স্টাফ রিপোর্টার :
পয়লা বৈশাখ ঘিরে নগরীর চাঁদনীঘাট সংলগ্নস্থ সুরমার নদীর তীরে মেলার আয়োজন করেছিল সিটি করপোরেশন। বৈশাখের মেলা শেষ। তবে, এই মেলার নাম ভাঙিয়ে এখন চলছে জমজমাট জুয়া খেলা।
মেলা ঘুরে জানা গেছে, ৭ দিনের জন্য সুরমার তীরটি মেলার জন্য লিজ নিয়েছিলেন মতিন মিয়া নামে এক ব্যক্তি মেলায় প্রায় শতাধিক স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এসব স্টল থেকে অতিরিক্ত টাকা নিলেও মেলাতে তেমন লাভ হয়নি। মেলায় অংশ নেওয়া স্টলের ক্ষুদ্্র ব্যবসায়ীরাও এবার মেলায় বিক্রিভাট্টা ভালো করতে পারেননি। যে কারণে তারা ৭ দিনের আগেই মেলা ছেড়ে স্টল গুটিয়ে চলে যাচ্ছেন। কিন্তু লিজ গ্রহিতা মতিন মিয়া এখন মেলার নাম ভাঙিয়ে সন্ধ্যার পরই জুয়ার আসর বসাচ্ছেন। তার সঙ্গে আছেন ক্ষমতাসীন দলের পাতি নেতারা। তারাও এই জুয়ার আসরকে মদদ দিয়ে জমজমাট করার চেষ্টা করছেন। আর সিসিক কর্তৃপক্ষ এ ব্যাপারে নীরব ভূমিকায় রয়েছে। কারণ, সিসিকেরও দুএকজন এই মেলা থেকে ভাগ পাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
জুয়ার আসর বসানোর কথা স্বীকার করে মেলার লিজ গ্রহীতা মতিন মিয়া জানান, মেলায় জুয়া খেলার খবরটি সিসিক ও মিডিয়ায় জানাজানি হয়ে যাওয়া খুব চাপে রয়েছি। তাই খুব তাড়াতাড়ি মেলার স্টলগুলো ভেঙ্গে ফেলা হবে।
এ ব্যাপারে সিসিক’র প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব জানান, নিয়ম অনুযায়ী ৭ দিনের জন্য মেলা লীজ দেওয়া হয়েছে। এখন যদি জুয়া খেলা হয়, তবে দেখে ব্যবস্থা নেওয়া হবে।