ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে ভুয়া দু’দাঁতের ডাক্তারকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান ও একলক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের আশা ডেন্টাল কেয়ার, মেডিকো ডেন্টাল কেয়ার ও সুরমা ডেন্টাল কেয়ারে অভিযান চালিয়ে এ জেল-জরিমানা করা হয়। ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট আইনুর আক্তার পান্না আশা ডেন্টাল কেয়ারের ভুয়া দাঁতের ডাক্তার সুধীর চন্দ্র রায় ও মেডিকো ডেন্টাল কেয়ারের ডাক্তার বিজন কান্তি তালুকদারকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সুরমা ডেন্টাল কেয়ার ডেন্টিস ফজলুল করিম বকুলের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় ও ইউনিক ডায়াগনিষ্টক সেন্টার সিলগালা করে দেয়া হয়। এছাড়া ভ্রাম্যমান আদালত পচা-বাসি খাবার পরিবেশন ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরী করার অভিযোগে শহরের আতিক রেষ্টুরেন্ট থেকে ১০ হাজার টাকা, ওজনে কম দেয়ার অভিযোগে ভাই ভাই ট্রেডার্স এবং শাহজালাল ট্রেডার্সকে ৫ হাজার টাকা করে জরিমানা এবং সরকারী জায়গায় দোকান বর্ধিত করার অভিযোগে আব্দুল্লা সু-ষ্টোর থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় মেডিকেল অফিসার ডাঃ রাজিব চক্রবর্তী, স্যানিটারী ইন্সপেক্টর ফারুক আহমদ, এস আই কামাল হোসেনসহ থানা পুলিশ অভিযানের সাথে ছিলেন।