সেমিনারে বক্তারা ॥ কারিগরি শিক্ষায় সন্তানদের উদ্বুদ্ধ করতে অভিভাবকদের সচেতন হতে হবে

31

বাংলাদেশ কারিগরি শিক্ষায় অনেক পিছিয়ে আছে। বিশেষ করে কারিগরি শিক্ষায় সিলেট পিছিয়ে আছে অনেক। সিলেটের লোকদের কারিগরি শিক্ষায় উদ্বুদ্ধ করতে অভিভাবকদের প্রতি আহবান জানানো হয়। একজন অভিভাবকের সঠিক সিদ্ধান্তই পাল্টে দিতে পারে তার সন্তানের জীবন। বর্তমান প্রযুক্তির যুগে কারিগরি শিক্ষার বিকল্প নেই। গতকাল শনিবার ‘অর্থনৈতিক উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথাগুলো বলেন। স্কিলস এ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের (স্টেপ) অর্থায়নে সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটের হলরুমে স্কিলস কম্পিটিশন-২০১৫ উপলক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়।
সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ আবদুল হালিমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার এমডি আল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের (কারিকুলাম) পরিচালক আখতার হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাসান ইমাম। সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য দেন, ইন্সটিটিউটের উপাধ্যক্ষ শওকত হোসেন। প্রকৌশলী কাজি কামরুল ইসলাম ও প্রকৌশলী শাহেদার যৌথ পরিচালনায় সেমিনারে বক্তব্য দেন, সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক লায়েছ উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি