মোঃ শাহজাহান মিয়া, জগন্নাথপুর থেকে :
জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ আসন থেকে নির্বাচিত এমপি সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের বিপ্লব হচ্ছে। দেশের দরিদ্র জনগোষ্ঠির কল্যাণে ও দারিদ্র মুক্তির লক্ষ্যে কাজ করছে সরকার। আওয়ামীলীগ সরকার সব সময় গ্রামাঞ্চলের জনগণের কথা ভেবেছে এবং তাদের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে। বর্তমানে কৃষি, বিদ্যুৎ, মৎস্য, যোগাযোাগসহ দেশে উন্নয়নের জোয়ার বইছে। দেশে এখন কোন খাদ্য ঘাটতি নেই। দেশের সাধারণ মানুষের কষ্টের ফলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন তা বাধাগ্রস্থ করতে ৭১ এর পরাজিত শক্তি দিশেহারা হয়ে পড়েছে। তাদের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। শত্র“দের শাস্তি দিতে জনমত সৃষ্টি করতে।
গতকাল শনিবার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ বাজারে হাজী সাজিদ উল্লা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সম্পাদক রেজাউল করিম রিজু। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম ও লন্ডনের নতুন দিন পত্রিকার সম্পাদক মুহিব চৌধুরী। ফাউন্ডেশনের সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আজমল হোসেন মিঠুর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মজলুল হক, রাণীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী সুন্দর আলী, সাধারণ সম্পাদক ডাঃ ছদরুল ইসলাম প্রমুখ। এ সময় চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল গফুর, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আলী, সমাজসেবক মাওলানা নিজাম উদ্দিন জালালী, স্থানীয় যুবলীগ নেতা সালেহ হকসহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সমাজে বিভিন্নভাবে অবদানের জন্য রাণীগঞ্জ ইউনিয়নের মোট ১৩ জনকে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়। তারা হচ্ছেন, সাহিত্যে মুন্সী রহমত উল্লাহ, সমাজসেবায় (মরনোত্তর) আবুল বশর চৌধুরী, হাজী উছহাকুর রহমান, আজিদ উল্লাহ, শিক্ষায় ফয়জুল হক, আব্দুল কুদ্দুছ, শফিকুল হক, রাজনীতিতে নুরুল ইসলাম, প্রবাসী সংগঠক ও সাংবাদিকতায় মুহিব চৌধুরী, মুক্তিযুদ্ধে আব্দুল কাইয়ূম, ক্বারী নাছির উদ্দিন (মরনোত্তর), ক্রীড়ায় মবশ্বির আহমদ ও স্বাস্থ্যসেবায় ডাঃ শাহারিয়ার মোর্শেদ চৌধুরী। এদিকে-জগন্নাথপুর উন্নয়ন সংস্থা ইউকের উদ্যোগে পৌর শহরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত পৃথক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রতিমন্ত্রী এমএ মান্নান।