আইনজবীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনায় মিসবাহ ॥ জামায়াত-শিবিরকে বিএনপি আস্কারা দিচ্ছে

117

Misbah photo 18.01.15সিলেট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ। গতকাল রবিবার বিকালে সিলেট জেলা জজ কোর্টের পিপি মিসবাহ উদ্দিন সিরাজের অফিসে এই সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্র্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা জজ কোর্টের পিপি মিসবাহ উদ্দিন সিরাজ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করতে চাইছে। তাদের দোসর বিএনপি এতে আস্কারা দিচ্ছে। তারা রাজনৈতিক কর্মসূচীর নামে মানুষ পুড়িয়ে মারছে। এই অপশক্তিকে প্রতিহত করতে হবে। তিনি বলেন, অবরোধ প্রত্যাখ্যান করে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। এখন নির্বাচিত নেতৃবৃন্দকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এ কে এম শমিউল আলম, সাধারণ সম্পাদক অশোক পুরকায়স্থ, সহ-সভাপতি আব্দুল হাই, যুগ্ম সম্পাদক মোস্তফা দিলওয়ার আল আজহার, সমাজসেবা সম্পাদক সালেহ আহমদ হীরা, নির্বাচন কর্মকর্তা অঞ্জন দে ও সহ সম্পাদক হীরা মিয়াকে এই সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এডভোকেট রাজ উদ্দিন, কিশোর কুমার কর, আজিজুর রহমান, শামসুল ইসলাম, জসিম উদ্দিন, হুমায়ুন কবির বাবুল, আব্দুর রহমান সেলিম, বিপ্লব কান্তি দে মাধব, মাসুক আহমদ, অশেষ কর, সালেহ আহমদ হীরা প্রমুখ।
এ সময় জেলা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এ কে এম শমিউল আলম ও সাধারণ সম্পাদক অশোক পুরকায়স্থ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান। বিজ্ঞপ্তি