হাবিপ্রবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ২, আশঙ্কাজনক ৬

20

500_77043কাজিরবাজার ডেস্ক :
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ছাত্রলীগের দু’গ্র“পের সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। নিহতরা হলেন- বিবিএ’র ছাত্র জাকারিয়া জাকি ও মাস্টার্স এর ছাত্র মিল্টন। এ ঘটনায় শিক্ষকসহ আহত হয়েছে আরো ১০ জন। আহতদের মধ্যে আরো ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ে ভেটেনারি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান চলাকালীন সময় এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় থেকে বিতারিত ছাত্রলীগের একটি গ্র“প রাত ৮টায়  বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পর শুরু হয় এ সংঘর্ষ। এ সংঘর্ষ চলে ১০টা পর্যন্ত।
পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে বিবিএ’র ছাত্র জাকারিয়া জাকি এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর মাস্টার্স এর ছাত্র মিল্টন নিহত হয়।
এ ঘটনায় আহত হয় শিক্ষক প্রফেসর ফজলুল হক, শিক্ষার্থী বজলুর রশিদ, জাহিদসহ কমপক্ষে ১০ জন। পরিস্থিতি এখনও থমথমে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে।
নিহতের ঘটনা স্বীকার করেছেন দিনাজপুর পুলিশ সুপার রুহুল আমিন।