নেছার আহমদ নেছার
আমরা খুঁজি সম্পদ স্বনির্ভর হতে
অথচ বিবেকহীনভাবে দলিত মথিত করি
কত সম্পদ পদপৃষ্ঠে, তছরূপ করি পরধন,
সরকারী সম্পদ-বেহায়া স্বার্থপরতার সহিত।
ধিক ওদের প্রতিপত্তি, ধিক ওদের
ক্ষণস্থায়ী ক্ষমতার দাপট।
চরম দারিদ্র্যতায় যখন জাতির কষ্ট বাড়ে
সেই দুর্ভোগ মুছবে কে?
দেখিনা সেই আন্তরিক বন্ধুটাকে
এগিয়ে আসতে দুহাত বাড়িয়ে
কষ্ট নিবারণে দুঃখী দারিদ্র মানুষের।
ক্ষমতার জৌলুস দেখিয়ে অহমিকা
অবৈধ প্রভাব খাটিয়ে শুধু অর্জন নিজের জন্য,
এরা কোনদিনই ভাবলোনা সুষম বন্টনে
সমস্ত উৎপাদনে গতিময় সমৃদ্ধি আসুক
জাতির জন্য, সকল মানুষের জন্য।
আমরা সকলের স্বনির্ভরতা চাই না
ব্যক্তিকেন্দ্রীক তৎপরতায় ধ্বংস হয়ে
যায় শত সম্ভাবনা-উন্নয়ন ও উৎপাদনের
শত কাংখিত বাসনা,
অকালে ঝরে যায় তান্ডবের তুফানে।
চির অবহেলিত মানুষ চোখ মেলে
ওদের পানে চেয়ে থাকে,
হতাশায় ব্যথা ও উপোষের কষ্ট বুকে নিয়ে।
জাতি স্বরূপে পৃথিবীর বুকে কখন হবে স্বনির্ভর?
প্রশ্ন ক্ষমতাবান রাজনৈতিক নেতাদের কাছে,
সীমিত সম্পদের স্বার্থক ব্যবহারে
কতটুকু আন্তরিক আজ তোমরা
প্রশ্ন ক্ষুধার্থ, গরীব ও মেহনতী মানুষের।
আর কতদূরে সেই পথ
যখন আমরা হবো স্বনির্ভর
সমগ্র দেশ হাসবে উন্নয়ন আর উৎপাদনের
নির্মল আনন্দে, থাকবে না লুটপাট আত্মসাৎ।