বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেছেন, প্রবাসীদের অর্থায়ন ও সহযোগিতায় দেশের অসহায়দের কল্যাণ সাধন হচ্ছে। সমাজের গরীব অসহায়দের কল্যাণে এগিয়ে আসা আমাদের সকলের দায়িত্ব। সমাজের দায়বদ্ধতা থেকে মুক্তি পেতে জনকল্যাণে অংশ নেয়া প্রয়োজন। প্রবাসীদের অর্থায়নে দেশের মাটিতে অনেকাংশে উন্নয়ন হচ্ছে। প্রবাসীদের কথা বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। গত বুধবার বিশ্বনাথের মঙ্গলগিরি এলাকায় গ্রেটার লামাকাজী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে চক্ষু শিবিরের ৩য় ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা গুলো বলেন। গ্রেটার লামাকাজি ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ.কে’র প্রতিষ্ঠাতা সভাপতি হিরন মিয়ার সভাপতিত্বে ও এনামুল হক এনাম মেম্বারের পরিচালনায় মঙ্গলগিরি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত চক্ষু শিবির অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ কমিটির সাবেক সভাপতি ডা. শাহনুর হোসাইন, সাবেক সহ-সভাপতি হাজী শামসুদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী কদর উদ্দিন, ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সাবেক প্রচার সম্পাদক ফয়ছল আহমদ, সাবেক যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন খাঁন পংকী, বিশিষ্ঠ মুরব্বী পীর ইদ্রিছ আলী। কছির মিয়া ও শাহীন মিয়ার অর্থায়নে এবং বার্ড চক্ষু হাসপাতালের সহযোগিতায় চক্ষু শিবির অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সদস্য রেজজাদ আহমদ, মোহাম্মদ আলী দিলওয়ার, আবেদুর রহমান আছকির, মো. কামাল আহমদ, মো. একরাম হোসেন, হোসাইন আহমদ, মঙ্গলগীরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রতীকান্ত তালুকদার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. ইকবাল আহমদ। বিজ্ঞপ্তি