স্টাফ রিপোর্টার :
জিন্দাবাজারে ছাত্রদলের মিছিল থেকে গাড়ী ভাংচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে। এসময় পথচারি ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেক দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। পরে পুলিশ এগিয়ে এলে ছাত্রদল কর্মীরা পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের ২০/২৫ জন নেতাকর্মী নগরীর জিন্দাবাজার পয়েন্ট থেকে ঝটিকা মিছিল বের করে কয়েকটি গাড়ী ভাংচুর শুরু করে। মিছিলটি সিটি সেন্টারের সামনে আসা মাত্র পুলিশ পেছন থেকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে নেতা কর্মীরা পালিয়ে যায়। যাবার সময় পর পর ৩ টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গান পাউটার ছিটিয়ে গাড়ীতে আগুন দেয়ার চেষ্টা করে।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, গাড়ী ভাংচুর ও তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে ছাত্রদল। পুলিশের ধাওয়া খেয়ে তারা পালিয়ে গেছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।