জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং ২২তম জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে জাতীয় সাংস্কৃতিক বাছাই প্রতিযোগিতা-১৫ গতকাল বুধবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় সাংস্কৃতিক বাছাই প্রতিযোগিতা-১৫ এর শুভ উদ্বোধন করেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সিলেট জেলার প্রধান উপদেষ্টা ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন- বঙ্গবন্ধুর সুযোগ্য নেতৃত্বের ফলেই আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমরা স্বাধীনতার সুফল ভোগ করতে পারছি। একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আমাদের সাফল্য এবং অর্জন অনেক। এদেশের উন্নয়ন ও অগ্রগতি বিশ্বের বিভিন্ন দেশের কাছে রোলমডেল। তিনি আরো বলেন- তবে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন তা এখনো পুরো বাস্তবায়িত হয়নি। তাই স্বাধীনতার এ মাসে আমাদেরকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে। সোনার বাংলা গড়ার কারিগর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় নিতে হবে।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সিলেট জেলার আহবায়ক ফয়সল আহমদের সভাপতিত্বে ও জেলার সদস্য সচিব মো. রশিদুল ইসলাম রাশেদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মহানগরের যুগ্ম আহবায়ক পিংকু ধর। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সিলেট মহানগরের পৃষ্ঠপোষক অধ্যাপক আবু হোসেন চৌধুরী, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাংগঠনিক সম্পাদক আফসর আজিজ, আর্ন্তজাতিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন মহানগর শাখার আহবায়ক আলী আশফাক, জেলা যুগ্ম আহবায়ক রুহুল আলম চৌধুরী উজ্জ্বল, শেখ তোফায়েল আহমদ সেপুল, রুহুল আমিন, আহমদ হোসেন খান, জেলার সদস্য এমরানুর রহমান ইমরান, শাহ জুনেদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এম নিজাম উদ্দিন, জেলার যুগ্ম আহবায়ক মশাহিদ আলী, মহানগরের সাবেক সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন, সদস্য আব্দুল গাফফার রাজু, বদরুল ইসলাম, ইসলাহ উদ্দিন মাহবুব, সামাদুল কমর লিটন, ফারুক আহমদ, আশফাকুর খোকন, মোস্তফা উল্লাহ, লাহিন আহমদ, জাবের শিব্বির, ইশতিয়াক চৌধুরী, জাবেদ আহমদ, রিপন দেবনাথ, দক্ষিণ সুরমা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিমেল, সদর শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক শুভ পাল, ১৫ নং ওয়ার্ড সভাপতি সাহিদুল হক রাসেল, সহ-সভাপতি এম.এ তামিম প্রমুখ। বিজ্ঞপ্তি