সৌমেন কুমার
যখন মাকে মনে পড়ে
বড্ড পায় তো কান্না,
কত দিন পারি না খেতে
মায়ের হাতের রান্না।
মাগো তোমার মুখটা ভাসে
আমার মনের আয়নায়,
সময় পেলে আসবো চলে
পাগল হবে বায়নায়।
মন চাইলেই পারি না দেখতে
আসার নাই ক্ষমতা,
ছুটি পেলে আসবো ছুটে
পেতে তোমার মমতা।
মন পোড়ে মা মনটা কাঁদে
তোমার ছবি আঁকি,
ধরাতে তুমি ছাড়া মা
আর যা সবি ফাঁকি।