সিলেট জজ কোর্টের সদর সাব রেজিষ্ট্রার অফিসে দলিল রেজিষ্ট্রার করা নিয়ে বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি সিলেট জেলা শাখার সদস্যদের সাথে সাব রেজিষ্ট্রারের বাকবিতন্ডা ও উক্তেজনার ঘটনা ঘটেছে। বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি সিলেট জেলা শাখার সদস্যদের মোসাবিদা দলিল রেজিাষ্ট্রি করতে সাব রেজিষ্ট্রার সদর অনীহা প্রকাশ করলে গতকাল বৃহস্পতিবার বেলা ২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এঘটনা ঘটে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল ও সমাবেশে মিলিত হন।
প্রতিবাদ সভায় সমিতির সভাপতি বাবু শ্রী দিলীপ চন্দ্র দেব চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সদস্য মঈন উদ্দিন আহমদ, মো. দেলোয়ার হোসেন, রকিব আলী খান, জিয়াউর রহমান, ইকবাল হোসেন আফাজ, আব্দুল রহমান আফজাল প্রমুখ। সভায় বক্তারা বলেন, অবিলম্বে সাব রেজিস্ট্রার সদর এবং জেলা রেজিস্ট্রার সিলেট এর অন্যায়, বে-আইনী ও অসৌজন্যমূলক আচরণের জন্য আপসারণ করতে হবে। এ ব্যপারে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি