সিলেট নগরীর শাহী ঈদগাহ হযরত শাহ মীর (র:) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর মেধাবী ছাত্র আবু সাইদের খুনীদের ফাঁসির দাবিতে গতকাল ২৪ মার্চ মঙ্গলবার বাদ আছর নগরীর কোর্ট পয়েন্টে মাদানী কাফেলা বাংলাদেশের উদ্যোগে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মাদানী কাফেলার সভাপতি মুহাম্মদ রুহুল আমীন নগরী সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, সাংগঠনিক সম্পাদক হাফিজ শাহীদ আহমদ হাতিমীর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান।
মানব বন্ধনে বক্তারা বলেন, নিষ্পাপ শিশু সাঈদকে হত্যা করে যে ন্যাক্কারজনক ঘটনার সৃষ্টি হয়েছে তা সিলেটবাসী মেনে নিতে পারছেননা। পুণ্যভূমি সিলেটে যারা এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদেরকে প্রকাশ্যে আইনে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দুষ্কৃতিকারীদের ৪০ দিনের মধ্যে ফাঁসির দাবী জানিয়ে বক্তরা বলেন, সাঈদ হত্যা সিলেটের কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। যদি অবিলম্বে খুনীদের ফাঁসি দেয়া না হয় তাহলে সিলেটের শান্ত পরিবেশ উত্তপ্ত হয়ে উঠবে। শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে প্রয়োজনে নতুন আইন প্রণয়ন করতে হবে। দেশের কোথাও আজ নিষ্পাপ শিশু থেকে আবাল বৃদ্ধা বণিতা কেউই নিরাপদ নন। এভাবে একটি স্বাধীন দেশ চলতে পারেনা। স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা বিধানে প্রয়োজনে নতুন আইন প্রণয়ন করতে হবে। স্কুল ছাত্র আবু সাঈদের খুনীদের অবিলম্বে ফাঁসি দিতে হবে। একই সাথে কানাইঘাটের মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান হত্যাকান্ডের খুনীদের গ্রেফতারের ও খুনীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানানো হয়।
মামুনুর রশীদ চৌধুরীর কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী ঐক্যজোট সিলেট জেলা সভাপতি মাওলানা আছলাম রহমানী, বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ (তৃণমূল) এর সভাপতি আলহাজ্ব আখলাক আহমদ চৌধুরী, সিলেট জেলা ওলামাদ দলের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা রমিজ উদ্দিন, বিশিষ্ট মুহাদ্দিস এমাদ উদ্দিন, মাওলানা আব্দুস শাকুর, ছাত্রনেতা এম. বেলাল আহমদ চৌধুরী, মুসলিম যুব ফোরামের সভাপতি মাওলান রেজওয়ান আহমদ, সেক্রেটারী সৈয়দ উবায়দুর রহমান, মাওলানা আফজল হোসেন খান, বিশিষ্ট লেখক-গবেষক শামশীর হারুনুর রশীদ, মাওলানা ইমরান, মাওলানা আবু খয়ের, মাওলানা মাহদী হাসান মিনহাজ, হাফিজ জাহেদ আহমদ, ছাতক মিডিয়ার পরিচালক মাওলানা সিরাজুল ইসলাম, জৈন্তা মিডিয়ার পরিচালক এম. ইমাম উদ্দিন, সিলেট মিডিয়ার মিসবাহ মঞ্জুর, আবু হানিফা, আব্দুল মালেক খাদেম প্রমুখ। বিজ্ঞপ্তি