আব্দুল হাকিম রাজ, মৌলভীবাজার থেকে :
মৌলভীবাজারের রাজনগরে সন্ত্রাসীদের হামলায় আহত কাঠমিস্ত্রি মতছির আলী (৪০) অবশেষে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এম,এ,জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। ঘটনার পরপর স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসীর সহায়তায় ২ সন্ত্রাসীকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করলেও বাকিরা পলাতক রয়েছে। এদিকে মতছিরের মৃত্যুর সংবাদ এলাকায় পৌছার পর তার বাড়িতে চলছে শোকের মাতম। পিতৃহারা অবুঝ ৫ সন্তানের আহাজারি যেন থামাবার সাধ্য কারো নেই। সরেজমিন ঘুরে এলাকাবাসীর সাথে আলাপকালে জানা যায়, উপজেলার চোয়াবালী গ্রামের মৃত আরিফ উল্যার পুত্র মতছির আলী পেশায় একজন কাঠমিস্ত্রি। জন্মের পর থেকে কারো সাথে কখনো কোন ঘটনা নিয়ে মারামারি, কথা কাটাকাটি না হওয়ায় ভালো মানুষ হিসাবে এলাকায় তার সুখ্যাতি রয়েছে। এদিকে তার উপর হামলাকারী একই গ্রামের নুনু মিয়ার পুত্র জুনাব আলী (২৮) মনছফ আলী (১৯) ও বাতির মিয়ার পুত্র ছাবির মিয়া (৩৯) সিজিল মিয়া (২৭) এর বিরুদ্ধে গ্রাম-গঞ্জে মোবাইল চুরি থেকে শুরু করে গরু-মহিষ চুরির অনেক অভিযোগ পাওয়া যায়। গত ১২ মার্চ বেলা ২টায় মতছির আলী তার ফার্ণিচারের দোকানের কাঠ আনতে ছমরুদ্দিন মিয়ার সমিলে গেলে একটি টর্চ লাইট চুরির ঘটনা নিয়ে জুনাব আলীর সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির কিছুক্ষণ পর সন্ত্রাসী জুনাব আলী তার ছোট ভাই মনছফ আলী, ছাবির মিয়া, সিজিল মিয়াকে সঙ্গে নিয়ে মতছিরের উপর ফিল্মি ষ্টাইলে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে মাটিতে ফেলে চলে যায়। পরে স্থানীয়রা আহত মতছিরকে উদ্ধার করে সিলেট এম,এ,জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঘটনার খবর পেয়ে স্থানীয় সাংবাদিক আব্দুল হাকিম রাজ, আওয়ামীলীগ নেতা হাজী কাপ্তান মেম্বার, মঈনুদ্দিন মেম্বার সহ এলাকাবাসীর সহায়তায় সন্ত্রাসী দুই ভাই জুনাব আলী ও মনছফ আলীকে আটক করে পুলিশে সোপর্দ করে। ৩ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত শনিবার রাত সাড়ে ১১ টায় আহত মতছির আলী সিলেট এম,এ,জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত রবিবার বেলা দেড়টায় লাশ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে বলে নিহতের ভাই আব্দুল মতিন জানান।