মওলানা ভাসানীর ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 

উনসত্তরের গণ-অভ্যুত্থানের মহানায়ক মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৭ তম মৃত্যু বার্ষিকী আগামী ১৭ নভেম্বর-২৪। এ উপলক্ষে মওলানা ভাসানী ফাউন্ডেশন, সিলেট এর উদ্যোগে আগামীকাল রোববার বিকেল ৫ টায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ এর সাহিত্য আসর কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
মওলানা ভাসানী ফাউন্ডেশন, সিলেট আয়োজিত আলোচনা সভা সফলের লক্ষ্যে সর্বশেষ প্রস্তুতি সভা গত ১৫ নভেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় শ্রীহট্ট প্রকাশ এর দাড়িয়াপাড়াস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিন তাহমিদের পরিচালনায় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সৈয়দ মুহিবুর রহমান, মাহমুদুর রহমান ওয়েছ, মোঃ জমির আহমদ, আজাদ আহমদ, মোখলেছুর রহমান প্রমুখ
সভায় নেতৃবৃন্দ মজলুম জননেতা মওলানা ভাসানী স্মরণে আগামী ১৭ নভেম্বর রোববার বিকেল ৪ টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠেয় আলোচনা সভা সফলের জন্য সকলের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি

মহানবী (সা.) এর রওজা জিয়ারতে নিতে হবে আগাম অনুমতি

কাজির বাজার ডেস্ক

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। সৌদি সরকারের এ সিদ্ধান্ত হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের এক্স পোস্টে জানানো হয়। পোস্টে বলা হয়, অতিরিক্ত ভিড় কমাতে এবং অনিয়ম বন্ধ করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন থেকে অনুমতি ছাড়া রওজা শরিফে প্রবেশ করা যাবে না। আর বছরে একবারের বেশি রওজা শরিফ পরিদর্শন করা যাবে না। পাশাপাশি পরিদর্শনের জন্য অপেক্ষার সময় কমিয়ে এক ঘণ্টা করা হয়েছে।
মন্ত্রণালয় জানায়, ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে অনুমতি নিয়ে সৌদি ব্যবস্থা মেনে মক্কায় ওমরাহসহ পবিত্র স্থানগুলো ঘুরে আসা সহজ হবে। ওমরাহ শেষে অনেকে মদিনায় গিয়ে নবী (সা.)-এর রওজা জিয়ারত করেন। সৌদি সরকারের হিসাব অনুযায়ী, এ বছর এক কোটির বেশি মুসলিম রওজা জিয়ারত করেছেন, যা গত বছরের চেয়ে ২৬ শতাংশ বেশি। রওজা জিয়ারতকারীদের মধ্যে ৫৮ লাখ পুরুষ এবং ৪৭ লাখ নারী।
গত বছর দর্শনার্থীদের চাপে মসজিদের কার্যক্রম বিঘœ হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্যের নকশা অক্ষত রাখতে রওজা শরিফের চারপাশে সুরক্ষা প্রাচীর নির্মাণ করে সৌদি সরকার।

জগন্নাথপুরে বেইলি সেতু ভেঙে আটকে আছে ট্রাক সুনামগঞ্জ-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ

মো. শাহজাহান মিয়া, জগন্নাথপুর

সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি বেইলি সেতু ভেঙে মালবাহী ট্রাক আটকে থাকার ঘটনায় সুনামগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কে সকল প্রকার যান বাহন চলাচল বন্ধ রয়েছে। এতে অনাকাঙ্খিত ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রী-জনতা।
১৫ নভেম্বর শুক্রবার বিকেলের দিকে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাটাগাং নামক নদীতে থাকা ঝুঁকিপূর্ণ বেইলি সেতুর পাটাতন ভেঙে একটি মালবাহী ট্রাক নদীতে পড়তে গিয়ে ভাগ্যক্রমে সেতুতে আটকে যায়। এতে বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা হয়েছে। তবে সেতুর মধ্যস্থানে ট্রাকটি আটকে থাকায় সব ধরণের যান চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনার পর থেকে নদীতে ছোট ছোট খেয়া নৌকা চালু হয়েছে। এসব নৌকাযোগে স্থানীয় পথচারী জনতা নদী পারাপার হতে পারলেও দুর পাল্লার যাত্রীরা পড়েছেন বিপাকে।
সরেজমিনে আটকেপড়া যাত্রীদের অনেকে ক্ষোভ প্রকাশ করে জানান, এতো বড় নদীর উপর থাকা ঝুঁকিপূর্ণ এ বেইলি সেতু দিয়ে যানবাহন চলাচলে সারাক্ষণ দুর্ঘটনার আশাঙ্কা রয়েছে। এখানে ঝুঁকিপূর্ণ সেতু রেখে সুনামগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়ক চালু করা সঠিক হয়নি। এ সেতুটি এখন মরণফাদে পরিণত হয়েছে। পর্যাপ্ত সংস্কার করা জরুরী হয়ে পড়েছে। এছাড়া এখানে দুর্ঘটনা এড়াতে নতুন সেতু নির্মাণের দাবি জোরালো হয়ে উঠেছে।
প্রসঙ্গত-গত বছরও এ সেতু ভেঙে ট্রাক নদীতে পড়ে চালক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। তবুও ঝুঁকিপূর্ণ এ সেতু দিয়ে অতিরিক্ত মালবাহী যানবাহন চলাচল বন্ধ হয়নি। হয়নি সেতুর পর্যাপ্ত সংস্কার কাজ বা নতুন সেতু নির্মাণ।

এপেক্স জেলা ৪ এর ৩৯তম কনভেনশন মোহনাপেক্স সম্পন্ন

 

 

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা এপেক্স বাংলাদেশ এর জেলা ৪ এর ৩৯তম কনভেনশন ২০২৪ মোহনাপেক্স শুক্রবার সকালে নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
এপেক্স জেলা ৪ এর ডিজি এপেক্সিয়ান অ্যাডভোকেট মোঃ আব্দুল খালিকের সভাপতিত্বে কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেঃ মোঃ এনামুল হক মিলন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এপেক্সিয়ানরা সব সময় দেশের কল্যাণে কাজ করেন। জাতীয় দূর্যোগ থেকে শুরু করে প্রতিটি সংকটময় মুহ‚র্তে জাতীয় ভাবে সেবা দানের মাধ্যমে এপেক্সিয়ানরা ইতিমধ্যে সুনাম কুড়াতে সক্ষম হয়েছেন। তিনি আগামীর সুন্দর সমাজ বিনির্মানে এপেক্সিয়ানদের কাজ করার আহবান জানান।
এপেক্স বাংলাদেশ জেলা ৪ আয়োজিত কনভেনশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,
এপেক্স বাংলাদেশের জাতীয় সহ সভাপতি এপেঃ এম মনিরুল ইসলাম ভ‚ইয়া, এনআইআরডি এপেঃ মেহেদী আহমদ, এনওয়াইসিডি এপেঃ কবির আহমদ, এনএডি এপেঃকামরুল হক, লাইফ মেম্বার এপেঃ প্রফেসর মোহন মিয়া, লাইফ গভর্নর এপেঃ জবিউল ইসলাম, এপেঃ একেএম সামিউল আলম, অতীত জাতীয় সভাপতি এপেঃ ইলিয়াস জসিম, লাইফ গভর্নর এপেঃ ডাঃ মুজিবুর রহমান, এপেঃ আক্তার হোসেন খান, এনআইআরডি এপেঃ মেহেদী আহমদ, পিপি এপেঃ বদরুল আহমদ চৌধুরী, ডিজি-১ এপেঃ সাইফুল ইসলাম, ডিজি-৯ এপেঃ শফিকুল ইসলাম, আইপিডিজি এপেঃ অ্যাডভোকেট জালাল উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রাম চেয়ারম্যান এপেঃ অ্যাডভোকেট শফিকুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ শাহ আদনান, আইডিয়েল অফ এপেক্স পাঠ করেন এপেঃ মোস্তাফিজুর রহমান। কনভেনশনে আইপিএনএসডি এপেঃ শাহেদুর রহমান শাহেদ, এপেক্স বাংলাদেশের জাতীয় সেক্রেটারি এপেঃ হাবিবুর রহমান, পিডিজি এপেঃ জাকারিয়া আহমদ, এপেক্স ক্লাব অব গ্রীন হিলস এর লাইফ মেম্বার এপেঃ সয়ফুল করিম চৌধুরী হায়াত, এপেক্স ক্লাব অব সিলেট এর লাইফ মেম্বার এপেঃ আব্দুল হান্নান, এপেক্স ক্লাব অব বিশ্বনাথ এর লাইফ মেম্বার এপেঃ অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস সহ এপেক্স জেলা চার এর বিভিন্ন ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে

হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরীর ৬টি থানা শাখার নেতৃবৃন্দের সাথে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের মতবিনিময় সভা অনুষ্ঠিত। শুক্রবার সন্ধ্যায় জিন্দাবাজারের একটি হোটেলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে কিছু সংখ্যক দুষ্কৃতকারী ও সমাজের শত্রæ বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে চায়। তারা যতই চেষ্টা করুক না কেন, এই দেশের ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে দীর্ঘকালের যে সৌহার্দ্য সম্প্রীতি, তা ইচ্ছা করলেই নষ্ট করতে পারবে না। এবারও প্রমাণিত হয়েছে যে, শত চেষ্টা করেও আমাদের সৌহার্দ্য ও ঐক্য নষ্ট করতে পারেনি। বিএনপি প্রতিশ্রæতিবদ্ধ ও অঙ্গীকারবদ্ধ, বাংলাদেশে একটা গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান সেই কথাই বিশ্বাস করেন। ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের সঙ্গে সঙ্গে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আগামী দিনের রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমানের সেই নির্দেশনা দিয়েছেন। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিষ্কার করে বলেছেন যে, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয় আসুন আমরা প্রেম-ভালোবাসা দিয়ে একটা বৈষম্যহীন রাষ্ট্র সমাজ গড়ে তুলি। সামনের দিকে এগিয়ে যাই।
তিনি আরোও বলেন, আমাদের সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে এগিয়ে যেতে হবে। গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি মানবিক রাষ্ট্র, বৈষম্যবিহীন সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করি।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ কুমার দেবের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদব ইমদাদ হোসেন চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ^াস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলার সভাপতি গোপিকা শ্যাম পুরকায়স্থ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সহ-সভাপতি ভিকন নিঝুম সাংমা, পূজা উদযাপন পরিষদ জালালাবাদ থানার সাধারণ সম্পাদক স্বপন পাল, বিজয় দাশ, পূজা উপদযাপন পরিষদ দক্ষিণ সুরমা থানা শাখার সভাপতি দীপংকর দাস, এয়ারপোর্ট থানার সাধারণ সম্পাদক ভৈরব চন্দ্র নাথ, জিডি রুমু, রাজীভ দে চৌধুরী, বীরেশ দেবনাথ, নান্টুর ঞ্জন সিংহ, ধীরেন্দ্র ধর, অরবিন্দ্র দাশ গুপ্ত, সুব্রত দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহপরাণ থানা শাখার সাধারণ সম্পাদক আশীষ রায়, বিশ^জিৎ দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মোগলবাজার থানা শাখার সভাপতি মন মোহন দেবনাথ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মোগলবাজার থানা শাখার সভাপতি রাজ কুমার পাল রাজু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদকোতোয়ালী থানা শাখার যুগ্ম সম্পাদক শ্যামল কপালী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জালালবাদ থানা শাখার সভাপতি সঞ্জয় পাল, সাধারণ সম্পাদক অপরেশ দাস অপু প্রমুখ। বিজ্ঞপ্তি

স্যাটেলাইট ইন্টারনেট চালু করবে সরকার

কাজির বাজার ডেস্ক

দেশে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগের ফসল ঘরে তুলতে বর্তমান স্যাটেলাইট ইন্টারনেট চালুর লক্ষ্যে টেলিকম নিয়ন্ত্রক খসড়া নির্দেশিকা চ‚ড়ান্ত করতে জনগণের মতামত চেয়েছে।
এ প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, স্যাটেলাইট ইন্টারনেট চালুর এ পদক্ষেপ ব্যাকহোলিং, দুর্যোগ ব্যবস্থাপনা ও গ্রাহকের ডেটা ব্যবহারের পাশাপাশি ডিজিটাল বিভাজন দূর করে সেতু বন্ধনে নতুন দ্বার উন্মোচনে সহায়ক হবে। কেননা এর মাধ্যমে ইলন মাস্কের স্টারলিংক এবং বিশ্বের শীর্ষস্থানীয় অন্যান্য কোম্পানিগুলোর বাংলাদেশের বাজারে প্রবেশের পথ প্রশস্ত করতে পারে।
টেলিকম নিয়ন্ত্রক সংস্থা- বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) গত ২৯ অক্টোবর তাদের ওয়েবসাইটে এনজিএসও স্যাটেলাইট পরিষেবা অপারেটরের জন্য খসড়া নিয়ন্ত্রক এবং লাইসেন্সিং নির্দেশিকা প্রকাশ করেছে। নির্দেশিকা চ‚ড়ান্ত করতে ১৮ নভেম্বরের মধ্যে মতামত চেয়েছে।
দেশে ডেটা পরিষেবায় বিপ্লব ঘটাবে বিবেচনায় দেশের মোবাইল ফোন অপারেটর এবং অন্যান্য স্টেকহোল্ডাররা স্যাটেলাইট ইন্টারনেট চালুর পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তাদের মতে এই উদ্যোগ ডিজিটাল বিভাজন দূর করে সেতু বন্ধনে নতুন সুযোগ উন্মোচন করতে পারে।
খসড়া নির্দেশিকায় বলা হয়েছে, কোম্পানি আইন ১৯৯৪-এর অধীনে ‘জয়েন্ট স্টক কোম্পানি ও ফার্ম নিবন্ধক’-এর অধীনে নিবন্ধিত মালিকানা, অংশীদারিত্ব এবং কোম্পানিগুলো বাংলাদেশে এনজিএসও স্যাটেলাইট সিস্টেম এবং পরিষেবাগুলো নির্মাণ, মালিকানা, রক্ষণাবেক্ষণ ও পরিচালনার লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে।
এত আরো উল্লেখ করা হয়েছে, ১০০ শতাংশ এফডিআই বা বিদেশী অংশীদারিত্ব বা যৌথ উদ্যোগ বা অনাবাসী বাংলাদেশি (এনআরবি) থেকে বিনিয়োগ এনজিএসও স্যাটেলাইট সিস্টেম এবং পরিষেবাগুলো নির্মাণ, মালিকানাধীন, রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করতে পারবে। খসড়া নির্দেশিকা অনুযায়ী লাইসেন্সের মেয়াদ হবে পাঁচ বছর।
এতে আরো বলা হয়, লাইসেন্সধারী নিম্নলিখিত এনজিএসও স্যাটেলাইট পরিষেবাগুলো প্রদানের জন্য অনুমোদন পাবে: ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা, ইন্ট্রানেট পরিষেবা (দেশীয় ডেটা যোগাযোগ), ইন্টারনেট অফ থিংস ও মেশিন-টু-মেশিন সংযোগ, গতি পরিষেবায় আর্থ স্টেশন, আর্থ এক্সপ্লোরেশন স্যাটেলাইট পরিষেবা, রিমোট সেন্সিং ও আবহাওয়া সংক্রান্ত পরিষেবা এবং বিটিআরসি দ্বারা অনুমোদিত অন্য কোনও পরিষেবা।
তবে অপারেটররা সরাসরি-টু-হোম পরিষেবা, সম্প্রচার পরিষেবা, স্যাটেলাইট আইএমটি-ভিত্তিক পরিষেবা বা টেলিযোগাযোগ পরিষেবা প্রদানের জন্য অনুমোদিত নয়।
আবেদন বা প্রসেসিং ফি নির্ধারণ করা হয়েছে ৫ লক্ষ টাকা, যার মধ্যে অধিগ্রহণ ফি ১০ হাজার ইউএস ডলার এবং বার্ষিক ফি ৫০ হাজার ডলার। এ ছাড়াও বার্ষিক স্টেশন/টার্মিনাল ফি ২০ ডলার নির্ধারণ করা হয়েছে।
লাইসেন্সধারীকে তার বার্ষিক নিরীক্ষিত মোট রাজস্বের ৫ দশমিক ৫ শতাংশ বিটিআরসিকে দিতে হবে। গ্রস রাজস্বের আরো ১ শতাংশ বাধ্যতামূলক হিসেবে ‘মহাকাশ শিল্পের উন্নয়ন এবং ব্যবস্থাপনায় অবদান’-এর অংশ হিসাবে জমা দিতে হবে।
লাইসেন্সধারীকে অবশ্যই সেবা শুরু করার আগে বাংলাদেশের মধ্যে অন্তত একটি গেটওয়ে সিস্টেম স্থাপন করতে হবে। তবে বিটিআরসি লাইসেন্সধারীদের অতিরিক্ত গেটওয়ে স্থাপনে উৎসাহিত করছে।
বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যে স্থাপন করা যেকোনো ব্যবহারকারীর টার্মিনাল অবশ্যই এই স্থানীয় গেটওয়ের মাধ্যমে এবং পরিবেশিত হতে হবে। খসড়া অনুযায়ী বাংলাদেশের অভ্যন্তরে পরিষেবার জন্য এই টার্মিনালগুলো থেকে সমস্ত ট্রাফিক অবশ্যই এই স্থানীয় গেটওয়ের মাধ্যমে হতে হবে।
এনজিএসও গেটওয়ে আন্তর্জাতিক ইন্টারনেট ডেটা ট্রাফিক পরিচালনার জন্য আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ের সাথে সংযুক্ত হবে। রবি আজিয়াটার চিফ কর্পোরেট এবং নিয়ন্ত্রক কর্মকর্তা শাহেদ আলম বাসসের সাথে আলাপকালেবলেন, ‘ডেটা পরিষেবায় বিপ্লব ঘটানোর সম্ভাবনার স্বীকৃতি হিসেবে আমরা দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালু করার উদ্যোগকে স্বাগত জানাই।’ এই অগ্রগতি ব্যাকহোলিং, দুর্যোগ ব্যবস্থাপনা এবং গ্রাহক ডেটা ব্যবহারের মতো ক্ষেত্রে নতুন সুযোগের পথ প্রশস্ত করতে পারে বলে তিনি উল্লেখ করেন। বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তৈমুর রহমান বলেন, ‘ আমরা মনে করি এই নতুন পরিষেবা চালু করার আগে জনসাধারণের পরামর্শ নেওয়ার নিয়ন্ত্রকের উদ্যোগটি প্রশংসনীয়। আমরা এ উদ্যোগের প্রশংসা করি।’ তিনি আরো বলেন, ‘জনসাধারনের পরামর্শ নেওয়ার এ প্রক্রিয়াটি এর ভবিষ্যত দিকনির্দেশনা তৈরিতে সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি।’
গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন্স শরফুদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ‘মানুষের জীবন, সমাজ, অর্থনীতি এবং সামগ্রিকভাবে দেশে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম যে কোন নতুন প্রযুক্তিকে স্বাগত জানায় গ্রামীনফোন।’
তিনি আরো বলেন, ‘যেকোন নতুন লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে বৈষম্যহীন আচরণ নিশ্চিত করা উচিত। যার মাধ্যমে বর্তমানে বাজারে থাকাসহ নতুন বাজারে আসা সবার মধ্যে প্রতিযোগিতার থাকে।’
গ্রাহকদের ইন্টারনেট সেবা প্রদানে নিয়োজিত সংস্থাগুলোর প্ল্যাটফর্ম ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশও (আইএসপিএবি) যে কোনো নতুন প্রযুক্তিকে স্বাগত জানাতে প্রস্তুত। তার আগে এটিতে যাওয়ার আগে প্রথমে এই প্রযুক্তির প্রয়োজনীয়তা চিহ্নিত করার ওপর জোর দিয়েছে তারা।
আইএসপিএবি সভাপতি মো. এমদাদুল হক বাসসকে বলেন, দেশ ও শিল্পের জন্য উপযুক্ত হলে তারা সবসময় নতুন প্রযুক্তিকে স্বাগত জানায়।
তিনি বলেন, ‘নতুন প্রযুক্তিকে স্বাগত জানাতে আমাদের কোনো আপত্তি নেই, তবে প্রযুক্তিটি দেশ ও জনগণের জন্য উপযোগী কি না তা আগে বিবেচনা করা উচিত।’

চা শ্রমিকদের বকেয়া দাবিতে বিক্ষোভ মিছিল

সরকারি মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) ১২টি চা বাগানসহ সব চা শ্রমিকের বকেয়া মজুরি ও রেশন পরিশোধ এবং পিএফের টাকা বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ।
শুক্রবার বিকেলে নগরীর ক্বিন ব্রিজের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে।
এর আগে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, প্রায় ৩ মাস ধরে এনটিসির ১২টি বাগানের প্রায় ১২ হাজার শ্রমিক মজুরি ও রেশন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। শ্রমিকরা অন্তর্র্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েও কোনো প্রতিকার না পেয়ে বাধ্য হয়ে লাগাতার কর্মবিরতি পালন করছেন।
জেলা ট্রেড ইউনিয়ন সংঘের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- চা শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক হরিনারায়ণ হাজরা, নারী চা শ্রমিক ল²ী রানী বাক্তি, হোটেল শ্রমিক নেতা সাদেক মিয়া, স-মিল শ্রমিক নেতা রুহুল আমিন, ছাত্রদল সিলেট জেলা কমিটির আহŸায়ক শুভ আজাদ শান্ত প্রমুখ। বিজ্ঞপ্তি

মহানগর যুবলীগের দুই নেতা গোবিন্দগঞ্জ থেকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার

সিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)’র সদস্যরা। বৃহস্পতিবার গভীররাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- এয়ারপোর্ট থানার আম্বরখানা শুভেচ্ছা ১১ নং বাসার মো. আইয়ুবের ছেলে সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ৪ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এমদাদ হোসেন ইমু (৩০) ও সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার শক্রমর্দন গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে সিলেট মহানগর যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও ১৩ নং ওয়ার্ডের সাবেক সভাপতি রুপম আহমেদ (৩৮)।
র‌্যাব-৯ জানায়, বৃহস্পতিবার রাত সোয়া ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল ছাতক থানার গোবিন্দগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে (সিলেট কোতয়ালী থানার এফআইআর নং- ১৯/৪১৮ তারিখঃ ১০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ, ধারা: ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৩/৪ তৎসহ ১৪৮/ ১৪৯/ ৩২৩/ ৩২৫/ ৩২৬/ ৩০৭/ ১০৯/ ১১৪/ ৩৪ পেনাল কোড ১৮৬০; এবং সিলেট কোতয়ালী থানা এফআইআর নং-৩৪/ ৩৮৯, তারিখঃ ২৮ আগস্ট ২০২৪ ইং, ধারা-১৯০৮ সালের বিষ্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪ তৎসহ ১৪৩/ ৩২৩/ ৩২৪/ ৩২৫/ ৩২৬/ ৩০৭/ ১১৪/ ৩৪ পেনাল কোড ১৮৬০;) এর মূলে পলাতক আসামী এমদাদ হোসেন ইমু ও রুপম আহমেদকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

বড়লেখায় মাদক ব্যবসায়ী গ্রেফতার

বড়লেখা সংবাদদাতা

মৌলভীবাজারের বড়লেখায় জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ইয়াবা ব্যবসায়ী আব্দুল আহাদকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বড়লেখা পৌরসভার পাখিয়ালা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়। ধৃত আব্দুল আহাদ উপজেলার বালুচর এলাকার সামছুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, আব্দুল আহাদ জিআর (মামলা নং-৭৩/২৪) মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। বৃহস্পতিবার রাতে আহাদ পাখিয়ালা এলাকায় ইয়াবা বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশ আহাদের দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা জব্দ করে এবং তাকে গ্রেফতার করে।
বড়লেখা থানার এসআই অপু দাস গুপ্ত বলেন, আব্দুল আহাদ জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। ইয়াবা বিক্রির সময় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

জৈন্তাপুরে মদসহ গ্রেফতার ১

জৈন্তাপুর প্রতিনিধি

জৈন্তাপুর উপজেলার শিকার খাঁ গ্রাম থেকে বিদেশি মদ সহ একজনকে আটক করছে সিলেট উত্তর গোয়েন্দা পুলিশ টিম।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার শিকার খাঁ গ্রাম থেকে ২০৮ বোতল বিদেশি মদ সহ একজনকে আটক করা হয়েছে। উপজেলার ফতেহপুর ইউনিয়নের শিকার খাঁ গ্রামের ইঞ্চান আলির পুত্র মোঃ বিলাল উদ্দিন (২৮)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় উপজেলার শিকার খাঁ গ্রামে অভিযান চালায় বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা টিম। এ সময় আটক হওয়া মাদক কারবারী বিলালের নিজ বাড়ীতে তল্লাশি চালায়। থাকার ঘরে চৌকির নিকট হতে ৯টি সিনথেটিক ব্যাগ হতে মোট ২০৮ বোতল বিদেশি মদ উদ্ধার করে গোয়েন্দা টিম।
আটককৃত মদগুলো ম্যাকডোনাল্স ও কিংফিসার ব্রান্ডের। জব্দকৃত আলামতের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ ৮ হাজার টাকা সমপরিমাণ।
আটক আসামিকে জৈন্তাপুর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল বাশার জানান, আটককৃত আসামিকে শুক্রবার পুলিশ পাহারায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।