দক্ষিণ সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় প্রমোশন অব ওয়াটার সাপ্লাই স্যানিটেশন এন্ড হাইজিন ইন হার্ড টু রিচ এরিয়াস অব রুরাল বাংলাদেশ, স্থানীয় সরকারের নেতৃত্বে ওয়াশ স্থায়ীত্বশীলতা নিশ্চিতকরণ শীর্ষক উপজেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহ¯পতিবার সকাল ১১টায় উপজেলার সম্মেলন কক্ষে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ ও এনজিও ইরার সহযোগিতায়, এসডিসি’র অর্থায়নে, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইবাদত হোসেন’র সভাপতিত্বে, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ’র আঞ্চলিক ব্যাবস্থাপক খন্দকার মশিউর রহমান’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম। সভায় স্যানিটেশন এন্ড হাইজিন বিষয়ে ৪ টি ইউনিয়নের গত ৪ বছরের কার্যক্রম উপস্থাপন করেন এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ’র এডভোকেসী অফিসার আশিষ সরদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিমল চন্দ্র সিনহা, এনজিও ইরা’র নির্বাহী পরিচালক মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা জন স্বাস্থ্য সহকারী প্রকৌশলী মোঃ লায়েছ আহমদ তালুকদার, এনজিও ইরা’র নূরুল গণী নজরুল। সভায় আরও বক্তব্য রাখেন পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন, পুর্ববীরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সাধারণ স¤পাদক কাজী জমিরুল ইসলাম মমতাজ,পদ্মার নির্বাহী পরিচালক মোঃ সাজ্জাদুর রহমান, আরপিডাব্লিউ এর নির্বাহী পরিচালক মাওঃ নাজিম উদ্দীন, সাংবাদিক সোহেল তালুকদার, ডাঃ কামরুজ্জামান,উজানীগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর চক্রবর্তী, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ’র ইঞ্জিনিয়ার নাজমুল হোসেন, পিজুষ দাস, এনজিও ইরা’র আবুল কাশেম, সমাজসেবী মনোয়ার হোসেন মিন্টু, ইউপি সদস্যা মমতাজ খানম , মাসুক মিয়া সহ প্রমুখ।