমবার রাতে বিজিবি টহলদল দেবনগর সীমান্ত থেকে ভারতে গমনের সময় এক অভিযানে ৫ জনকে আটক করে।
আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার শাহজাদাপুর গ্রামের পরিমল সরকার (৫৫), একই গ্রামের তাপস সরকার (৫০), স্বপন সরকার (৪৫) একই জেলার বিজয়নগর থানার মির্জাপুর গ্রামের দুর্জয় মজুমদার (১৯) এবং মাধবপুর থানার দেবনগর গ্রামের মোহাম্মদ আলী (৬০)। এদিকে মঙ্গলবার সকালে ধর্মঘর বিজিবি টহল দল সন্তোষপুর সীমান্ত দিয়ে ভারতে গমনের সময় অপর ৩ জনকে আটক করে। আটককৃতরা হলেন- চট্রগাম জেলার সন্ধীপ থানার সারিকাইত গ্রামের বেচন দাস (২৬), একই গ্রামের মনপুরী দাস (২০), মঙ্গল দাস (১৯)।
ধর্মঘর সীমান্ত ফাঁড়ির-কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার আ. রউপ জানান, আটককৃতরা দালাল মোহাম্মদ আলীর সহযোগিতায় সীমান্ত পথে চিকিৎসা ও কাজের সন্ধানে ভারতে গমন করতে চেয়েছিলেন। অবৈধভাবে গমনের চেষ্টাকালে সীমান্ত থেকে তাদের আটক করা হয়েছে।
সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান, বিজিবি টহলদলের হাতে আটক ৮ ব্যক্তির বিরুদ্ধে মাধবপুর থানায় নিয়মিত মামলা হয়েছে।