জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
আবারো সিলেট জেলার শ্রেষ্ঠ হলেন এসআই অনুজ কুমার দাশ। এর আগেও তিনি শ্রেষ্ঠ এসআই হয়েছিলেন। সর্বদা সদালাপী ও কর্তব্যপরায়ন এসআই অনুজ কুমার দাশ বর্তমানে গোয়াইনঘাট থানায় কর্মরত আছেন। এর আগে তিনি জগন্নাথপুর থানায় অত্যান্ত আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেন।
১১ জানুয়ারি মঙ্গলবার সিলেট পুলিশ লাইনে বীর মুক্তিযোদ্ধা শহীদ এসপি এম শামছুল হক মিলনায়তনে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদক উদ্ধার, চোরাচালান জব্দ, অস্ত্র উদ্ধার, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার, বিভিন্ন মামলার আসামি গ্রেফতার ও ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন সহ সকল ক্যাটাগরিতে সিলেট জেলা পুলিশের আবারো শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন অনুজ কুমার দাশ। সভায় আনুষ্ঠানিক ভাবে এসআই অনুজ কুমার দাশের নাম ঘোষণা করেন এবং তাঁর হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম। এ সময় পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে-আবারো সিলেট জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হওয়ায় অনুজ কুমার দাশকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের পক্ষ থেকে প্রেসক্লাব সভাপতি ডা.নয়ন রায় ও সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া। অভিনন্দন জ্ঞাপনকারীরা এসআই অনুজ কুমার দাশের আরো সফলতা ও দীর্ঘায়ূ কামনা করে অতীতের মতো আগামীতেও সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন সহ সমাজের অসহায় ও নির্যাতিত মানুষকে আইনী সহায়তা প্রদানের আহবান জানান।
এসআই অনুজ কুমার দাশ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার তাজপুর গ্রামের প্রয়াত শিক্ষক নিরঞ্জন দাশের পুত্র। তিনি প্রথমে শিক্ষকতা করলেও ২০১৩ সালে পুলিশে যোগদান করেন। পুলিশে যোগদানের পর থেকে নিজ কর্মদক্ষতায় সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।