স্টাফ রিপোর্টার :
নগরীতে চলমান হরতাল-অবরোধে প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত ৫ ঘন্টা মার্কেট, ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমলগুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। গতকাল শনিবার দুপুরে নগরীর একটি শপিংমলে সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে এমন সিদ্ধান্তের কথা জানান সদস্য সচিব নাজমুল হক।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে দেশের চলমান পরিস্থিতিতে ক্ষুদ্র ব্যবসায়ীরা হতাশ উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছি। দেশের চলমান পরিস্থিতিতে বড় বড় ব্যবসায়ীরা তাদের শত কোটি টাকার ঋণের সুদ মওকুফের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছেন। অথচ আমরা ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা কেউ ভাবছে না। আমরা আমাদের ঋণের সুদ মওকুফের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।’
তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনীতিবিদরা আধ্যাত্মিক নগরীর সিলেট থেকেই তাদের বিভিন্ন কর্মকান্ডের শুভ সূচনা করেন। আমরাও আধ্যাত্মিক নগরীর মানুষ হিসেবে দেশের প্রধান দুই নেত্রীর কাছে আবেদন জানাচ্ছি, দেশের মানুষের কথা চিন্তা করে সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান করুন।’ ‘রাজনীতি দেশের মানুষের জন্য’ উল্লেখ করে তিনি বলেন, ‘১৯৭১ সালে যুদ্ধ চলাকালেও ব্যবসায়ীদেরকে ব্যবসা করার সুযোগ দেয়া হয়েছিল।’
‘ব্যবসায়ীরা কারো প্রতিপক্ষ নয়’ উল্লেখ করে তিনি বলেন, ‘সম্প্রতি সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। এজন্য আমরা উদ্বিগ্ন।’
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ’র আহবায়ক চন্দন সাহা, যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন, আব্দুর রকিব সিকদার, আলাউদ্দিন আলো, আক্তার আহমদ সোহেল, যুগ্ম সচিব আব্দুর রহমান রিপন। এছাড়া পরিষদ’র জেলা কমিটির উপদেষ্টা মতছির আলী, সাংগঠনিক সম্পাদক এইচ এম তফাদার রুহেল, সদস্য আব্দুল মুনিম মল্লিক মুন্না, সামছুদ্দীন সমছু, খসুরুজ্জামান, লোকমান আহমদ, আব্দুল হাদী পাভেল, মোস্তফা মেহেদী হাসান, শেখ মুরাদ, আব্দুল লতিফ, স্বপ্না আক্তার, রিয়াজুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।