সিলেট মহানগর শিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য আব্দুর রাজ্জাক বলেছেন, মেধাবীদের নিয়েই আগামীর সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিবির কাজ করছে। প্রাকৃতিক সম্পদে ভরপুর বাংলাদেশে মেধাবীদের অভাব নেই কিন্তু সৎ ও নৈতিকতা সম্পন্ন মানুষের বড়ই অভাব। তাই দুর্নীতি মুক্ত সুন্দর সমাজ ও দেশ গঠনে আজকের মেধাবীদের কোরআনের জ্ঞানে বলিয়ান হয়ে গড়ে উঠতে হবে। তিনি বলেন, ছাত্র শিবির শুধুই কোন সংগঠন নয় এটি একটি স্বাতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান। সৎ যোগ্য খোদাভীরু মানুষ তৈরী করাই শিবিরের লক্ষ্য। তিনি মঙ্গলবার সুনামগঞ্জ জেলা শিবির আয়োজিত এসএসসি দাখিল ফলপ্রার্থী কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
জেলা শিবির সভাপতি সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফিজ জাকির হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী মোতাজুল হাসান আবেদ, সিলেট ও সুনামগঞ্জ জেলা শিবিরের সাবেক সভাপতি ইসলামপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল, সুনামগঞ্জ পৌর জামায়াতের আমীর নুরুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন জেলা শিবিরের অফিস সম্পাদক জামাল উদ্দিন পারভেজ, সাহিত্য সম্পাদক জুবাইর আহমদ, স্কুল ও কলেজ কার্যক্রম সম্পাদক জুবায়ের আহমদ জুয়েল, প্রকাশনা সম্পাদক রেজাউল করিম। বিজ্ঞপ্তি