সামাজিক ও মানবিক সেবায় আরো একটি বড় দৃষ্টান্ত স্থাপন করলো পূবালী ব্যাংক লিমিটেড। গত শুক্রবার সন্ধ্যায় নগরীর পুরানলেনস্থ ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে সিলেট ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ এম.এ. রকিবের হাতে এক কোটি এগারো লক্ষ পয়ঁত্রিশ হাজার টাকার চেক প্রদান করেন পূবালী ব্যাংক এর চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন। ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা ও সভাপতি সিলেটের বিশিষ্ট চিকিৎসক ডা. এম এ রকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. মোর্শেদ আহমদ চৌধুরী, পূবালী ব্যাংকের পরিচালক মনির উদ্দিন আহমদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আব্দুল হালিম চৌধুরী। সমিতির যুগ্মসাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ গিয়াস উদ্দিন, পবিত্র গীতা পাঠ করেন অরূপ শ্যাম বাপ্পী। স্বাগত বক্তব্যে ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক লোকমান আহমদ আটশত জন জীবন সদস্য ও হাসপাতাল প্রতিষ্ঠা থেকে শুরু করে ত্রিশ বছরে দ্রুত থেকে দ্রুততর চিকিৎসা কল্যাণের যাত্রায় অনেকের কথাই স্মরণ করে এ বৃহৎ অনুদান প্রদান করায় পূবালী ব্যাংক কর্তৃপক্ষকে সিলেটবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হাফিজ মজুমদার তার বক্তব্যে বলেন, জীবনের শেষ অংকে এসে একই মঞ্চে মিলিত হতে পেরে আমি আনন্দিত। মানুষের জন্য কাজ করে যারা জীবনকে ধন্য করেছেন তাদের স্মরণ করার শিক্ষা অতিব জরুরী। সামাজিক দায়বদ্ধতার কর্মসূচীর অংশ হিসেবে দেশের ব্যাংকিং সেক্টর বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে অনুদান প্রদান করছে। এরই ধারাবাহিকতায় সিলেট ডায়াবেটিক হাসপাতালের উন্নয়নে পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদ সর্বসম্মতভাবে এই অনুদান দিলো, যাতে করে সেবামূলক এসব প্রতিষ্ঠানে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায়। তিনি বলেন, আমাদের দেশে অসহায় মানুষগুলো উন্নত চিকিৎসার জন্য যাতে করে অন্য দেশে না যান, সেই লক্ষ্যেই দেশে উন্নত চিকিৎসা নিশ্চিত করার প্রয়াস চালাচ্ছি আমরা। এতে করে দেশের টাকা দেশের থাকবে। দেশের অর্থনীতি আরো সমৃদ্ধ হবে।তিনি এ সময় রসিকতা করে বলেন আপনারা আনুষ্টানিকতার আয়োজন করে আমাদের দূরে টেলে দিচ্ছেন, আগামীতে মানব কল্যাণে আমাদের এ রকম সহযোগীতা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে ডা. এম এ রকিব বলেছেন, এই সহযোগিতার মধ্য দিয়ে পূবালী ব্যাংক ডায়াবেটিক হাসপাতালের এক পরম বন্ধুতে পরিণত হলো। এই হাসপাতালে একটা ভরসা স্থলে পরিণত হলো এই ব্যাংক। তিনি এজন্য পূবালী ব্যাংক কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। এসময় আরো উপস্থিত ছিলেন, ব্যাংকের পরিচালক আহমদ শফি চৌধুরী, পরিচালক কবিরুজ্জামান ইয়াকুব, পরিচালক আজিজুর রহমান, প্রিন্সিপাল অফিসের জিএম আবু হাবিব খায়রুল কবির, ব্যাংকের ডিজিএম এ এফ সিরাজুল ইসলাম, ডিজিএম আহমেদ এনায়েত মঞ্জু ও ডিজিএম মশিউর রহমান খান, শাবিপ্রবির সাবেক রেজিস্ট্রার জামিল আহমদ চৌধুরী, চেম্বারের সভাপতি সালাউদ্দিন আলী আহমদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট চেম্বারের সাবেক প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরী, ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি মোঃ শামসুল আলম চৌধুরী, ডাঃ মোঃ আলতাফুর রহমান, যুগ্ম কোষাধ্যক্ষ শিবব্রত ভৌমিক চন্দন, সমিতির সদস্য আ.ন.ম. শফিকুল হক, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মোঃ ছালিকুর রহমান চৌধুরী, মোঃ মুজিবুর রহমান শওকত, সাংবাদিক আফতাব চৌধুরী, মোঃ জামাল ইয়াকুব, সাংবাদিক সৈয়দ সুজাদ আলী, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এ জেড মাহবুব আহমদ, আবাসিক চিকিৎসক ললিত মোহন নাথসহ হাসপাতালের ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে হাফিজ আহমদ মজুমদার, মনির উদ্দিন আহমদ, আব্দুল হালিম চৌধুরী, আহমদ শফি ও কামরুজ্জামানকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি