কানাইঘাটে ব্যবসায়ী হত্যার দায়ে ২ সহোদরের যাবজ্জীবন

71

স্টাফ রিপোর্টার :
কানাইঘাট উপজেলার লোভা নদীর তিন গাঙ্গের মুখে এক পাথর ব্যবসায়ীকে পানিতে ফেলে পাথর নিক্ষেপ করে হত্যার দায়ে দুই সহোদরের যাবজ্জীবন কারাদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল রবিবার দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ সাইফুজ্জামান হিরো এ রায় প্রদান করেন।
দন্ডিতরা হলেন- কানাইঘাট উপজেলার সাউদ গ্রামের বড়হুনার পুত্র জাহাঙ্গীর ও আলমগীর । তারা বর্তমানে কারাগারে আটক রয়েছেন ।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ১৯ অক্টোবর নদী থেকে পাথর বোঝাই নৌকা নিয়ে আসছিলেন কানাইঘাট উপজেলার জুলাই গ্রামের মৃত নুর উদ্দিনের ছেলে জামিল উদ্দিন ও জহির উদ্দিন। তারা উপজেলার লোভা নদীর তিন গাঙ্গের মুখে পৌঁছামাত্র জাহাঙ্গির ও আলমগীর অল্প টাকায় পাথর ক্রয়ের জন্য দরদাম করে। কিন্তু জহির উদ্দিন ও তার ভাই তা দিতে অস্বীকৃতি জানালে এক পর্যায়ে পাথরগুলো জোরপূর্বক নেয়ার চেষ্টা করা হয়। এতে বাধা দিলে আলমগীর, জাহাঙ্গীর সহ আরো ৪/৫ জন মিলে জহির উদ্দিনের মাথায় আঘাত করে। এতে জহির পানিতে অজ্ঞান হয়ে পড়ে গেলে তাকে পাথর দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতাল ও পরে সিওমেক হাসপাতালে এনে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকাবস্থায় পরদিন সন্ধ্যায় জহির মৃত্যু বরণ করেন। এ ঘটনায় তার ভাই জামিল উদ্দিন বাদি হয়ে দুইজনের নামোল্লে¬খ করে কানাইঘাট থানায় মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানী ও সাক্ষীদের জবানবন্দি শেষে দুই আসামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের উল্লিখিত সাজা ও অপর ৩ জনকে খালাস প্রদান করা হয়।
রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি এডভোকেট হুমায়ুন কবির বাবুল ও আসামী পক্ষে এডভোকেট সৈয়দ মহসিন আলী।