খালেদা জিয়া উস্কানী দিয়ে দেশে গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা করছেন -অর্থমন্ত্রী

42

Rotary District Conference Pic -2স্টাফ রিপোর্টার :
খালেদা জিয়ার উস্কানিতে রাজধানিতে হত্যাকান্ডের ঘটনা বেড়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত । তিনি বলেন, হরতাল-অবরোধ দেশের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত করছে। অনেক প্রাণহানির ঘটনা ঘটছে।
গতকাল শুক্রবার দুপুরে নগরীর মেন্দিবাগে জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
‘বাংলাদেশে গৃহযুদ্ধ বাধতে পারে’ সম্প্রতি ইইউ’র এমন শংকা বিষয়ে দৃষ্টিপাত করা হলে অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিরোধী রাজনৈতিক কর্মকান্ড উন্নয়নের পরিপন্থী।
অর্থমন্ত্রী দেশের উন্নয়নে রোটারিয়ানদের অবদান উল্লেখ করে বলেন, একসময় বাংলাদেশে মাত্র ১টি রোটারি ক্লাব ছিল। এখন তা আড়াই শ’ অতিক্রম করেছে। দেশের আর্থসামাজিক উন্নয়নে রোটারিয়ানরা অবদান রাখছেন। এককথায় রোটারিয়ানরা হচ্ছে বাংলাদেশের উন্নয়নের বড় অংশিদার।
আবুল মাল মুহিত বিভিন্ন সময়ে রোটারি ক্লাবগুলোর সাথে তার সম্পকর্ততার তুলে ধরে শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে রোটারির গুরুত্বপূর্ণ কার্যক্রমের প্রশংসা করেন।
সম্মেলনে রোটারী আন্তর্জাতিক সভাপতি জিকে হুয়াং এর প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন রোটারী আর্ন্তজাতিক জেলা ভারতের সাবেক গর্ভণর নির্মল কুমার সিংভি, তার সহধর্মীনি রোটারিয়ান ভিনা সিংভি। অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন সম্মেল কমিটির চেয়ারম্যান লে. কর্ণেল (অব:) আতাউর রহমান পীর।
বিগত ১ বছরে নিহত রোটারী কর্মকান্ডের সাথে জড়িত বক্তিবর্গরে স্মরণে শোক প্রস্তাব পেশ করেন পিডিজি ডা. মঞ্জুরুল হক চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করেন জেলা সেক্রেটারি পিপি ফয়সল আহমদ।
সম্মেলনের শুরুতে প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সহ অন্যান্য অতিথিদের উত্তরিয় ও ফুলদিয়ে বরণ করেন প্রবীন ও নবীন রোটারাীয়ান বৃন্দ। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জালালাবাদ রোটারী ক্লাবের প্রক্তন সভাপতি শফিক আহমদ বক্ত। অনুষ্ঠানে পি ডি জি সিংভি ড. মঞ্জুরুল হক চৌধুরীকে রোটারী আন্তজাতিক থেকে প্রাপ্ত সার্ভিস এভাব সেল্প এ্যার্য়ড হস্তান্তর করেন। রোটারী জেলা গর্ভণর ইঞ্জিনিয়ার এম আব্দুল লতিফ ঘন্টা বাজিয়ে সম্মেলনের প্রারম্ভ সংকেত ঘোষনা করেন। সম্মেলন শুরুর পূর্বে প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতিয় পতাকা, পিডিজি সিংভি রোটারী পতাকা ও জেলা গর্ভণর ইঞ্জিনিয়ার এম আবদুল লতিফ সম্মেলন পতাকা উত্তলন করেন এবং পায়রা উড়িয়ে সম্মেলনের শুভ সূচনা ঘোষনা করেন।
নামাজের  বিরতির পর রোটারী বিভিন্ন বিষয়ের উপর ৪টি অধিবেশন অনুষ্টিত হয়। এই অধিবেশন গুলো ছিল সদস্য বৃদ্ধি করণ, রোটারী ফাউন্ডেশন, শান্তি, সমৃদ্ধি ও রোটারীতে মহিলাদের ভূমিকা। অধিবেশন গুলোতে বক্তব্য রাখেন পিডিজি সেলিম রাজে, পিডিজি রফিক আহমদ সিদ্দিক, সাবেক লায়ন্স গভর্ণর সেকিল চৌধুরী ও ৩২৮১ এর গর্ভণর সাফিনা রহমান। অধিবেশনের সভাপতিত্বে ছিলেন পিডিজি এম এ আউয়াল, পিডিজি ডা. মীর এম আনিসুজ্জামান, পিডিজি আব্দুল আহাদ ও জেলা ৩২৮২ এর ফাস্ট লেডি নাদিয়া আহমদ লতিফ।
সম্মেলনে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব জালালাবাদের সভাপতি সৈয়দ জিয়াউস সামস, জেলা সম্মেলনের সেক্রেটারী নিরেশ চন্দ্র দাশ, সাবেক সভাপতি সৈয়দ আশরাফ আহমদ। অনুষ্ঠানের এক পর্যায়ে জেলা ৩২৮২ এর গভর্ণর বিগত ২৪ ফেরুয়ারি থেকে অনুষ্ঠিত গর্ভণর নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ইঞ্জিনিয়ার লতিফ বলেন জালালাবাদ রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান শহিদ আহমদ চৌধুরী সবোচ্চ ভোট পেয়ে ২০১৭-১৮ বর্ষের জন্য জেলা গর্ভণর নির্বাচিত হয়েছেন ।
নির্মল সিংভি তার বক্তব্যে বলেন, জনশক্তি হচ্ছে অর্থনৈতিক শক্তি। এখন রোটারিতে বিশাল সংখ্যক জনশক্তি আছে। এরাই জাতির ভবিষ্যত। দেশের উন্নয়নে রোটারিয়ানরা অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম। তিনি বাংলাদেশের রোটারীয়ানদের কর্মকান্ডের প্রশংসা করে তার পক্ষ থেকে সবধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তার সফরের মাধ্যমে এই বন্ধুত্ব আরো সুদৃড় হবে । দিনভর আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানমালা শেষে সন্ধ্যার পর সাংস্কৃতি অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন শিল্পীর সঙ্গীত পরিবেশনের করেন।