দক্ষিণ সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
দক্ষিণ সুনামগঞ্জে ছালেহা খাতুন জামে মসজিদ প্রতিষ্ঠার জন্য এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ২টায় উপজেলার জয়কলস ইউনিয়নের উজানীগাও গ্রামে বিশিষ্ট মুরব্বী হাজী আয়াজ আলী’র সভাপতিত্বে, জয়কলস ইউনিয়নের বিবাহ এন্ড তালাক রেজিষ্ট্রার ও দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সাধারণ স¤পাদক কাজী এম এম জমিরুল ইসলাম মমতাজে’র পরিচালনায় সভায় দানবীর লন্ডন প্রবাসী নানু খানের অর্থায়নে তার নিজস্ব জায়গায় উজানীগাও কাজী বাড়ীর পার্শ্বে তাহার মাতা লন্ডন প্রবাসী ছালেহা খাতুন নামে জামে মসজিদ নির্মাণ করার জন্য গ্রামবাসীর কাছে প্রস্তাব পেশ করেন। উপস্থিত সকলেই তাহার প্রস্তাব গ্রহল করে ধন্যবাদ জানান।
এ সময় গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন-লন্ডন প্রবাসী নানু খানের মাতা লন্ডন প্রবাসী ছালেহা খাতুন, দুলাল খান, মুক্তা বেগম, তসলিমা বেগম, উজানীগাঁও জামে মসজিদের খতিব ও ইমাম হাফিজ মাওঃ রশিদ আহমদ, দক্ষিণ পাড়া মসজিদের ইমাম মাওঃ ওসিউর রহমান, মাঝপাড়া মসজিদের ইমাম মাওঃ আজিজুল হক, বাস স্ট্যান্ড মসজিদের ইমাম মাওঃ এনামুল হক, মাওঃ যুবায়ের আহমদ, মৌলভী শফিক আহমদ, আব্দুল মুগ্নী, আপ্তাবুন্নবী, ছালেহ আহমদ লিটন, আব্দুল করিম, আব্দুল জলিল, আবুল কালাম, নুর হোসেন, ছমির উদ্দীন, শরিফ উদ্দীন সহ প্রমুখ।