চৌকিদেখীতে সেফটি ট্যাংক বিস্ফোরিত হয়ে ৩ শ্রমিক আহত

58

shahin-pic-07-03-15-------04স্টাফ রিপোর্টার :
নগরীর চৌকিদেখী এলাকায় সেফটি ট্যাংক বিস্ফোরিত হয়ে ৩ শ্রমিক গুরুতর আহত হয়েছে। গতকাল শনিবার বিকেল সোয়া ৫ টার দিকে গোলজানবাগ ১২৭ নম্বর প্রবাসী আবুল লেইছের বাসায় এ দুঘর্টনা ঘটে। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শ্রমিকরা হচ্ছে- কিশোরগঞ্জ জেলার শফির উদ্দিনের পুত্র বর্তমানে চৌকিদেখী ওসি বাড়ির ভাড়াটে ফেরদৌস আহমদ (৩৫),চাঁদপুর জেলার কালুগাজির পুত্র বর্তমানে লাক্কাতুরা চা বাগানের বাসিন্দা ইউনুছ মিয়া (৫৫) ও একই এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাকের পুত্র আবুল কালাম (২৮)।
জানা গেছে, গতকাল সকালে ১২৭ নং বাসার ময়লার ট্যাংকি থেকে ময়লা বেেিয় বাহিরে আসছিল। পরে লন্ডন প্রবাসী আবুল লেইছের বাসার কেয়ারটেকার বাহাদুর গতকাল বিকেল ৫ টার দিকে শ্রমিক ফেরদৌস, ইউনুছ ও আবুল কালামকে  ওই বাসায় সেফটি ট্যাংক থেকে ময়লা পরিস্কার করতে নিয়ে যান। এ সময় শ্রমিকরা ময়লা পরিষ্কার করার কাজ শুরু করলে হঠ্যৎ বিকট শব্দে ট্যাংকিটি বিস্ফোরিত হয়ে তারা গুরুতর আহত হন। বিস্ফোরিত হওয়ার ফলে বাসার বেশ কিছু জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়। পরে আহতদের ওসমানী হাসপাতালের ৪র্থ তলার ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। আহতদের মধ্যে ফেরদৌসের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
তালতলা ফায়ার সাভির্স এর কন্ট্রোল রুম থেকে জানা যায়, ওই বাসার সেফটি ট্যাংকের দুষিত গ্যাস থাকার কারনে সেফটি ট্যাংকটি বিস্ফোরিত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আহত শ্রমিকদেরকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যান। পরে আমরা চলে আসি।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল আলম জানান, চৌকিদেখী ১২৭ নম্বর বাসার সেফটি ট্যাংক বিস্ফোরিত হয়ে ৩ জন আহত হওয়ার খবর পেয়েছি। এর বেশী আর কিছু জানা যায়নি।