গুরুতর অসুস্থ আরিফুল হক চৌধুরী ও তাঁর মাতার সুস্থতা কমনা করে সিলেট পেশাজীবী পরিষদ‘র ডাকে গতকাল শুক্রবার বাদ জুম্মা দুপুর ২টায় সিলেটের বিভিন্ন পাড়া মহল্লার মসজিদ, মন্দির, গীর্জাসহ বিভিন্ন উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচির অংশ হিসাবে বাদ জুম্মা হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে সিলেট পেশাজীবী পরিষদ‘র উদ্যোগে দোয়া ও মিলাদ মহাফিল অনুষ্ঠিত হবে। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলের পূর্বে আরিফুল হক চৌধুরী ও তার মাতার সুস্থতা এবং তার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র বন্ধের জন্য উপস্থিত মুসল্লীসহ সিলেটবাসীর কাছে দোয়া চেয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পরিষদের আহবায়ক বিশিষ্ট শিক্ষাবিদ লেঃ কর্ণেল (অবঃ) আতাউর রহমান পীর। এসময় আরো উপস্থিত ছিলেন পরিষদ‘র যুগ্ম আহবায়ক শাবিপ্রবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোজাম্মেল হক. কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, কাউন্সিলর দিনার খান হাসু, কাউন্সিলর দিলওয়ার হোসেন সজীব, জনকল্যাণ ট্রাষ্ট চেয়ারম্যান মাওলানা আব্দুল মালিক চৌধুরী, পরিষদের সদস্য সচিব সাংবাদিক নুরুল ইসলাম, মাওলানা ফয়জুল হক, এডভোকেট আল আসলাম মুমিন, এডভোকেট এজাজ উদ্দিন, শাহাদত করিম চৌধুরী, মোঃ তাইয়্যাব খান লামিম, মাহবুবুর আলম সৌরভসহ সিলেটের সচেতন নাগরিক বৃন্দ। দোয়া পরিচালনা করেন মাওলানা সদরুল ইসলাম। এদিকে সিলেট নগরীর বিভিন্ন মসজিদে বাদ জুম্মা আরিফুল হক চৌধুরী ও তার মাতার সুস্থতা কামনা করে দোয়া করায় হয় এবং বিভিন্ন মন্দির ও উপাসনালয়ে দুপুর ২টায় প্রার্থনা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি