সিলেট সীমান্তে নিয়োজিত ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা গত ৩৬ ঘন্টায় তাদের দায়িত্বাধীন এলাকায় সফল অভিযান পরিচালনা করে নিন্ম বর্ণিত চোরাচালানী দ্রব্যাদি ও মাদকদ্রব্য আটক করে যার সর্বমোট মূল্য ১৬,৭৮,৪০০/- (ষোল লক্ষ আটাত্তর হাজার চাঁরশত ) টাকা।
গত ১০ ফেব্র“য়ারি ডোনা বিওপির কমান্ডার নায়েব সুবেদার মামুনুর রশিদ এর নেতৃতে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানার অন্তর্গত খাদিমপাড়া নামক ¯হান হতে ৭২ বোতল ভারতীয় মদ মালিকবিহীন স্থান আটক করে যার সিজার মুল্য ১,০৮,০০০/- (এক লক্ষ আট হাজার) টাকা।
গত ১১ ফেব্র“য়ারি লালাখাল বিওপির কমান্ডার নায়েব সুবেদার সুরেন্দ্র নাথ অধিকারী এর নেতৃতে একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার জৈন্তাপুর থানার অন্তর্গত গৌরী কাঁচা রাস্তার উপর থেকে ১টি মিনি পিকআপসহ ৫,৯১,০০০ (পাঁচ লক্ষ একানব্বই হাজার) পিস ভারতীয় নাসির পাতার বিড়ি আটক করে যার সিজার মুল্য ১৩,৯২,০০০/- (তের লক্ষ বিরানব্বই হাজার) টাকা।
গত ১২ ফেব্র“য়ারি গোপন সংবাদের ভিত্তিতে আমলশীদ বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ ওমর ফারুক এর নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার অধীনস্থ আমলশীদ গ্রামের মাঠের মধ্য থেকে মালিকবিহীন অবস্থায় ১৯৬ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করতে সক্ষম হয় যার মূল্য ৭৮,৪০০/- (আটাত্তর হাজার চারশত) টাকা।
গত ১২ ফেব্র“য়ারি গোপন সংবাদের ভিত্তিতে আমলশীদ বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ ওমর ফারুক এর নেতৃতে একটি টহল দল জকিগঞ্জ উপজেলার অধীনস্থ আমলশীদ গ্রামের মাঠের মধ্য থেকে ভারত হতে অবৈধ ভাবে পাচার হয়ে আসা ২টি ভারতীয় মহিষ আটক করে। যার আনুমানিক সিজার মূল্য ১, ০০,০০০/- (এক লক্ষ টাকা )। বিজ্ঞপ্তি