নগরীতে জামায়াতের মিছিল-সমাবেশ ॥ চলমান আন্দোলন কঠোর থেকে কঠোর হবে

19

সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, সরকার চলমান আন্দোলনে চরম হিংস্রতা ও নৃশংসতার পথ বেছে নিয়েছে। ঘুম থেকে নিরীহ নেতাকর্মীদের গ্রেফতার করে ককটেল উদ্ধার নাটক সাজিয়ে জাতিকে বিভ্রান্ত করছে। সুস্থ অবস্থায় বিরোধী রাজনৈতিক দলের গ্রেফতার করে কথিত বন্দুক যুদ্ধের নাটক সাজিয়ে নির্বিচারে ক্রসফায়ার করে হত্যা করছে। কোন ষড়যন্ত্রই জাতি সফল হতে দেবে না।  অবৈধ সরকারের  পদত্যাগ না হওয়া  পর্যন্ত চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন বন্ধ হবে না।  বরং আরো কঠোর থেকে  কঠোর করা হবে। অবিলম্বে গণগ্রেফতার, তল্লাশীর নামে পুলিশী হয়রানি বন্ধ করুন এবং সিলেট মহানগর আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন, সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ ও সহকারী সেক্রেটারী মো: শাহজাহান আলী সহ কারাগারে আটক সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।
গতকাল বুধবার ২০ দলীয় জোট সিলেট জেলা ও মহানগর আহুত  সিলেটে সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে ভোর থেকেই নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দিনভর পিকেটিং শেষে পৃথক পৃথক মিছিল বের করে মহানগর জামায়াত। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ এ কথা বলেন। নগরীর শিবগঞ্জ ও দক্ষিণ সুরমা সহ পৃথক স্থানে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট নগর জামায়াত নেতা মাওলানা মুজিবুর রহমান, ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন,  মো: আনোয়ার আলী,  রফিকুল ইসলাম মজুমদার, এডভোকেট মকসুদ আহমদ, আব্দুল মুহিত ও  ছাত্রশিবির নেতা জুনায়েদ আল  হাবিব প্রমুখ।
নেতৃবৃন্দ ২০ দলীয় জোট আহূত সিলেট জেলা ও মহানগর এলাকায় বুধবারের সকাল সন্ধ্যা হরতাল সর্বাত্মকভাবে সফল করায় পরিবহন মালিক, শ্রমিক ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ সিলেটবাসীকে অভিনন্দন জানিয়ে বলেন, জাতির ঘারে বাকশাল ও স্বৈরাচার শাসকের প্রেতাত্মা ভর করে আছে। গণতন্ত্র বিনাশী আওয়ামী অপশক্তির হাত থেকে জাতিকে রক্ষা করতে গণতন্ত্র পুনরুদ্ধারে চলমান টানা অবরোধ সফল করতে হবে। জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনে আওয়ামী অপশক্তি ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হবে।