কানাইঘাটে দিনমজুরের বসত ঘর পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ

41

Fire homeকানাইঘাট থেকে সংবাদদাতা :
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত শুক্রবার প্রতিপক্ষের লোকজন কানাইঘাট পৌরসভার রামপুর গ্রামের দিনমজুর জালাল উদ্দিন (৫০) এর টিন সেটের বসত ঘর, ১টি গরু ঘর ও খড়ের ঘরে অগ্নি সংযোগ করেছে। অগ্নিকান্ডে দরিদ্র জালাল উদ্দিনের বসত ঘর সহ ২টি ঘর সম্পূর্ণ পুড়ে গিয়ে ঘরের সমস্ত মালামাল সহ আশপাশের ফসলাদির গাছ পালা পুড়ে প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। এ ঘটনায় জালাল উদ্দিন বাদী হয়ে তার বসত ঘরে অগ্নি সংযোগের ঘটনায় একই গ্রামের মৃত আছদ্দর আলীর পুত্র আব্দুশ শুকুর (৫০) তার পুত্র আব্দুল মতিন (২২) ও আলী আহমদ (২৫) কে আসামী করে গত শুক্রবার রাতে কানাইঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে থানার এসআই তাপস ঘটনস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতি নির্ধারন সহ মামলার অভিযুক্ত আসামীদের আটক করতে তাদের বাড়ীতে তল্লাশী চালিয়ে কাউকে পাননি। অভিযোগ থেকে জানা যায়, জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে দিন মজুর জালাল উদ্দিন (৫০) এর সাথে আব্দুশ শুকুর গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে কান্না জড়িত কন্ঠে জালাল উদ্দিন স্থানীয় সাংবাদিকদের জানান।