ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকের পল্লীতে পূর্ব শত্র“তার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ৫জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের আহতদের ছাতক ও স্থানীয় কৈতক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দোলার বাজার ইউনিয়নের আলমপুর গ্রামের গয়াছ মিয়ার মামলার আসামী একই গ্রামের আনর আলী। এ মামলায় গত ২০ নভেম্বর রাতে থানা পুলিশের এসআই কামাল আহমদের নেতৃত্বে একদল পুলিশ আনর আলীর বাড়িতে হানা দেয়। এক পর্যায়ে পুলিশ তাকে আটক করতে ব্যর্থ হয়। এটি শত্র“তার জের ধরে গতকাল বুধবার দুপুরে আলমপুর গ্রামের পশ্চিমের মাঠে আনর আলী ও গয়াছ মিয়ার লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টা ব্যাপী দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ১০ ব্যক্তি আহত হয়। গুরুতর আহত ইছাক আলী (৬০), মুহিবুর রহমান (২৫), নিজাম উদ্দিন (২২), রাসেল মিয়া (২০), ফরিদ মিয়া (৪৮), জমির আলী (৫০) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রুবেল মিয়া (২২), মতলিব আলী (৫৫), তারেক মিয়া (২৫), মাহমদ আলী (৫০) কে ছাতক-কৈতকসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছার আগে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের হস্তক্ষেপে সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। এ ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে সূত্রে জানা গেছে। এদিকে ছাতকের সুরমা নদীর খেয়া ভাড়া নিয়ে স্কুল ছাত্রকে মারপিট করার ঘটনায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ছাত্রসহ ১০ ব্যক্তি আহত হয়েছে। বুধবার দুপুরে ছাতক সিমেন্ট কোম্পানী খেয়াঘাটে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, পৌর শহরের নোয়ারাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি পরীক্ষার্থী গোলাম রাব্বি ছাতক বহুমুখী মডেল হাইস্কুল কেন্দ্রে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে সিমেন্ট কোম্পানী ঘাট থেকে ফেরী নৌকায় উঠে। ফেরী ভাড়া দিতে না পারায় তাকে মারপিট করে নৌকার মাঝি। এসময় সে প্রতিবাদ করলে নৌকায় থাকা ঘাটের ইজারাদার বাগবাড়ি গ্রামের শাহীন মিয়া চৌধুরী স্কুল ছাত্র রাব্বিকে নৌকা থেকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। এ ঘটনার খবর পেয়ে তার স্বজন ও নোয়ারাই এলাকার লোকজন তাকে উদ্ধার করতে এসে সিমেন্ট কোম্পানী ঘাটে ইজারাদার ও নৌকার মাঝিদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে আহত স্কুল ছাত্র গোলাম রাব্বি (১১), ইজারাদার শাহীন মিয়া চৌধুরী (৩২), লোকমান মিয়া (১৭), আব্দাল মিয়া (৩৩) কে ছাতক হাসপাতালে চিকিৎসা ও ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। স্কুল ছাত্রকে মারপিটের ঘটনায় বিকেলে নোয়ারাই মাদরাসা মাঠে এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত এক সভায় ঘটনার নিন্দা জানিয়ে শাহীন মিয়া চৌধুরীর শাস্তি ও ঘাটের ইজারা বাতিলের দাবি জানানো হয়।