আ’লীগ নেতা বিজিত চৌধুরীর মাতৃবিয়োগ

52

মহানগর আ’লীগ নেতা বিজিত চৌধুরীর মা রেনুকা চৌধুরী (৮৮) মৃত্যুবরণ করেছেন। শনিবার সন্ধ্যায় নগরীর একটি ক্লিনিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ২ মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বড় ছেলে নিশিত চৌধুরী পূবালী ব্যাংকের ডিজিএম ছিলেন। মেজ ছেলে মহানগর  আ’লীগ নেতা বিজিত চৌধুরী এবং ছোট ছেলে শংকর চৌধুরী মদন মোহন কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ও বাকিরা বিভিন্ন অফিসে কর্মরত রয়েছেন।
শনিবার সন্ধ্যায় রেনুকা চৌধুরী মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে সিলেটের গণ্যমান্য ব্যক্তিরা তাঁর বাসায় জড় হন। এর মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সাবেক সিলেট সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, মদন মোহন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ, উপাধ্যক্ষ অধ্যাপক রফিকুল ইসলাম, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ সুজাত আলী রফিক, মদন মোহন কলেজের অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, অধ্যাপক মুবাশ্বির আলী, কেন্দ্রীয়  স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুব্রত ভট্টাচার্য, এড. কিশোর কুমার কর, সাবেক কাউন্সিলর এড. প্রদীপ ভট্টাচার্য, জগদিশ দাশ, ফয়জুল আনোয়ার আলাওর, অধ্যাপক আহমদ হোসেন, রাজনীতিবিদ মাহবুব চৌধুরী, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অধ্যাপক প্রনব কান্তি দেব প্রমুখ।
এদিকে রেনুকা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন- অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি ধীরাজ মধাব চক্রবর্তী মানস, সাধারণ সম্পাদক অসিত ভট্টাচার্য, মহানগর সভাপতি এড. মৃত্যুঞ্জয় চক্রবর্তী ভোলা, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দে, পুজা উদ্যাপন পরিষদ জেলা শাখার সভাপতি- এড. নিরঞ্জন কুমার দে, সাধারণ সম্পাদক অধ্যাপক রজত ভট্টাচার্য, মহানগর সভাপতি বিমান চন্দ্র দাস, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত প্রমুখ।
এছাড়া অন্যান্যের মধ্যে শোক প্রকাশ করেন- জাহাঙ্গির আলম, ধ্র“বরাজ চৌধুরী, পিনাক চৌধুরী, আবু তাহের প্রিন্স, দীপক দেবনাথ, মতিউর রহমান, দেবব্রত দেব, কাউন্সিলর দিবা রাণী দে বাবলি, নাট্যজন অরিন্দম দত্ত চন্দন, সমাজসেবী দেবাশীষ দে বাসু, এড. বিজয় কৃষ্ণ বিশ্বাস, অধ্যাপক কৃষ্ণপদ সূত্রধর, আ’লীগ নেতা এ কে হাসান জেবুল, অধ্যাপক অনবীর রায়।
শোক বার্তায় তাঁরা রেনুকা চৌধুরীর বিদেহী আত্মার মঙ্গল এবং শোকসন্তপ্ত পরিবারের শান্তি কামনা করেন। বিজ্ঞপ্তি