সাহিত্য সংস্কৃতি কর্মীদের সভায় বক্তারা ॥ নজরুল একাডেমীকে সিলেটবাসীর হৃদয় থেকে উচ্ছেদ করা যাবে না, ৭ দিনের কর্মসূচি ঘোষণা

72

Nazrul Academiসিলেটের সাহিত্য ও সংস্কৃতি কর্মীদের শীর্ষস্থান নজরুল একাডেমীকে অবৈধভাবে উচ্ছেদ প্রচেষ্টার প্রতিবাদে নজরুল একাডেমীর আহ্বানে সিলেটের বিশুদ্ধ সাহিত্য সংস্কৃতি কর্মীদের এক জরুরী সভা গতকাল ২৯ মার্চ রবিবার অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, নজরুল একাডেমী ছিল, আছে এবং থাকবে। কূটচাল চালিয়ে কোন অপশক্তিই একাডেমীকে উচ্ছেদ করতে পারবে না ও ভূমি দখল করতে পারবে না। বক্তারা বলেন, সময়ের পরিক্রমায় আজ সুরের বুলবুল আর ভূমিখেকো অসুর জামায়াত মুখোমুখি। তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে সিলেটের ঐতিহ্যবাহী এ সাংস্কৃতিক পরিমন্ডলকে রক্ষায় দুর্বার আন্দোলন গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
রবিবার বিকেলে একাডেমীর মিলনায়তনে সিলেটের সর্বস্তরের সাংস্কৃতিক, সাহিত্য ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা আরো বলেন, সিলেটের ভূমিখেকো চক্র সর্বদাই চিহ্নিত। তারা নানা কূট কৌশলে দেবোত্তর সম্পত্তি সহ প্রগতিশীল চর্চার স্থানগুলোকে বিভিন্নভাবে জবরদখল ও আত্মসাতের পাঁয়তারায় লিপ্ত। এরই ধারবাহিকতায় নজরুল একাডেমীও আজ হুমকির সম্মুখীন। বক্তারা কবি নজরুলের আদর্শ ও চেতনায় উজ্জীবিত হয়ে সকলকে এ একাডেমী রক্ষায় এগিয়ে আসার আকুল আহ্বান জানান। সভায় একাডেমী রক্ষায় সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে ৩১ মার্চ প্রিন্ট মিডিয়া, ইলেক্ট্রনিক্স মিডিয়া ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়, ১ এপ্রিল রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়, ২ এপ্রিল জনপ্রতিনিধি, পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময়, ৩ এপ্রিল সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময়, ৪ এপ্রিল মানববন্ধন, ৫ এপ্রিল জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান।
নজরুল একাডেমীর সভাপতি সৈয়দ মিসবাহ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার আরশ আলী, জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আহমদ, জেলা বারের সভাপতি এ কে এম শফিউল আলম, সাধারণ সম্পাদক অশোক পুরকায়স্থ, সাবেক জেলা বারের সভাপতি ই. ইউ. শহিদুল ইসলাম শাহীন, জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ, সুজনের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, উদীচীর সভাপতি এ কে শেরাম, নাট্য ব্যক্তিত্ব নিরঞ্জন দে যাদু, শামসুল বাছিত শেরো, আমিনুল ইসলাম লিটন, নিলাঞ্জনা দাস টুকু, সিলেট সাহিত্য পরিষদের সভাপতি পুলিন রায়, সমাজসেবী ড. নেছার আহমদ কাওসার।
এছাড়াও উপস্থিত ছিলেন, নজরুল একাডেমীর নির্বাহী সদস্য আহমদ জুলকারনাইন, মাহবুব চৌধুরী, ফখরুল ইসলাম, আমিনুল ইসলাম আমিন, এডভোকেট মোঃ কবির আহমদ বাবর, এডভোকেট রেজাউল করিম খান, কুমার গণেশ পাল, মোঃ লায়েক আহমদ, মোঃ মাহমুদুল হোসেন, আমিন আহমদ, সুকোমল সেন, এম ফয়ছাল আহমদ মিঠু, জুবায়ের আহমদ, অপু দাস, বিমল কর, সৌমেন্দ্র সেন মিহির, স্বপন বর্মন, কামরুল ইসলাম জুয়েল, ফাতেমা সুলতানা অন্যা, শান্তনু সেন, মোঃ নজরুল ইসলাম শিপার, শিব্বির আহমদ, দেবব্রত চৌধুরি লিটন, বশির আহমদ জুয়েল, সাইফুল আরেফিন লিমন, মোঃ কালা মিয়া, মোঃ তাহের আহমদ, মোঃ আব্দুস সামাদ, সৈয়দ সাইমম আনজুম ইভান, প্রণব কান্তি দেব, মোহাম্মদ বাদশা গাজী, দেবাশীষ দেবু, শংকর দাস, আলিমউদ্দিন আলম, কামরুল হক জুয়েল, হাবিবা ফেরদৌস বিনতু। বিজ্ঞপ্তি