বিয়ানীবাজার ন্যাশনাল ব্যাংক শাখায় টাকা সংকট, তালা দিলেন গ্রাহকরা

বিয়ানীবাজার সংবাদদাতা

সিলেটের বিয়ানীবাজার উপজেলার ন্যাশনাল ব্যাংকের শাখায় টাকা না পেয়ে প্রধান ফটকে তালা দিয়েছেন বিক্ষুব্ধ গ্রাহকরা। বুধবার দুপুরে পৌর শহরে ন্যাশনাল ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ব্যাংকে টাকা না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা তালা ঝুলিয়ে দেন। এসময় তারা অভিযোগ করেন, প্রতিদিন একবার করে টাকার জন্য এসে ঘুরে গেলেও টাকা তুলতে পারছেন না। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
নুর আহমেদ নামে এক গ্রাহক বলেন, আমি পাশের উপজেলা বড়লেখা থেকে প্রতিদিন টাকার জন্য এসে ঘুরে গেলেও টাকা পাচ্ছি না। আমরা কোনো বিশৃঙ্খলা করছি না, শান্তিপূর্ণভাবে প্রধান ফটকে তালা দিয়েছি। মাছুম আহমদ নামের অপর এক গ্রাহক জানান, তার বোনের সাত লাখ টাকা তোলার জন্য কয়েক দিন থেকে ঘুরছেন কিন্তু কোনো সাড়া পাচ্ছেন না।
এ ব্যাপারে ন্যাশনাল ব্যাংক বিয়ানীবাজার শাখার ম্যানেজার কামরুজ্জামান আনছারীর সাথে যোগাযোগ করে কোনো মন্তব্য পাওয়া যায়নি। পরে ব্যাংকের ইনচার্জ সুন্দর আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সারাদেশের ন্যাশনাল ব্যাংকে নগদ টাকার সঙ্কট রয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি। তারা গ্রাহকদের ধৈর্য্য ধরতে বলেছেন। এর আগে ৩০ অক্টোবর টাকা না পেয়ে সিলেট মহানগরীর শিবগঞ্জ এলাকার ন্যাশনাল ব্যাংকের শাখায় তালা ঝুলিয়ে দিয়েছেন ভুক্তভোগী গ্রাহকরা।

 

জগন্নাথপুরে এবার এখনো রাধারমণ উৎসব হয়নি

মো. শাহজাহান মিয়া, জগন্নাথপুর

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর গ্রামের প্রয়াত বৈষ্ণব কবি শ্রী শ্রী রাধাররমণ দত্ত পূরকায়স্থ এর প্রয়াণ দিবসে প্রতি বছর রাধারমণ উৎসব হলেও এবার এখনো হয়নি। এ নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। প্রতি বছরের ৯ ও ১০ নভেম্বর ২ দিন ব্যাপী রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে কেশবপুর বাজার সংলগ্ন রাধারমণ কমপ্লেক্সের নির্ধারিত স্থানে রাধারমণ উৎসব অনুষ্ঠিত হতো। গত বছরও রাধারমণের ১০৮ তম প্রয়াণ দিবসে রাধারমণ উৎসব হয়েছে। এবার রাধারমণের ১০৯ তম দিবসে উৎসবের নির্ধারিত তারিখ পার হয়ে গেলেও উৎসব হচ্ছে না দেখে দেশ-বিদেশে থাকা জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়।
এ বিষয়ে জানতে চাইলে ১৩ নভেম্বর বুধবার রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের সভাপতি জিলু মিয়া, সহ-সভাপতি আছকির আলী, যুগ্ম-সম্পাদক রমজান আলী, সদস্য লিটন মিয়া, কামরুল হাসান তেরাই, তৈয়ব আলী, টুনু মিয়া, তুতা মিয়া ও রিপন মিয়া সহ কমিটির নেতৃবৃন্দরা জানান, গত প্রায় ৩০ বছর ধরে আমরা নিয়মিত রাধারমণ উৎসব করে আসছি। এবার অনিবার্য কারণে উৎসব পালনে বিলম্ব হওয়ার জন্য আমরা দেশ/বিদেশে থাকা সবার কাছে দুঃখ প্রকাশ করছি। যদিও তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, আরো কিছুদিন বিলম্ব হতে পারে, তবে রাধারমণ উৎসব অনুষ্ঠিত হবে। এতে সকলের সহযোগিতা চাই।

উন্নয়ন সংলাপে বক্তারা : সিলেটবাসীর উন্নয়ন বঞ্চনার খবর জাতীয় গণমাধ্যমে গুরুত্ব দেয়া দরকার

সারাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় সিলেট অসামান্য অবদান রাখলেও রহস্যজনকভাবে সব সময় সিলেট পিছিয়ে থাকে। বর্তমানেও সিলেট উন্নয়ন অগ্রযাত্রা সবদিকে পিছিয়ে। শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থা পরিবেশ পর্যটন সব দিক দিয়ে সিলেটকে এগিয়ে একযোগে সবাইকে কাজ করতে হবে। বিশেষ করে সাংবাদিকতায় যারা আছেন তারা সিলেটের প্রতি যে উন্নয়ন বৈষম্য চলছে তা তুলে ধরে সরকারের নজরে দিতে পারেন। বিশেষ করে জাতীয় গণমাধ্যমগুলোতে সিলেটের সমস্যা সম্ভাবনার চিত্র তুলে ধরা দরকার। যার ফলে দেশের নীতিনির্ধারণী পর্যায়ে যারা থাকেন তারা সিলেটেকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে পারবেন। তবেই সিলেট এগিয়ে যাবে।
আঞ্চলিক উন্নয়নে জাতীয় সংবাদপত্রের ভ‚মিকা’ শীর্ষক এক উন্নয়ন সংলাপে সিলেটে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। জাতীয় গণমাধ্যম প্রতিষ্ঠান দৈনিক সংবাদ সারাবেলা’র সিলেট ব্যুরো অফিসের উদ্যোগে ও মিডিয়াগাইড এর ব্যবস্থাপনায় বুধবার সিলেট প্রেসক্লাবের আমিনুর রশীদ চৌধূরী মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক, মিডিয়াগাইড এর প্রধান নির্বাহী মো. ফয়ছল আলম।
সংবাদ সারাবেলা’র সিলেট ব্যুরো প্রধান মাহমুদ খানের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, বিশেষ অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাংবাদিক কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট বিভাগ গণদাবী পরিষদের সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ অ্যাডভোকেট, পরিবেশবিদ ও শিক্ষক কাশমির রেজা সংলাপের মূল বক্তব্য উপস্থাপন করেন দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমেদ সোহেল। বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ অ্যাডভোকেট আব্দুল মালিক, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, নিউন ন্যাশন এর সিলেট প্রতিনিধি সফিক আহমদ সফি, ভোরের ডাক এর সিলেট প্রতিনিধি আব্দুল হান্নান। অনুষ্ঠানের শুরুতে ক্বোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক এম ফারুক আহমদ। অনুষ্ঠানে সংবাদ সারাবেলা’র বর্ষ সেরা প্রতিনিধিকে পুরস্কৃত করা হয়। এছাড়া প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সংবাদ সারাবেলা’র সিলেট ব্যুরো প্রধান মাহমুদ খান।
সংলাপ শেষে কেক কেটে সংবাদ সারাবেলা’র বর্ষপূর্তি উদ্যাপন করেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি

কপ-২৯ সম্মেলনে ড. ইউনূস : ধ্বংসাত্মক মানসিকতার কারণে সভ্যতা গুরুতর ঝুঁকির মুখে

কাজির বাজার ডেস্ক

ক্রমশ তীব্রতর হচ্ছে, আমাদের ধ্বংসাত্মক মানসিকতার কারণে সভ্যতাকে গুরুতর ঝুঁকির মধ্যে ফেলেছি। আজারবাইজানের রাজধানী বাকুতে ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে নিজের ভাষণে এমন মন্তব্য করেছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
একইসঙ্গে জলবায়ু পরিবর্তনের ক্ষতি কমাতে বিলাসী জীবনাচরণ পরিহারের আহŸান জানিয়েছেন অধ্যাপক ইউনূস। ভাষণে জীবাশ্ম জ্বালানি, কার্বন নিঃসরণ এবং অপচয়মুক্ত পৃথিবী গড়ার তাগিদ তুলে ধরেছেন তিনি। ভাষণে ড. ইউনূস বলেন, বুদ্ধিবৃত্তিক, আর্থিক এবং যুবশক্তিকে কাজে লাগিয়ে নতুন সভ্যতার ভিত্তি স্থাপন করতে হবে।
এর আগে মঙ্গলবার (১২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ড. ইউনূস বিশ্বের অন্তত ২০টি দেশের শীর্ষনেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে দেখা করেছেন।
যাদের মধ্যে রয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং তুর্কি ফার্স্ট লেডি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল। আলাপকালে ড.ইউনূস দক্ষিণ এশিয়ার আটটি দেশের শীর্ষ প্ল্যাটফর্ম হিসেবে সার্কের পুনরুজ্জীবনের আহŸান জানিয়েছেন।
অন্য শীর্ষনেতাদের মধ্যে বেলজিয়ামের প্রধানমন্ত্রী, ঘানার প্রেসিডেন্ট, বসনিয়া হার্জেগোভিনার প্রধানমন্ত্রী, রুয়ান্ডার প্রেসিডেন্ট, আলবেনিয়ার প্রধানমন্ত্রী, মন্টিনিগ্রোর প্রেসিডেন্ট, বার্বাডোসের প্রধানমন্ত্রী, ব্রাজিল ও ইরানের ভাইস প্রেসিডেন্ট, ফিফা সভাপতি, আইওএমের মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ করেন ড. ইউনূস।
এছাড়া প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও সাক্ষাৎ করেন। তিনি জুলাই অভ্যুত্থানে সংহতি প্রকাশ করা বন্দি ৫৭ বাংলাদেশী নাগরিককে মুক্তি দেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।

বড়লেখায় মানসিক ভারসাম্যহীন নারীকে ছেলেধরা সন্দেহে নির্যাতন

বড়লেখা সংবাদদাতা

মৌলভীবাজারের বড়লেখায় ছেলেধরা সন্দেহে মানসিক ভারসাম্যহীন এক নারীকে আটকে রেখে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, রশি দিয়ে বেঁধে টেনে স্থানীয় বাজারে নিয়ে ওই নারীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে। এমনকি জোরপূর্বক তাকে ছেলেধরা স্বীকারোক্তি আদায়ের চেষ্টাও চালানো হয়েছে। মঙ্গলবার রাতে বড়লেখা পৌরসভার পানিধার এলাকায় অমানবিক এই ঘটনাটি ঘটেছে। পরে খবর পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করেছে। এই ঘটনার কয়েকটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, এক নারীকে স্থানীয় লোকজন হাত বেধে টেনে নিচ্ছেন। পানিধার বাজারে তাকে লোকজন ঘিরে ধরেছে। তার চোখে-মুখে ভয়ের ছাপ। লোকজন তাকে একের পর এক প্রশ্ন করছেন। কেউ তাকে গালি দিচ্ছেন। চড় মারছেন। লাথি-গুঁতাও দিচ্ছেন। মারধরের ভয়ে ওই নারী অসংলগ্ন কথাবার্তা বলছেন। জোর করে তাকে ছেলেধরা স্বীকারোক্তি আদায়ের চেষ্টাও করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন ওই নারীর নাম- তাহেরা বেগম (৩৫)। তার বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ২ নম্বর গোলাপগঞ্জ ইউনিয়নের শেরপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আব্দুল গফুরের মেয়ে।
তাহেরার পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাহেরা বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। কয়েক বছর আগে তার বিয়ে হলেও মানসিক সমস্যার কারণে স্বামীর সাথে বিচ্ছেদ হয়ে যায়। এরপর থেকে তিনি বাবার বাড়িতেই থাকেন। তবে তাহেরা প্রায় স্বজনদের চোখ ফাঁকি দিয়ে বাড়ি থেকে উধাও হয়ে যান। পরে স্বজনরা তাকে খুঁজ এনে বাড়িতে রাখেন। গত ৯ নভেম্বর স্বজনদের চোখ ফাঁকি দিয়ে তাহেরা বাড়ি থেকে বেরিয়ে যান। স্বজনরা তাকে খুঁজে পাচ্ছিলেন না। একপর্যায়ে তিনি বড়লেখায় চলে আসেন। মঙ্গলবার রাতে তিনি বড়লেখা পৌরসভার পানিধার এলাকায় একটি বাড়িতে গেলে ওই বাড়ির লোকজন তাকে ছেলেধরা সন্দেহে আটক রাখে। পরে স্থানীয় লোকজন ওই বাড়িতে জড়ো হয়ে সেখান থেকে তার হাত বেঁধে টেনে টেনে তাকে পানিধার বাজারে নিয়ে যান। বাজারে নিয়ে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। অনেকে এই ঘটনার ভিডিও ফেসবুকে লাইভ করেন। খবর পেয়ে পুলিশ তাহেরাকে উদ্ধার করে। তাকে নির্যাতনের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে স্বজনরা তা দেখে তাহেরাকে চিনতে পারেন। পরে তারা স্থানীয়দের সঙ্গে ফোনে কথা বলে জানতে পারেন তাকে পুলিশে দেওয়া হয়েছে। রাতেই তাহেরার স্বজনরা বড়লেখা থানায় এসে তাকে নিয়ে যান।
তাহেরার চাচা ছালেহ আহমদ বুধবার দুপুরে মুঠোফোনে বলেন, আমার ভাতিজি তাহেরা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছে। অনেক চিকিৎসা করিয়েও সে সুস্থ হয়নি। সে প্রায় বাড়ি থেকে উধাও হয়ে যায়। তখন তাকে ধরে এনে বাড়িতে রাখা হয়। গত রবিবার সে বাড়ি থেকে বেরিয়ে যায়। আমরা তাকে খুঁজে পাচ্ছিলাম না। বড়লেখায় তাকে ছেলেধরা সন্দেহে মারধরের একটি ভিডিও গতরাতে ফেসবুকে দেখতে পেয়ে আমরা স্থানীয়দের সাথে যোগাযোগ করলে তারা জানান- তাকে পুলিশে দেওয়া হয়েছে। রাতেই থানা পুলিশের সাথে যোগাযোগ করে তাকে থানা থেকে আমাদের জিম্মায় নিয়েছি। মারধরে সে শরীরে কিছুটা আঘাত পেয়েছেন।
বড়লেখা থানার ওসি মো. আবদুল কাইয়ূম বুধবার দুপুরে বলেন, তাহেরা বেগম মানসিক ভারসাম্যহীন। তাকে ছেলেধরা সন্দেহে স্থানীয় লোকজন আটক করেন। শুনেছি তাকে কিছুটা মারধর করা হয়েছে। পরে পুলিশ তাকে উদ্ধার করে। রাতে তাহেরার স্বজনরা থানায় এসে আমাদের কাছ থেকে তাহেরা বেগমকে নিয়ে গেছেন।

প্রধান উপদেষ্টা বরাবরে সিলেটের নাগরিক সংগঠনের স্মারকলিপি প্রদান

সিলেট বিভাগের বিভিন্ন সমস্যার দ্রæত সমাধানের দাবী জানিয়ে বুধবার বিকালে অন্তর্র্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস বরাবরে এক স্মারকলিপি প্রদান করা হয়।
সিলেটের উন্নয়নমূলক নাগরিক সংগঠন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ, সিলেট বিভাগ গণদাবী ফোরাম, সিলেট বিভাগ গণদাবী পরিষদ, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ এর পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ারুজ্জামান। একই সাথে প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায়, আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব. মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, বেসামরিক বিমান কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ মঞ্জুর কবির ভুঁইয়া, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমদ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ ও সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বরাবরেও স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লেখক-কলামিস্ট আফতাব চৌধুরী, সিলটী আওয়াজ ও ক্যাম্পেইন কমিটি ফর ইউকে’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধ এম.এ মালেক খান, জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি মুফতী আব্দুর রহমান চৌধুরী অ্যাডভোকেট, সিলেট বিভাগ গণদাবী ফোরামের জেলা সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সিলটী আওয়াজ সৌদি আরব কমিটির আহবায়ক আলহাজ্ব কাপ্তান হোসেন, কুয়েত কমিটির আহবায়ক আলহাজ্ব শওকত আলী, সিলেট টু নিউইয়ক ইউটিউব চ্যানেলের ব্যবস্থাপক নাজমুল ইসলাম, সিলেট প্রতিনিধি ফুল মিয়া ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মইনুল ইসলাম প্রমুখ।
স্মারকলিপিতে বলা হয়, ওসমানী বিমান বন্দরের টার্মিনাল নির্মাণ কাজ দ্রæত সম্পন্ন করে বিভিন্ন দেশের এয়ারলাইন্সের বিমান উঠা-নামার ব্যবস্থা করা, ভ‚মিকম্পের জেন্ডার জোন হিসেবে সিলেট শহর, শহরতলী ও দক্ষিণ সুরমা বাইপাস সড়কে ২০১৬ সালে ক্রয়কৃত ভ‚মিতে সিলেট বিভাগীয় ফায়ার সার্ভিস সদর দপ্তর ট্রেনিং সেন্টার দ্রæত নির্মাণ, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পটি দ্রæত বাস্তবায়ন, সিলেট ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, সিলেট – ঢাকা ৬ লেন মহাসড়ক নির্মাণ কাজ দ্রæত সম্পন্ন করা, সিলেট-আখউড়া ডাবল রেললাইন নির্মাণ এবং এই রুটে দ্রæতি গতির বিরতিহীন ট্রেন সার্ভিস চালু।
স্মারকলিপিতে আরো বলা হয়, বৃহত্তর সিলেটি প্রবাসীরা প্রতিবছর বাংলাদেশে প্রায় ২০ হাজার কোটি টাকা দেশের অর্থনীতিকে সচল রেখেছে। তাই প্রবাসীদের প্রাণের দাবী হচ্ছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক এয়ারএপোর্টে আল সালাম, ওমান এয়ার, ফ্লাই দুবাই ও এয়ার এরাবিয়ান নামে ৪টি বিদেশী এয়ারলাইন্স অবতন করে এবং দ্রæত সময়ে সৌদী ও কাতার যাতায়াত করে। চট্টগ্রামের মত সিলেট এয়ারপোর্টে মধ্যপ্রাচ্যের ২/১টি ফ্লাইট উঠা-নামার অনুমতি প্রদান করা হলে ইউরোপ আমেরিকা ও কানাডায় বসবাসরত সিলেটি লাখ লাখ প্রবাসী মধ্যপ্রাচ্য হয়ে সরাসরি সিলেট এয়ারপোর্টে অবতরণ করতে পারবেন।
উপদেষ্টাদের কাছে প্রেরণকৃত স্মারকলিপিতে সিলেট বিভাগের প্রতিটি উপজেলা ও গুরুত্বপূর্ণ স্থানে ফায়ার সার্ভিস চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। বিজ্ঞপ্তি

আলিয়া মাঠে খতমে নবুওয়াত মহাসম্মেলনে বক্তারা : যারা হজরত মুহাম্মদ (সা.)-কে সর্বশেষ নবী মানেন না তারা কাফের

স্টাফ রিপোর্টার

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি সিলেট কর্তৃক আয়োজিত বহুল আলোচিত খতমে নবুওয়াত মহাসম্মেলন ও সীরাত মাহফিল এ বক্তারা বলেন- নিশ্চয়ই ইসলাম মহান আল্লাহর মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা। সর্বশেষ নবী ও রাসূল হজরত মুহাম্মদ মোস্তফা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। ইসলামের মৌলিক আকিদা-বিশ্বাসের অন্যতম হচ্ছে হযরত মুহাম্মাদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রিসালাত সম্পর্কে নির্ভেজাল বিশ্বাস স্থাপন করা। সে বিশ্বাসের চাহিদা হলো, রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হিসেবে মেনে নেওয়া। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নামের এক লোক এবং তার অনুসারীরা আখেরী নবী ও রাসূল হজরত মুহাম্মদ মোস্তফা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী জানলেও সর্বশেষ নবী মানেন না তারা মুসলমান নয়। সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ সা. কে যারা বিশ্বাস করেন না তারা কাফের।
বুধবার দুপুর ২টা থেকে শুরু হওয়া খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির সিলেট জেলা সভাপতি ও সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক শায়খুল হাদীস মাওলানা শফিকুল হক শায়খে সুরইঘাটীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ সালিম কাসিমী, হাফিজ শরিফ উদ্দিন ও প্রচার সচিব হাফিজ মাওলানা শাহিদ হাতিমীর যৌথ পরিচালনায় মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্য পেশ করেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় আমীর, মুজাহিদে মিল্লাত শায়খুল হাদীস আল্লামা আব্দুল হামিদ পীরসাহেব মধুপুর। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পাকিস্তানের প্রখ্যাত আলেম, বিশ্ববরেণ্য আলেম মাওলানা মুফতি ইলিয়াস গুম্মান।
সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হাজার হাজার তৌহিদী জনতার উপস্থিতিতে উক্ত মহাসম্মেলন ও সীরাত মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা রশিদুর রহমান ফারুক পীরসাহেব বরুণা, আযাদ দ্বীনি এদারায়ে তা’লিম বাংলাদেশের মহাসচিব শায়খ মাওলানা আব্দুল বছির সুনামগঞ্জী, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির যুগ্ম মহাসচিব শায়খুল হাদীস মাওলানা ফয়জ্ল্লুাহ আশরাফী, মাওলানা নূরুল আবছার আজহারী, মাওলানা খুবাইব আহমদ, মাওলানা হাবিবুল্লাহ আরমানী প্রমুখ। মহা সম্মেলন থেকে ১০ দফা দাবি ঘোষণা করা হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি। ঘোষণাপত্র পাঠ করেন মাওলানা সৈয়দ সালিম কাসিমী।
উপস্থাপিত ১০ দফা দাবিতে উল্লেখ করা হয় আহমদিয়া মুসলিম জামাত তথা কাদিয়ানীরা মুসলমান নয়; বরং ভিন্ন ধর্মের অনুসারী। তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে মুসলমানদের ধর্মীয়স্থান ও পরিভাষা ব্যবহার করে ধর্মীয় অনুভ‚তিতে আঘাত আনছে নিয়মিত। আর কারো ধর্মীয় অনুভ‚তিতে আঘাত আনা, ফৌজদারী দÐবিধি আইনের ২৯৫-২৯৮ ধারায় সংবিধান পরিপন্থী। সরকারের কর্তব্য হল, অনতিবিলম্বে “আহমদিয়া মুসলিম জামাত” তথা কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে সাংবিধানিক দায়িত্ব পালন করা। তাই, আজকের এই মহাসম্মেলন বিশ্বনবী হযরত মুহাম্মদ মোস্তফা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী ও রাসূল অস্বীকারকারী “আহমদিয়া মুসলিম জামাত” (ছদ্মনামধারী) তথা কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার জোর দাবী জানাচ্ছে।

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের ৩ দিনের রিমান্ড

কাজির বাজার ডেস্ক

সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৩ নভেম্বর) উত্তরা পশ্চিম থানার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে কারাগার থেকে তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আসামিপক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।
অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।
এর আগে গত ২৯ অক্টোবর রাতে উত্তরা ১০নং সেক্টরের ২নং রোডের নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাসা থেকে নগদ তিন কোটি ১০ লাখ ২৭ হাজার টাকা, এক হাজার ৯৫৩ ইউএস ডলার, এক হাজার ১২০ কানাডিয়ান ডলার, এক হাজার ১০০ ইউরো, তিন হাজার ১১৭ কাতার রিয়াল, পাঁচ হাজার ৩০০ থাই বাথ, ৫০০ মেক্সিকান ডলার, ৫০ হংকং ডলার এবং তিন হাজার রুপি জব্দ করা হয়।
এ ছাড়াও প্রায় ৮৫ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার ও বার জব্দ করা হয়।
এ ঘটনায় ৩০ অক্টোবর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় তার বিরুদ্ধে ১৯৪৭ সালের বৈদেশিক মুদ্রা আইনের ২৩ (১) ধারায় মামলা করা হয়েছে।

ওমরাহকারীদের নতুন নির্দেশনা দিল সৌদি আরব

কাজির বাজার ডেস্ক

ওমরাহ পালনকারীদের স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশগত দিক বিবেচনায় নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। এ নির্দেশনায় মক্কার মসজিদুল হারামে ওমরাহর তাওয়াফ ও সাঈ শেষ করার পর শুধু অনুমোদিত নাপিতের কাছেই চুল কাটানোর পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশগত দিক বিবেচনায় এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী প্রাথমিকভাবে নাপিতের দোকানগুলোতে স্বাস্থ্য সুরক্ষা বাড়ানোর দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং কঠোর স্যানিটেশন ব্যবস্থা বাধ্যতামূলক করা এবং শেভিং রেজার পুনরায় ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের ওই নির্দেশনায় বলা হয়, অনুমোদিত নাপিতদের কাছে চুল কাটালে ওমরাহকারীদের স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষিত থাকবে। এই নাপিতরা নিরাপদ ও স্বাস্থ্যকর পরিষেবা নিশ্চিতে জীবাণুমুক্ত যন্ত্রপাতি ব্যবহার করে।
এ ছাড়া ওই নির্দেশনায় ওমরাহ পালনকারীদের পায়ের যতœ নিতে বলা হয়েছে। আরামদায়ক জুতা পরিধান করতে এবং দীর্ঘ সময় খালি পায়ে না হাঁটার পরামর্শ দেওয়া হয়েছে। ক্লান্তি এলে বিরতি নিয়ে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ওমরাহর সফরে ভারী খাবার এড়িয়ে চলতে এবং পর্যাপ্ত পানি পান করতে বলা হয়েছে।
সৌদি আরবের হজ মন্ত্রণালয় ওই নির্দেশনায় আরও জানায়, ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে। এখন থেকে ওমরাহ যাত্রীরা স্থল, আকাশ এবং সমুদ্রবন্দর দিয়ে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এবং যে কোনো বিমানবন্দর থেকে স্বদেশে ফিরতে পারবেন। এ ছাড়া নারীদের ওমরাহর সুবিধার জন্যও নতুন ব্যবস্থা চালু হয়েছে। তারা পুরুষ অভিভাবক ছাড়াই ওমরাহ পালন করতে পারবেন। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, এই পদক্ষেপগুলো পরিষেবার মান উন্নত করতে এবং এই খাতে বিনিয়োগ বৃদ্ধিতে সহায়তা করতে ও আমাদের প্রতিশ্রæতি প্রতিফলিত করতে সাহায্য করবে।

মাধবপুরে সীমান্তে বৈদেশিক মুদ্রাসহ যুবক আটক

মাধবপুর সংবাদদাতা

হবিগঞ্জের মাধবপুরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তার কাছ থেকে নগদ অর্থ, রূপি, পাউন্ড ও ডলার উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোররাতে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের সান্তামোড়া সীমান্তে অভিযান চালিয়ে বৈদেশিক মুদ্রাসহ ওই যুবককে আটক করে। আটক হওয়া যুবক পলাশ চন্দ্র দাস (৩০)। তিনি কুমিল্লা জেলার হোমনা উপজেলার চন্ডিপুর গ্রামের অনিল চন্দ্র দাসের ছেলে।
২৪ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ আটকের সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামির নিকট বাংলাদেশী নগদ ৪ হাজার ৪৩০ টাকা, মালদ্বীপের ১হাজার ৩৫ রূপী, ৫০ ইউরো এবং ২৪২ আমেরিকান ডলার পাওয়া গেছে। এ ব্যাপারে মাধবপুর থানায় মামলা রুজু করা হয়েছে।