চোরাই মালামালসহ দুই চোর আটক

39

স্টাফ রিপোর্টার :
নগরীর শাহজালাল উপশহর এলাকার একটি বাসায় স্বর্ণালংকারসহ ৫ লাখ টাকা চুরির অভিযোগে চোরাই কিছু মালামালসহ দুই চোরকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে দক্ষিণ সুরমা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হচ্ছে- হবিগঞ্জের বানিয়াচং থানার পাথারিয়া গ্রামের মৃত মোঃ সমির উদ্দিনের পুত্র বর্তমানে মোমিনখলা এলাকার বাসিন্দা বাদশা মিয়া (২২) ও কুমিল্লা জেলার কোতোয়ালী থানার খালিয়াজুরি গ্রামের মৃত ফজলু মিয়ার পুত্র বর্তমানে শিববাড়ী জৈনপুর একালার বাসিন্দা সুমন মিয়া ওরফে সুমন (২২)। পুলিশ এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি কম্বল,একটি দামী শাড়ী, ও চোরাই কাজে ব্যবহৃত একটি প্লাস ও ২টি স্লাই রেঞ্জ উদ্ধার করেছে। গতকাল মঙ্গলবার পুলিশ আটককৃতদের আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করে।
পুলিশ জানায়, ঝালকাটি জেলার নলছিটি থানার তিমিরকাটি গ্রামের মৃত আশ্রাফ আলী সিকদারের পুত্র মোঃ শামিমুল ইসলাম পরিবার নিয়ে নগরীর শাহজালাল উপশহর জি/৩ নং ব্লকের ৫৯ বাসায় ভাড়াটে হিসেবে বসবাস করে আসছিলেন। গত ১৮ ফেব্র“য়ারী দুপুর ১২ টার দিকে বাসায় তালা দিয়ে নিজ বাড়ি ঝালকাটিতে বেড়াতে যান। ওইদিন গভীর রাতে চোরেরা বাসার পিছনের জানালার রড ভেঙ্গে চোর চক্ররা ঘরে প্রবেশ করে আলমিরা, সকেস খোলে ৩টি মোবাইলসেট, বেশ কয়েক ভরি স্বর্ণালংকার, কম্বল ও দামী কাপড় চোপড়সহ ৪ লাখ ৯১ হাজার টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। পরদিন বাসার মালিক তার বাসার জানালা খোলা দেখতে পেয়ে শামিমুল ইসলামকে মোবাইলফোনে বিষয়টি জানান। এ খবর পেয়ে শামিমুল ইসলাম গত ২১ ফেব্র“য়ারী রাত ১০ টার দিকে বাসা এসে দেখেন তার ঘর থেকে চোর চক্র উল্লেখিত জিনিসপত্র নিয়ে গেছে এবং ঘরটি এলোমেলো ও তছনছ করা। এ ঘটনায় শামিমুল ইসলাম বাদি হয়ে তাদের বিরুদ্ধে শাহপরান থানায় একটি চুরির মামলা দায়ের করেন। নং- ১৩ (২১-০৪-১৫)।
মামলার তদন্তকারী কর্মকর্তা শাহপরান থানার এসআই মোঃ হেলাল উদ্দিন জানান, মামলার তদন্ত চলছে। ঘটনার সাথে জড়িত অপর আসামীদের শনাক্ত ও গ্রেফতার এবং চুরি যাওয়া অন্যান্য মালামাল উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে। তাদের বিরুদ্ধে আদালতে রিমান্ডের আবেদন জানানো হবে।