মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চলের উপ-পরিচালক জাহাঙ্গীর কবির আহমদ বলেছেন, শিক্ষা জাতির উন্নয়নের চাবিকাঠি। এর মাধ্যমে মানুষকে ব্যক্তিগত ও সমষ্টিগত ভাবে আলোকিত জীবন গঠনের পথ প্রশস্ত করে। উন্নত শিক্ষা আলোকিত মানুষ হিসেবে বেঁচে থাকার প্রেরণা যোগায়। বর্তমান সরকার সংখ্যাগত ও গুণগত মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষার আলো এখনও দেশের প্রতিটি ঘরে ঘরে পৌছেনি। তিনি আরো বলেন, শুধু জিপিএ ৫ পেলেই হবে না, প্রতিটি স্কুল থেকে শতভাগ পাশের হার নিশ্চিত করতে হবে। এই অঞ্চলের যে সকল বিদ্যালয়গুলো এখনো আধুনিক সুবিধা থেকে বঞ্চিত সেই বিদ্যালয়কে চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা কর্মকর্তাকে পরামর্শ দেন।
তিনি গতকাল ১৮ এপ্রিল শনিবার সকালে বালাগঞ্জ উপজেলার নাজিবারস্থ জয়বুননেছা গার্লস হাই স্কুলের মিলনায়তনে অনুষ্ঠিত ‘শিক্ষার গুণগত মান উন্নয়ন শীর্ষক’ এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। জয়বুননেছা গার্লস হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডাঃ আজির উদ্দিন আহমদ এর সভাপতিত্বে ও বালাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামের সঞ্চালনায় সমিনারে বিশেষ অথিতির বক্তব্য রাখেন, সিলেট জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম। আরও বক্তব্য রাখেন জয়বুননেছা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক এমরান আহমদ জায়গীরদার, মঙ্গলচন্ডি নিশিকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ হাসান, ছদরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দুলাল মিয়া, কুরুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধরনী কুমার চৌধুরী, নূর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হেলন বেগম প্রমুখ। এছাড়াও বালাগঞ্জ উপজেলাধীন সকল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ সেমিনারে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি