কাজিরগাঁও জালালীয়া দাখিল মাদরাসার ৩৫ বছর উদযাপন ॥ সৎ নেতৃত্বের বিকাশ সাধনে মাদরাসা শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে

44

Ashfak Chairman 28 (2)সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন, শিক্ষা মানুষের জীবনকে পরিপূর্ণ ও পরিপক্ক করে গড়ে তোলে। জীবনের সফলতার জন্য শিক্ষার কোন বিকল্প নেই। সমৃদ্ধ জাতি ও সৎ নেতৃত্বের বিকাশ সাধনে মাদরাসা শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পশ্চিমা সংস্কৃতির অনৈতিক মরণ ছোবল থেকে এদেশের তরুণদের রক্ষা করতে ইসলামী শিক্ষা ব্যবস্থাকে জোরদার করতে হবে। এর মাধ্যমে মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত হয়। তিনি বলেন, আলোকিত মানুষ তৈরীর কারখানা এসব ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পৃষ্ঠপোষকতায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। শিক্ষাবন্ধব প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার সাধারণ শিক্ষার পাশাপাশি মাদরাসা শিক্ষা গুণগত মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।
তিনি গতকাল ২৮ মার্চ শনিবার লন্ডন প্রবাসী মোঃ শাহানুর ও সাহাদাত হোসেন চৌধুরী এর তত্ত্বাবধানে সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের কাজিরগাঁও জালালীয়া দাখিল মাদরাসার ৩৫ বছর পূর্তি উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। জালালীয়া দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা হাজী মোঃ মর্ত্তুজা আলীর সভাপতিত্বে ও মাওলানা ওলিউর রহমান এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়, মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল ইসলাম টুনু মিয়া। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ হাফিজ উদ্দিন। বক্তব্য রাখেন লন্ডন প্রবাসী নূর মোহাম্মদ, উদযাপন কমিটির আহবায়ক মাওলানা মোঃ আতিকুর রহমান, সদস্য সচিব মাওলানা মোঃ তাজ উদ্দিন, শাহদাত আহমদ প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছাত্র আনোয়ার হোসেন। শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুর রকিব। বিজ্ঞপ্তি