সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের ইজারাবিহীন ধোপাজান চলতি নদী বালু পাথর মহালে প্রকাশ্য দিবালোকে ড্রেজার মেশিন দ্বারা বালু পাথর উত্তোলন করা হচ্ছে। বিভিন্ন দপ্তরের কতিপয় অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে চিহ্নিত চোরাকারবারী সিন্ডিকেট জব্দকৃত বালু পাথর নিলাম ক্রয় করে ক্রয়কৃত বালু পাথর সরানোর নামে লম্বা তারিখ নিয়ে প্রকাশ্য দিবালোকে বালু পাথর উত্তোলন করে যাচ্ছে। গত ৩ জানুয়ারি সোমবার বিকাল ৫টায় সুনামগঞ্জ জেলা বারকী শ্রমিক সংঘের উদ্যোগে বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের জিনারপুর বাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। সংগঠনের সভাপতি নাসির মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাদির মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক মিয়া, সজল মিয়া, মনির মিয়া, চান মিয়া, জয়নাল, রইছ মিয়া, বাসু মিয়া ও অদুদ মিয়া প্রমুখ।