দিরাই থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের দিরাই উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটির উদ্যোগে গতকাল শনিবার দুপুরে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সাবেক মন্ত্রী দিরাই-শাল্লার সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ভাটি অঞ্চলের একটি শিক্ষা প্রতিষ্ঠান শতবছর অতিক্রম করা গর্বের বিষয়। আমরা সে গর্বের অংশীদার হতে চাই। আমাদের ভবিষৎ প্রজন্মের জন্য আমরা একটি ভালো জিনিস রেখে যেতে চাই। দিরাই উচ্চ বিদ্যালয়ের শতবর্ষের অনুষ্ঠান উপলক্ষে উপজেলা সদরে আলোক সজ্জা করা হবে। সে আলোক সজ্জা হবে সকল অন্ধকারের বিরুদ্ধে। এ সময় উপস্থিত ছিলেন, ওমর খৈয়াম, শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক ও দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, দিরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলতাফ হোসেন, শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক আলতাব উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশুতোষ দাস, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক একে কুদরত পাশা, সহ সাধারণ সম্পাদক সরদার মুজাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক সৈদুর রহমান তালুকদার, প্রেসক্লাব অপরাংশের সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন প্রমুখ।