সিলেট বিভাগে শ্রেষ্ঠ ডিজিটাল সেন্টার হিসাবে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কার পেয়েছে গোয়াইনঘাট

35

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
তথ্য ও প্রযুক্তি প্রসার ও উদ্ভাবনের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সেরা ডিজিটাল সেন্টার ক্যাটাগরীতে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কার ২০১৪ পেয়েছে গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার। গত ১২ ফেব্র“য়ারী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রীর তথ্য ও রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। পুরস্কার গ্রহণ করেন রুস্তমপুর ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা কামরুল হাসান ও আসমা বেগম। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে গোয়াইনঘাট উপজেলার সব কয়টি ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের সহযোগিতা ও নিয়মিত তদারকির ফলে এ পুরস্কার পেল গোয়াইনঘাট উপজেলা। অপর দিকে রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ডিজিটাল সেন্টারকে সার্বিক সহযোগিতা ও নিয়মিত তদারকি করায়এ পুরস্কার পেয়েছেন জানালেন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা। ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা কামরুল হাসান বলেন, এ পুরস্কার উপজেলা নির্বাহী অফিসার’র নিয়মিত তদারকির ফসল। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, উপজেলার প্রতিটি ডিজিটাল সেন্টার এ পুরস্কার পাওয়ার যোগ্য বলে মনে করি। উদ্যোক্তাদের নিয়ে নিয়মিত প্রশিক্ষণ, তাদের কার্যক্রম তদরকির মূল্যায়ন এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টার সমূহকে সব ধরনের কারিগরী সহযোগিতার মাধ্যমে জনবান্ধব ও জনমুখী করে তুলা হয়েছে। এর ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।