মোঃ শাহজাহান মিয়া, জগন্নাথপুর থেকে :
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া-স্বজনশ্রী রাস্তার চিলাউড়া গোলাপাড়া পুঞ্জি গ্রামে খালের উপর গত বছর একটি নতুন ব্রিজ নির্মাণ করা হলেও ব্রিজের এক পাশের এপ্রোচে মাটি না থাকায় ছোট একটি বাঁশের সাঁকো দিয়ে অনেক কষ্টে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন অত্র অঞ্চলের জনসাধারণ। এখানে জরুরী ভিত্তিতে মাটি ভরাটের দাবি জানান এলাকাবাসী। এ নিয়ে গত ২২ জানুয়ারী বৃহস্পতিবার দৈনিক কাজিরবাজার পত্রিকায় ‘জগন্নাথপুরে একটি ব্রিজের এপ্রোচে মাটি না থাকায় ঝুঁকি নিয়ে চলাচল’’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়ে এবং ওই দিনই মাটি কাটার কাজ শুরু হয়। গতকাল শুক্রবার সরজমিনে দেখা যায়, ২০ জন শ্রমিক উক্ত ব্রিজের এপ্রোচে মাটি কাটার কাজ করছেন। কাজটি তদারকি করছেন স্থানীয় চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুল মাহমুদ। এ সময় চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল গফুর, প্রবীন মুরব্বী মাসুক মিয়া, সমাজসেবক মন্নান মিয়া, কদ্দুছ মিয়া, আব্দুস শহীদসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন। চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুল মাহমুদ জানান, ইউনিয়ন পরিষদের উদ্যোগে এক লক্ষ টাকা ব্যয়ে এখানে মাটি কাটার কাজ শুরু হয়েছে। আশা করছি কয়েক দিনের মধ্যে শেষ হয়ে যাবে। এদিকে-দীর্ঘদিন পরে হলেও এ ব্রিজের এপ্রোচে মাটি কাটার কাজ শুরু হওয়াতে এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে। এলাকার সর্বস্তরের লোকজন জানান, এখানে মাটি ভরাট হলে আমরা সহজভাবে চলাচল করতে পারবো, এতেই আমরা অনেক খুশি।