বাংলা সাহিত্যের সবচেয়ে কঠিনতম মাধ্যম হচ্ছে ছড়াসাহিত্য। শত ব্যস্থতাকে পিছু ফেলে প্রবাসে যারা সাহিত্য নিয়ে কাজ করছেন তারা সত্যিই দেশকে ভালোবাসেন। মা মাটি আর মাতৃভূমিকে যারা ভালোবাসেন তারা পৃথিবীর যে প্রান্তেই থাকবেন দেশকে ভালোবাসবেন। ভালোবাসেন দেশের সাহিত্য সংস্কৃতি ও কৃষ্টিকে। প্রবাসী ছড়াসাহিত্যিক সৈয়দ হিলাল সাইফ তাদেরই একজন। যুক্তরাজ্যের মত জায়গায় থেকেও তিনি ছড়াসাহিত্য নিয়ে কাজ করে যাচ্ছেন নিয়মিত। রচনা করছেন অসংখ্য ছড়ার। ছড়ার বিষয়বস্তুর অনেকাংশ জুড়েই থাকে দেশের চলমান বিষয়াদিসহ সবুজ শ্যামল বাংলার প্রতিচ্ছবি। গতকাল সোমবার বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ মিউজিয়া অব রাজাস এ ব্যতিক্রম ধারার ছড়াসাহিত্য সংগঠন ছড়া নিকেতন সিলেট এর বিশেষ ছড়াসাহিত্য আড্ডা ও সৈয়দ হিলাল সাইফকে বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা এ কথাগুলো বলেন। ছড়া নিকেতন সিলেট এর প্রতিষ্ঠাতা পরিচালক বিধুভূষণ ভট্টাচার্যের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক বশির আহমদ জুয়েল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ছড়াসাহিত্যিক, সংগঠক ও স্বদেশ ফোরাম নিউইয়র্ক এর সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ চৌধুরী এডভোকেট। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট গীতিকার সৈয়দ দুলাল, সিলেট সাহিত্য পরিষদ এর সভাপতি পুলিন রায়। অনুষ্ঠানে অনুভতি ও প্রতিক্রিয়া ব্যক্ত করেন সৈয়দ হিলাল সাইফ। এ ছাড়াও যারা লেখাপাঠ ও আলোচনায় অংশ গ্রহণ করেন, আব্দুল বাসিত মোহাম্মদ, সুপ্রিয় ব্যানার্জি শান্ত, এখলাসুর রাহমান, রানা কুমার সিংহ, জাফর ওবায়েদ, মইন উদ্দিন আহমদ খোকন, মঞ্জুর মোহাম্মদ, আর জে কোরেশী, নিরঞ্জন চন্দ্র চন্দ, আফরোজ খান, বিমান তালুকদার, মাহমুদ পারভেজ, সৈয়দ মুক্তদা হামিদ, এম. আলী হোসাইন, হেনা বেগম, জান্নাতুল শুভ্রা মনি, নাকিব চৌধুরী, মুজাহিদুল ইসলাম, সৈয়দ আলমগীর, প্রমুখ। বিজ্ঞপ্তি