বালাগঞ্জ থেকে সংবাদদাতা :
প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাষ্ট ইউকে’র সেক্রেটারী ও বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সেক্রেটারী বিশিষ্ট কমিউনিটি নেতা হারুন অর রশিদ হারুন সহ অন্যান্য ট্রাষ্টিগণ দেশে আগমন উপলক্ষে সিলেট ওসমানী বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে তাদেরকে বালাগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান ও অভ্যর্থনা জানানো হয়। তাছাড়া গতকাল বৃহস্পতিবার বালাগঞ্জ-ওসমানীনগরের প্রবাসী কমিউনিটি নেতারা দেশে আগমন করলে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিমান বন্দরে তাদেরকে পৃথক সংবর্ধনা দেয়া হয়েছে। অপর দিকে শিক্ষামন্ত্রী বিমান বন্দরে আসলে এডুকেশন ট্রাষ্টের সেক্রেটারী হারুন অর রশিদ হারুনের উদ্যোগে বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী প্রেসক্লাব নেতৃবৃন্দ সহ উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, দেশে এখন অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। চলতি এসএসসি পরীক্ষার তারিখ বার-বার পেছানো হচ্ছে এবং শিক্ষার্থীরা আতঙ্কিত পরিবেশের মধ্যে পরীক্ষা দিচ্ছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি মধ্যম আয়ের দেশ উপহার দিতে হলে হানা-হানী ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বালাগঞ্জ-ওসমানীনগরের শিক্ষার সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন। এ সময় এডুকেশন ট্রাষ্টের সেক্রেটারী হারুন অর রশিদ হারুন বলেন, ১১ মার্চ ট্রাষ্টের উদ্যোগে প্রায় ১ হাজার শিক্ষার্থীদের মধ্যে ৩০ লক্ষ টাকার বৃত্তি বিতরন করা হবে। এতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। প্রবাসীদের সংবর্ধনা প্রদান ও শিক্ষামন্ত্রীর সাথে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান, লন্ডন মহানগর আওয়ামীলীগের সভাপতি নুরুল হক লালা, সিলেট জেলা আওয়ামীলীগের যুব বিষয়ক সম্পাদক রনজিত সরকার, মঙ্গল চন্ডী নিশি কান্ত উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য প্রবাসী কমিউনিটি নেতা ট্রাষ্টি আব্দুস শহীদ, চ্যানেল এস ইউকে’র ওল্ডহাম গ্রেটার ম্যানচেষ্টার প্রতিনিধি সৈয়দ সাদেক আহমদ, গোয়ালা বাজার ইউপির সাবেক চেয়ারম্যান পীর মজনু মিয়া, ওসমানীনগর আওয়ামীলীগের সাবেক সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন আহমদ, সাবেক সেক্রেটারী আবদাল মিয়া, প্রবাসী কমিউনিটি নেতা ট্রাষ্টি আনোয়ার আলী, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ভবন দাতা সদস্য প্রবাসী কমিউনিটি নেতা ট্রাষ্টি ফারুক আহমদ, ওসমানীনগর যুবলীগের সহ সভাপতি লন্ডন প্রবাসী জাবেদ আহমদ আম্বিয়া, সিলেট জেলা প্রজন্ম লীগের সভাপতি মামুনুর রশিদ মাছুম, গোয়ালা বাজার গণ পাঠাগারের সভাপতি আনছার উদ্দিন আহমদ, সমাজ সেবক কাপ্তান মিয়া, এলাইছ মিয়া, বালাগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাপ্তাহিক বালাগঞ্জ বার্তা পত্রিকার সম্পাদক শাহাব উদ্দিন শাহীন, সহ-সভাপতি দৈনিক যুগান্তরের বালাগঞ্জ উপজেলা প্রতিনিধি শামীম আহমদ, প্রচার প্রকাশনা সম্পাদক দৈনিক যুগভেরী পত্রিকার বালাগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্দুস শহিদ, সহযোগী সদস্য দৈনিক জালালাবাদ পত্রিকার বালাগঞ্জ উপজেলা প্রতিনিধি মো: কাজল মিয়া প্রমুখ।