সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্র প্রধান ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের গভর্ণর মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের অর্থায়নে পোষাক বিতরণ করা হয়েছে। ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের বাস্তবায়নে বাংলাদেশের দরিদ্র শিশুদের পোষাক বিতরণ প্রকল্পে ৫০হাজার শিশুদের মধ্যে পোষাক বিতরণ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ৯ এপ্রিল বৃহস্পতিবার ১নং জালালাবাদ ইউনিয়নে সহস্্রাধিক শিশু শিক্ষার্থী ও বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে পোষাক বিতরণ অনুষ্ঠিত হয়। কয়েত জয়েন্ট রিলিফ কমিটি বাংলাদেশ অফিসের প্রতিনিধি ফয়সল আহমদের মাধ্যমে ও সংযুক্ত আরব আমিরাত রেড ক্রিসেন্ট এর ব্যবস্থাপনায় জালালাবাদ আজিজিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার স্থানীয় মাদ্রাসার মুহতামিম নুরুল ইসলাম। প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে পোষাক বিতরণ করেন কয়েত জয়েন্ট রিলিফ কমিটি বাংলাদেশ অফিস এর প্রতিনিধি ফয়সল আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সর্ব পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী আব্দুল মান্নান জালালাবাদী, রায়েরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রহমাত উল্লাহ, বাছাইর পার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বেলা রাণী দাশ, মুজিবুর রহমান, হাফিজ আব্দুল কুদ্দছ, মাওলানা হাফিজ আব্দুর রব, মাওলানা নুর উদ্দিন, মাওলানা হাফিজ ফয়জুর রহমান, মাওলানা আজাদুর রহমান, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা সাজ্জাদুর রহমান প্রমুখ। এলাকার সহস্্রাধিক ছাত্র-ছাত্রীর হাতে প্যান্ট-শার্ট, পায়জামা-পাঞ্জাবী ও মেয়েদেরকে সেলোয়ার কামিজ বিনামূল্যে প্রদান করা হয়। এদিকে গত ৪এপ্রিল হাটখোলা ইউনিয়নের রাজারগাঁও মাদ্রাসায় পোষাক বিতরণ অনুষ্ঠিত হয়। ইউনিয়নের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থীদের মধ্যে পোষক প্রদান করা হয়। বিজ্ঞপ্তি