দক্ষিণ সুনামগঞ্জের আক্তাপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড

50

Pic-South Sunamgonj, 06.04.2015 (02)দক্ষিণ থেকে সংবাদদাতা :
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আক্তাপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড, ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গত শনিবার দিবাগত রাত কালবৈশাখী ঝড় আঘাত আনলে মাদ্রাসার ১ শত ফুট দীর্ঘ দালানের টিনসেড চাল স¤পূর্ণ রূপে দুমড়ে মুচড়ে উড়িয়ে নিয়ে যায়।
সরেজমিনে সোমবার বিকাল ২টায় উপজেলার আক্তাপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় গিয়ে দেখা যায়, ১ শত ফুট দীর্ঘ ৪টি ক্লাসরুমের টিনসেড চাল স¤পূর্ণ রূপে দুমড়ে মুচড়ে উড়িয়ে নিয়ে মাদ্রাসার মাঠে ফেলে দেয়। এ কালবৈশাখী ঝরে প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে মাদ্রাসার।
এ ব্যাপারে আক্তাপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা অধ্যক্ষ মাওঃ মঈনুল হক এ প্রতিবেদককে বলেন, গত শনিবার রাতে কালবৈশাখী ঝড় আঘাত আনলে মাদ্রাসার ১ শত ফুট দীর্ঘ দালানের টিনসেড চাল স¤পূর্ণ রূপে দুমড়ে মুচড়ে উড়িয়ে নিয়ে মাদ্রাসার মাঠে এনে ফেলে প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়ে। এখন আমাদের ছাত্রছাত্রীদের পাঠদান করাতে খুব কষ্ট হচ্ছে।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইবাদত হোসেন এ প্রতিবেদককে বলেন, আমি খবর পেয়েছি তবে পরিদর্শনে যাব এবং উপজেলার বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি।